<p>লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, ‘২০ দলীয় জোটের সঙ্গে যে বিএনপি যুগপৎ আন্দোলন করেছে, সেই ২০ দলীয় জোটের বিভিন্ন দলের সঙ্গে আঁতাত না করে বিএনপি কোনো দিন ক্ষমতায় বসতে পারবে না।’</p> <p>শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তার নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।</p> <p>তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসতে হলে যুগপৎ আন্দোলনে যে দলগুলো নেপথ্যে ছিল তাদের অবশ্যই সঙ্গে রাখতে হবে। যদি তারা মনে করে, যুগপৎ আন্দোলনে সঙ্গে থাকা শরিক দলগুলোর কোনো প্রয়োজন নেই, তাহলে তারা ভুল করবে।</p> <p>তিনি বিএনপিকে হুঁশিয়ারি করে বলেন, ‘জামায়াতে ইসলামীর নেতৃত্বে সব ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে যাচ্ছে। আজকে রাজনীতি কোন ধারায় চলবে, সেটা আমি প্রকাশ্যে বলতে চাই না।’</p> <p>সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামীগের নেতাকর্মীর অনেকেই এলডিপির সঙ্গে যুক্ত হবেন এমনট ইঙ্গিত করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ যদি রাজনীতি করতে না পারে তাহলে ৩০ শতাংশ আওয়ামী লীগ নেতাকর্মী কোন দিকে যাবে আপনারা বুঝেছেন। সুতরাং বিএনপির সেটা উপলব্ধি করে আমাদেরকে জামাই আদর করে খাওয়াইতে হবে। না হয় ক্ষমতায় যেতে পারবে না।’</p> <p>সাবেক ওই প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের যেমন বিএনপি দরকার, বিএনপিরও তেমনি আমাদের দরকার। মসনদে বসতে হলে ২০ দলীয় জোটের সঙ্গে আলোচনা করেই বসতে হবে।’</p> <p>সমাবেশে বাড়েরা ইউনিয়ন এলডিপি সভাপতি প্রভাষক রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা এলডিপির সভাপতি এ কে এম শামসুল হক মাস্টার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের। ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এলডিপি নেতা জালাল উদ্দিন কালা এতে স্বাগত বক্তৃতা দেন।</p> <p>এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল গাফ্ফার, উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চেয়ারম্যান, বাড়েরা ইউনিয়ন এলডিপির সহ-সভাপতি মোশারফ হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া, উপজেলা গ. স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, সহ-সভাপতি মো. আল আমিন, পৌর গ. যুবদল সভাপতি মনিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি, পৌর গ. ছাত্রদল সভাপতি সাজ্জাদ হোসেন, বাড়েরা ইউনিয়ন গ. যুবদল সভাপতি মো. দুলাল হোসেন প্রমুখ।</p>