<p>ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট চালু হয়েছে। আজ সোমবার (১ জুলাই) ভোর ৫টায় ইউনিটটি পুনরায় চালু হয়। আজ সকাল ১১টার দিকে ৭০২ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডে সরবরাহ করা হয়।</p> <p>শিগগির দ্বিতীয় ইউনিটটিও চালু হবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্রে জানা গেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1402168"><strong>আরও পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জামিনে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় বিএনপি নেতা চাঁদ" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/07/01/1719809695-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">জামিনে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় বিএনপি নেতা চাঁদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/07/01/1402168" target="_blank"> </a></div> </div> <p>গত শুক্রবার সকালে বিদ্যুৎকেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। আদানি বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিট থেকে গড়ে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত। নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রটির প্রথম ইউনিট ঈদের আগে থেকেই বন্ধ ছিল। ফলে দেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেয়। </p>