<p>সারা দেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে আজ মঙ্গলবার। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে অপেক্ষমাণ তালিকা। এসব তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সময়সীমা নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।</p> <p>আজ মঙ্গলবার মাউশির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।</p> <p>বিজ্ঞপ্তিতে বল হয়, ফলাফল শিটের প্রথম তালিকায় থাকা শিক্ষার্থীদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমিক নম্বর অনুসারে ভর্তির সুযোগ দেওয়া হবে চার কর্মদিবস এবং দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমিক নম্বর অনুসারে ভর্তির সুযোগ দেওয়া হবে তিন কর্মদিবস।</p> <p>শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলোতে বলা হয়, আবেদনে মিথ্যা তথ্য প্রদান করা শিক্ষার্থীকে ভর্তি করানো যাবে না। ভর্তির সময় শিক্ষার্থীদের কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। শিক্ষার্থীদের জন্ম সনদের মূল কপি-অনলাইন কপি ও পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র ভালো করে যাচাই করতে হবে।</p>