<p style="text-align:justify">সকল অপরাধীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাম্প্রতিক শহীদদের জাতীয় বীর হিসাবে ঘোষণার জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।</p> <p style="text-align:justify">রবিবার (২৫ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মোহাম্মদপুর অঞ্চল আয়োজিত শ্রমিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।</p> <p style="text-align:justify">সংগঠনের মোহাম্মদপুর অঞ্চল পরিচালক ও শ্রমিক নেতা মিজানুল হকের সভাপতিত্বে ও অঞ্চল সহকারি পরিচালক মোশতাক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথির দেন শ্রমিক কল্যাণের মহানগরী সভাপতি মাওলানা মহিব্বুল্লাহ, মোহাম্মদপুর অঞ্চলের উপদেষ্টা জিয়াউল হাসান ও মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমান প্রমূখ।</p> <p style="text-align:justify">সভায় সেলিম উদ্দিন বলেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ দেশে অপশাসন-দুঃশাসন চালিয়েছে। আওয়ামী শাসনামলে সারাদেশে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, অপহরণ, গুপ্তহত্যা চালিয়ে দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করা হয়েছে। কিন্তু দেশের নতুন প্রজন্ম বুকের তাজা রক্ত দিয়ে সেই স্বৈরাচারি ও বাকশালী শাসনের অবসান ঘটিয়েছে। দু:খজনক খবর হলো রক্তের দাগ মুছতে না মুছতে বিভিন্ন জায়গায় কিছু দৃস্কৃতকারী চাঁদাবাজী-দখলবাজী শুরু করেছে। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে। </p> <p style="text-align:justify">তিনি বলেন, আওয়ামী গুণ্ডাবাহিনী আমাদের সন্তানদের ওপর হায়েনার মত ঝাঁপিয়ে পড়ে তাদেরকে রাজপথে নির্মভাবে হত্যা করে দেশের পবিত্র জমিনকে কলঙ্কিত ও রক্তাক্ত করেছে। তাই আওয়ামী সন্ত্রাসীদের ক্ষমা করার সুযোগ নেই। বরং শ্রমিক-জনতা ঐক্যবদ্ধ হয়ে এই খুনীদের তালিকা প্রস্তুত এবং এদেরকে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় শহীদদের আত্মত্যাগ সার্থক ও অর্থবহ হবে না। </p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, সাম্প্রতিক আন্দোলনে শহীদ ও তাদের পরিবারকে অবহেলা করার সুযোগ নেই বরং তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতাসহ যথাযথভাবে সম্মান করতে হবে। একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসাবে জামায়াত শহীদ পরিবারের জন্য সাধ্যমতো সবকিছু করে যাচ্ছে। <br />  </p>