<p style="text-align: justify;">পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ বুধবার (১৯ জুন) থেকে খুলছে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। খুলবে ব্যাংক-বীমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও। টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে এদিন অফিসপাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা।</p> <p style="text-align: justify;">পরিবর্তিত সূচি অনুযায়ী অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1398486"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সুনামগঞ্জে পানিবন্দি পৌনে ৪ লাখ মানুষ" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/06/19/1718766146-db8e74df8d74f3efdd249a3fd3a466da.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm"><strong>সুনামগঞ্জে পানিবন্দি পৌনে ৪ লাখ মানুষ</strong></p> </div> </div> </div> <strong> </strong><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/06/19/1398486" target="_blank"> </a></div> </div> <p style="text-align: justify;">চলতি মাসের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে অফিসের নতুন এই সময়সূচির সিদ্ধান্ত হয়। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টি জানিয়ে দেয়।</p> <p style="text-align: justify;">নতুন সূচি অনুযায়ী, রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা-বিকাল ৫টা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। আগের মতো শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1398485"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/06/19/1718765103-032b2cc936860b03048302d991c3498f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm"><strong>বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন</strong></p> </div> </div> </div> <strong> </strong><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/06/19/1398485" target="_blank"> </a></div> </div> <p style="text-align: justify;">দেশে একসময় অফিস চলত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করা হয়। বুধবার থেকে আবারও আগের সেই সূচিতে ফিরছে অফিস সময়।</p> <p style="text-align: justify;">নতুন নিয়মে বুধবার (১৯ জুন) থেকে ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত। ব্যাংকেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এত দিন ব্যাংকে লেনদেন হয়ে আসছিল সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এবং ব্যাংকের অফিস সময় ছিল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সেই হিসাবে ব্যাংকের লেনদেন আধা ঘণ্টা ও অফিস এক ঘণ্টা বেশি সময় চলবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1398488"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/06/19/1718767298-ca88ec22099d31975626215a572cf105.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm"><strong>দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস</strong></p> </div> </div> </div> <strong> </strong><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/06/19/1398488" target="_blank"> </a></div> </div> <p style="text-align: justify;">এর আগে গত ৯ জুন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এসংক্রান্ত একটি সার্কুলার জারি করে। ওই নির্দেশনায় বলা হয়, সরকার ঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৯ জুন থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক কার্যক্রম পরিচালিত হবে।</p> <p style="text-align: justify;">তবে যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন, সরকারি-বেসরকারি বেশির ভাগ কর্মজীবী-তাদের অনেকে এক-দুদিন ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস-আদালতে পুরোপুরি কার্যক্রম শুরু হতে আগামী সপ্তাহ লেগে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।</p>