<p style="text-align: justify;">জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা অভিযোগ করে বলেছেন, রাজশাহীর বাঘা উপজেলায় অবৈধভাবে চাপিয়ে দলিল লেখক সমিতির স্বেচ্ছাচারিতা, দুনীর্তির বিরুদ্ধে সাধারণ নাগরিকদের আন্দোলনের সঙ্গে সংহতি জানান শফিউর রহমান শফি। এ কারণে এই জাসদ কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলির সদস্য, বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধাকে কোনো মামলা ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে। </p> <p style="text-align: justify;">তারা বলেন, অবৈধভাবে চাপিয়ে দেওয়া দলিল লেখক সমিতির স্বেচ্ছাচারিতা, দুনীর্তি এবং জমি রেজিস্ট্রি বন্ধ রাখার প্রতিবাদে স্থানীয় জনগণ আন্দোলন চালিয়ে আসছে। </p> <p style="text-align: justify;">জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার জাসদ কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলির সদস্য জননেতা বীরমুক্তিযোদ্ধা শফিউর রহমান শফিকে হয়রানীমূলকভাবে গ্রেপ্তার ও আটক রাখার নিন্দা করেন এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি করেন। </p> <p style="text-align: justify;">অবৈধভাবে চাপিয়ে দেওয়া দলিল লেখক সমিতির স্বেচ্ছাচারিতা ও দুনীর্তির কারণে জমি রেজিস্ট্রি বন্ধ হয়ে থাকার ঘটনা নিরসণে সরকারের হস্তক্ষেপ দাবি করেন তারা।</p>