<p>পুলিশের এন্টি টেররিজম ইউনিটি (এটিইউ) এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির যৌথ আয়োজন ‘এটিইউ-ডিইউডিএস সহিংস উগ্রবাদ বিরোধী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। দুইদিন ব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল অংশগ্রহণ করছে।</p> <p>আজ শুক্রবার বেলা ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলে বায়োকেমেস্ট্রি বিভাগ অডিটোরিয়ামে উদ্বোধন হয়। প্রতিযোগিতার উদ্বোধনী ঘোষণা করেন ডিআইজি (অপারেশন্স) মোহা. আব্দুল আলীম মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর তাওহিদা জাহান ও সামসাদ নওরীন।</p> <p>মোহা. আব্দুল আলীম মাহমুদ বলেন, ‘সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা একটা বিশ্ব বিস্তৃত ব্যাধি। সকলের সম্মিলিত মনোযোগ, চিন্তাসমৃদ্ধ বিতর্ক এই ব্যাধি নিরাময়ের বিবিধ দ্বার উন্মোচন করতে পারে। সহিংস চরমপন্থা ও উগ্রবাদী মতবাদ সীমানা অতিক্রম করে সকলকে প্রভাবিত করে তাই আমরা যেন ডিবেটের শক্তির কথা মনে করি। যেসকল বিদ্বেষ, অসমতা ও ঘৃণা মানুষে মানুষে ব্যবধান ও অসহিষ্ণুতা তৈরি করছে তা যেন আমরা শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন ও মনস্বীতা দিয়ে মোকাবেলা করতে হবে।’</p> <p>তিনি আরো বলেন, ‘ইন্টারকানেক্টেড পৃথিবীতে আমরা বাধার পরিবর্তে ব্রিজ তৈরি করতে চাই। আমাদের ডাইভার্সিটিকে আলিঙ্গন ও বিভক্তিকে ডিবেটের মাধ্যমে প্রতিহত করতে হবে। তরুণরাই আগামীর পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে তাই তাদের দেশের প্রচলিত আইন সম্পর্কে যথাযথ ধারণা, বহুত্ববাদে বিশ্বাস ও দৃষ্টিভঙ্গিতে স্বচ্ছতা খুবই জরুরি।’</p> <p>আজ প্রথম দিনের প্রতিযোগিতার ভেন্যু ঢাবির কার্জন হল চত্বরে চলমান রয়েছে। আগামীকাল ঢাবি সমাজ বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডিশনাল আইজি এন্টি টেররিজম ইউনিট এস এম রুহুল আমিন। প্রতিযোগিতা উপভোগ সবার জন্য উন্মুক্ত।</p>