<p>ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে। দুপুর ১২টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত। </p> <p>ঢাবির কেন্দ্রীয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করেছেন কেবল তারাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।</p> <p>ভর্তীচ্ছুরা ১৮ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের (admission.eis.du.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।</p> <p>ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভর্তির আবেদন ফি হিসেবে এক হাজার ৫০ টাকা চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে জমা দিতে হবে।</p> <p>শিক্ষার্থীরা বিজ্ঞান ইউনিট, কলা-আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিটে আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে উল্লেখ থাকবে।</p> <p>কলা-আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এর ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি, ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি, বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১ মার্চ  এবং চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) ৯ মার্চ অনুষ্ঠিত হবে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।</p>