<article> <p style="text-align: justify;">প্রতিবারের মতো এ বছরও এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে পরীক্ষা চলার সময় কোচিং সেন্টার বন্ধ রাখার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাবলিক এই পরীক্ষাকে কেন্দ্র করে মোট ২৯ দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে। গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি পরীক্ষা-২০২৪ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।</p> <p style="text-align: justify;">বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও প্রশ্ন ফাঁসের গুজবমুক্ত পরিবেশে অনুষ্ঠানে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।</p> </article> <article> <p style="text-align: justify;">শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ প্রমুখ।</p> </article>