<article> <p>প্রথম অধ্যায়<br /> অর্থনীতি পরিচয়<br /> জ্ঞানমূলক প্রশ্ন</p> <p>১। আদিম সমাজে অর্থনীতির প্রধান বিষয় কী ছিল?<br /> উত্তর : আদিম সমাজে অর্থনীতির প্রধান বিষয় ছিল উৎপাদন ও ভোগ।</p> <p>২।  ‘Oikonomia’ শব্দের অর্থ কী?<br /> উত্তর : ‘Oikonomia’ শব্দের অর্থ ‘গৃহ ব্যবস্থাপনা’।</p> </article> <article> <p>৩। ব্যক্তিগত সম্পত্তির ধারণাটি প্রথম আলোচনা করেন কে?<br /> উত্তর : ব্যক্তিগত সম্পত্তির ধারণাটি প্রথম আলোচনা করেন অ্যারিস্টটল।</p> <p>৪। ভূমিবাদ মতবাদ প্রচার করেন কারা?<br /> উত্তর : ফরাসিরা।</p> <p>৫। ‘বাণিজ্যবাদ’-এর প্রসার ঘটে কত সালে?</p> </article> <article> <p>উত্তর : ১৫৯০-১৭৮০ সালে।</p> <p>৬। ইংরেজি Physiocracy শব্দের অর্থ কী?<br /> উত্তর : ভূমিবাদ।</p> </article> <article> <p>৭। ভূমিবাদীদের মতে উৎপাদনশীল খাত কোনটি?<br /> উত্তর : কৃষি (খনি ও মৎস্যক্ষেত্রসহ)।<br />  </p> <p>৮। আধুনিক অর্থনীতির মূল ভিত্তি কী?<br /> উত্তর : ‘An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations’ বইটি।</p> <p>৯। ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটি কার লেখা?</p> </article> <article> <p>উত্তর : ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটি কৌটিল্যের লেখা।</p> <p>১০। অভাব কী?    <br /> উত্তর : মানুষ যা চায় তার সব কিছু পায় না।  মানুষের এই না পাওয়ার নাম অভাব।</p> <p>১১। অর্থনীতির মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি?<br /> উত্তর : অর্থনীতির মৌলিক অর্থনৈতিক সমস্যা দুটি।</p> <p>১২। সম্পদের দুষ্প্রাপ্যতা কাকে বলে?<br /> উত্তর : অর্থনীতিতে প্রয়োজনের তুলনায় সম্পদ কম থাকাকে সম্পদের দুষ্প্রাপ্যতা বলে।</p> <p>১৩। নির্বাচন কাকে বলে?<br /> উত্তর : সীমিত সম্পদ দ্বারা অগ্রাধিকার ভিত্তিতে অভাব পূরণ করাকে নির্বাচন বলে।</p> <p>১৪। অর্থনীতির জনক কে?<br /> উত্তর : অর্থনীতির জনক হলেন অ্যাডাম স্মিথ।</p> <p>১৫। অর্থনীতি কাকে বলে?<br /> উত্তর : মানুষের দৈনন্দিন অর্থনৈতিক কার্যাবলি এবং সীমিত সম্পদ ও অসীম অভাবের সমন্বয় সাধন সম্পর্কিত বিজ্ঞানকেই অর্থনীতি বলে।</p> <p>১৬। মানুষ তার প্রয়োজনীয় অভাব কিভাবে পূরণ করে?<br /> উত্তর : মানুষ তার প্রয়োজনীয় অভাব নির্বাচনের মাধ্যমে পূরণ করে।</p> <p>১৭। মানুষের অর্থনৈতিক কার্যাবলির মূল উদ্দেশ্য কী?<br /> উত্তর :  মানুষের অর্থনৈতিক কার্যাবলির মূল উদ্দেশ্য হলো সম্পদ আহরণ ও উৎপাদন।</p> <p>১৮। অধ্যাপক মার্শাল প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা দাও।<br /> উত্তর : অধ্যাপক আলফ্রেড মার্শালের মতে, ‘ অর্থনীতি মানবজীবনের সাধারণ কার্যাবলি আলোচনা করে।’      </p> <p>১৯। অর্থনীতির গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন কে?<br /> উত্তর : অর্থনীতির গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক এল রবিন্স।</p> <p>২০। দ্রব্যসামগ্রীর মূল্যস্তর বেড়ে যাওয়ার অবস্থাকে কী বলে?<br /> উত্তর : দ্রব্যসামগ্রীর মূল্যস্তর বেড়ে যাওয়ার অবস্থাকে মুদ্রাস্ফীতি বলে।</p> <p>২১। Microeconomics শব্দটির অর্থ কী?<br /> উত্তর : ব্যষ্টিক অর্থনীতি।</p> <p>২২। সামষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ কী?<br /> উত্তর : Macroeconomics.</p> <p>২৩। আয়ের বৃত্তাকার প্রবাহের খাত দুটি কী কী?<br /> উত্তর : আয়ের বৃত্তাকার<br /> প্রবাহের দুটি খাত হলো পরিবার ও ফার্ম।</p> </article>