<p style="text-align: justify;">বছর কাটিয়ে আবারও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ রাঙাতে আসছে বসন্ত উৎসব ১৪৩০। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং বারো মাসে তেরো পার্বণ যেন এক সুতোয় বাঁধা। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী এবং শিক্ষানুরাগীকে বাংলা সংস্কৃতিতে উৎসাহিত করার উদ্দেশ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন ক্যাম্পাসে বছরব্যাপী বাঙালি সংস্কৃতির চর্চা এবং সাংস্কৃতিক আয়োজনে ব্যস্ত থাকে। </p> <p style="text-align: justify;"><img alt="." height="450" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Shawon/428118600_951513186318943_8705608675018950435_n.jpg" width="600" /></p> <p style="text-align: justify;">সে ক্ষেত্রে অন্যান্য উদযাপনের মধ্যে বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ 'বসন্ত উৎসবকে’ ধারণ এবং আয়োজনকে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন বরাবরই নিয়ে যায় এক অন্য মাত্রায়। এরই ধারাবাহিকতায় বসন্তের আগমনকে একসাথে বরণ করে নিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি আবারও আয়োজিত হতে যাচ্ছে বাংলার নিজস্ব সংস্কৃতির আচ্ছাদনে বসন্তবরণ উৎসব, সাথে থাকছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব।</p> <p style="text-align: justify;">এ উপলক্ষে দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাসজুড়ে চলছে সাজ সাজ রব। সংগঠনটির সদস্যরা ব্যস্ত সময় পার করছেন তাদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে। রং-বেরঙের ফ্লাইয়ার্স, ফেস্টুন, হ্যান্ডমেইড ইনভাইটেশন বানানোর মহাযজ্ঞতে ছেয়ে গেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। ধীরে ধীরে পহেলা ফাল্গুনে রঙিন সাজে সাজবে সবাই আর আপন করে নেবে বসন্তকে।</p> <p style="text-align: justify;">এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক মোস্তাকিম মোহাম্মদ নাবিল বলেন, ‘আমরা সব সময়ই চেষ্টা করি এই যুব সম্প্রদায়কে বাংলার শিখড়ে বেঁধে রাখতে। এ জন্যই স্বীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতেই আমাদের এই প্রচেষ্টা।’ </p> <p style="text-align: justify;">এ বিষয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের বর্তমান ফ্যাকাল্টি অ্যাডভাইজার মুশাররাত হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বসন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে রঙিন আর সবচেয়ে সুন্দর একটা আয়োজন। এ বছর আমরা আবারও প্রস্তুত বসন্তের প্রতিটা রং আপন করে নিতে।’</p> <p style="text-align: justify;"><img alt="." height="1600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Shawon/428005049_7572490409449667_3373356495485318147_n.jpg" width="1200" /><br />  <br /> নতুন ভোরকে রাঙাতে ১৫ ফেব্রুয়ারি খুব সকাল থেকেই শুরু হবে শোভাযাত্রা, আলোচনা ও নানা রকমের সাংস্কৃতিক উৎসব, যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় আয়োজন হিসেবে থাকছে বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী ‘ঝটিকা’ এবং ‘যাত্রা’। সাথে থাকবে জনপ্রিয় সংগীত ব্যান্ডের নান্দনিক পরিবেশনা।<br />  <br /> নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা তাদের ক্যাম্পাসের সব শিক্ষার্থীকে এই আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছেন।</p>