<p style="text-align:justify">দেশের পূর্বাঞ্চলে বন্যাদুর্গত মানুষদের সহায়তায় ত্রাণ সংগ্রহের লক্ষ্যে ৮ সদস্যের একটি ত্রাণ সংগ্রহ কমিটি গঠন করেছে বিএনপি। এতে আহ্বায়ক করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনকে। আর সদস্যসচিব করা হয়েছে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে।</p> <p style="text-align:justify">কমিটির অন্য সদস্যরা হলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাঁকন, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী ও ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া।</p> <p style="text-align:justify">বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।</p> <p style="text-align:justify">বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত কমিটি দেশের পূর্বাঞ্চলে প্রলয়ংকরী বন্যায় উপদ্রুত মানুষদের সাহায্যার্থে শুকনা খাবার, বাচ্চাদের কাপড়, মোমবাতি, দিয়াশলাই, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ দলের নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংগ্রহ করবে। দেশের সর্বস্তরের জনগণকে বন্যার্তদের সাহায্যার্থে সাধ্যানুযায়ী উল্লিখিত ত্রাণসামগ্রী নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রদান করার জন্য একান্ত অনুরোধ করছি।</p>