<article> <p style="text-align: justify;">মাঘের শেষ সন্ধ্যায় গতকাল মঙ্গলবার বইমেলায় ছড়িয়ে পড়েছিল বসন্তের রং। তরুণীদের অনেকেই বাসন্তী শাড়ি আর মাথায় ফুলের টায়রা জড়িয়ে এসেছিলেন। মেলার বাইরে শিল্পকলা একাডেমি, রমনা পার্ক, চারুকলা অনুষদ, টিএসসি, দোয়েল চত্বর ও আশপাশের এলাকাজুড়ে ছিল তাঁদের ঘোরাফেরা। এ যেন শীতের শেষ সন্ধ্যায় বসন্তের আগাম মহড়া।</p> </article> <p style="text-align: justify;">নির্ঝঞ্ঝাট যাতায়াতব্যবস্থা আর স্থিতিশীল রাজপথের কারণে এবার শুরু থেকেই মেলায় ক্রেতা-দর্শনার্থীর বেশ উপস্থিতি। বিক্রিবাট্টা নিয়ে সন্তুষ্ট লেখক-প্রকাশকরা। তাই ক্রেতা-বিক্রেতা সবার মুখেই লেগে থাকছে প্রসন্ন হাসি। গতকালও তাই ছিল। বিকেল ৩টা থেকেই শুরু হয় মানুষের প্রবাহ। সন্ধ্যা নাগাদ সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে রীতিমতো ভিড় লেগে যায়। সেজেগুজে আসা তরুণ-তরুণীরা ছবি তোলেন প্রচুর। ভিড় ছিল মেলা মাঠের পূর্ব প্রান্তে থাকা খাবারের দোকানগুলোতেও। বই বিক্রিও মন্দ ছিল না।</p> <article> <p style="text-align: justify;">সোহরাওয়ার্দী উদ্যানের জলাধারের পাশেই অবসর প্রকাশনা সংস্থার বৃহৎ প্যাভিলিয়ন। গতকাল প্যাভিলিয়নটির সাজসজ্জায় দেখা গেল কিছুটা পরিবর্তন। বসন্ত উপলক্ষে এক দিন আগেই গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো প্যাভিলিয়নটি।</p> <p style="text-align: justify;">অবসরের ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, ‘বসন্ত উপলক্ষে আজ তরুণদের উপস্থিতি বেশি। আগে ১৩ ফেব্রুয়ারি হতো বসন্ত উৎসব। এখনো তাই অনেকে এদিনই উৎসব উদযাপন করতে সেজেগুজে মেলায় আসেন। আমরা সেভাবেই প্যাভিলিয়ন সাজিয়েছি।’</p> </article> <article> <p style="text-align: justify;">গতকাল মেলায় বসন্তের আগাম যে আভাস মিলেছে তাতে অনুমান করা যায়, আজ মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়বে ফাগুনের উৎসব। একই দিনে বসন্তের পহেলা দিন ও ভালোবাসা দিবস হওয়ায় ভিড় বাড়বে বইমেলায়।</p> <p style="text-align: justify;">গতকাল বইমেলার ১৩তম দিনে বাংলা একাডেমির তথ্যকেন্দ্রে নতুন বই জমা পড়েছে ১১০টি। এ নিয়ে এ পর্যন্ত নতুন বই এলো এক হাজার ১৪০টি। এর মধ্যে মোহাম্মদ রফিকের কবিতার বই ‘মরমে মরমি’ প্রকাশ করেছে পাঞ্জেরি পাবলিকেশনস লি.। প্রতীক এনেছে ড. পরিতোষ দাশের ‘শিশুর মানসিক বিকাশে অভিভাবকের দায়িত্ব-কর্তব্য ও রাষ্ট্রের দায়িত্ব’। সাজ্জাদ শরিফ সম্পাদিত ‘একাত্তরের দিনপঞ্জি : মুক্তিযুদ্ধের দৈনিক ঘটনালিপি’ প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। কামরুজ্জামান কামুর ‘এখানে শিয়ালমুখী ফুল হয়ে ফুটে আছো’ প্রকাশ করেছে বৈতরণী।</p> <p style="text-align: justify;"><strong>মূলমঞ্চের আয়োজন</strong></p> <p style="text-align: justify;">বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ : সৈয়দ ওয়ালীউল্লাহ্’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন আহমাদ মোস্তফা কামাল। আলোচনায় অংশ নেন হরিশংকর জলদাস এবং ফারজানা সিদ্দিকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মনজুরুল ইসলাম।</p> <p style="text-align: justify;">সভাপতির বক্তব্যে সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘সাহিত্যের ভেতর দিয়ে জীবনের বাস্তবতাকে তুলে ধরার নিপুণ কারিগর সৈয়দ ওয়ালীউল্লাহ্। তাঁর সাহিত্যে তিনি সমকালীন জনগোষ্ঠীর অনুভূতির কাঠামোকে ধারণ করেছেন। ফলে শুধু আমাদের সময়েই নয়, ভবিষ্যতেও সৈয়দ ওয়ালীউল্লাহ্ ও তাঁর সাহিত্যকর্ম অনিবার্য এবং প্রাসঙ্গিক হয়ে থাকবে।’</p> <p style="text-align: justify;">গতকাল লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন নাট্যকার ও অনুবাদক খায়রুল আলম সবুজ, গবেষক আফরোজা পারভীন, কবি শিহাব শাহরিয়ার এবং শিশুসাহিত্যিক কামাল হোসাইন।</p> <p style="text-align: justify;">আজ বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ভাষাসংগ্রামী গাজীউল হক শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন রাফাত আলম মিশু। আলোচনায় অংশগ্রহণ করবেন সুজাতা হক এবং মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী।</p> </article>