<p>বরগুনার বেতাগীতে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে পৃথক স্থানে দলটির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। লঞ্চঘাট এলাকার দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান কবির তার সমর্থিত নেতাকর্মীদের নিয়ে দিবসটি পালিত হয়। </p> <p>অন্যদিকে পৌর শহরের পুরাতন থানা সড়কের দলীয় কার্যালয়ে বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিক তার সমর্থিত নেতাকর্মীদের নিয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।</p> <p>বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক বেতাগী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান কবির ও তার সমর্থিত নেতাকর্মীরা সকাল সাড়ে ৮টায় পৌর শহরের লঞ্চঘাট এলাকায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর দোয়া মোনাজাত করেন। </p> <p>এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জলিলুল রহমান খান নান্না, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পান্না, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান কোয়েল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান ডবলু, উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল, বেতাগী উপজেলা ছাত্রদল আহ্বায়ক হোয়েব কবির।</p> <p>এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিক ও তার সমর্থিত নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর দোয়া মোনাজাত করেন। </p> <p>এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন লাভলু, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম সুজন মল্লিক, যুগ্ম আহ্বায়ক মামুন পারভেজ আসাদ, যুগ্ম আহ্বায়ক নেছার উদ্দিন খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বেল্লাল খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খান আখতারুজ্জামান শাহাদাত, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জহির উদ্দিন মাহমুদ প্রমুখ।</p>