<p>মানুষের ভেতর যখন খ্যাতির মোহ প্রচণ্ড রূপ নেয়, তখন তার ভেতর থেকে যাবতীয় কল্যাণচিন্তা লোভ পায়। এমনকি সে তার পরকালীন চিন্তার কথাও ভুলে যায়। আবু হুরায়রা (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, নিশ্চয়ই কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে একজন শহীদের। তাকে উপস্থিত করে তার ওপর (আল্লাহর) নিয়ামতগুলো জানানো হবে, সে তা স্বীকার করবে। তিনি বলবেন, বিনিময়ে তুমি কী আমল করেছ? সে বলবে, আপনার জন্য জিহাদ করে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, মিথ্যা বলেছ, তবে তুমি জিহাদ করেছ যেন বীর বলা হয়, আর তা বলা হয়েছে। অতঃপর নির্দেশ দেওয়া হবে, যেন তাকে তার চেহারার ওপর ভর করে টেনেহিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হয়।</p> <p>আরো এক ব্যক্তি যে ইলম শিখেছে, শিক্ষা দিয়েছে ও কোরআন তিলাওয়াত করেছে, তাকে আনা হবে। অতঃপর তাকে তার ওপর নিয়ামতগুলো জানানো হবে, সে তা স্বীকার করবে। আল্লাহ বলবেন, বিনিময়ে তুমি কী আমল করেছ? সে বলবে, আমি ইলম শিখেছি, শিক্ষা দিয়েছি এবং আপনার জন্য কোরআন তিলাওয়াত করেছি। তিনি বলবেন, মিথ্যা বলেছ। তুমি ইলম শিক্ষা করেছ, যেন তোমাকে আলেম, কোরআন তিলাওয়াতকারী ও কারি বলা হয়, আর তা বলা হয়েছে। নির্দেশ দেওয়া হবে, যেন তাকে চেহারার ওপর ভর করে টেনেহিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হয়।</p> <p>আরো এক ব্যক্তি, যাকে আল্লাহ সচ্ছলতা দিয়েছেন এবং সব ধরনের সম্পদ দান করেছেন, তাকে আনা হবে। তাকে তার ওপর আল্লাহর নিয়ামতগুলো জানানো হবে, সে তা স্বীকার করবে। তিনি বলবেন, বিনিময়ে তুমি কী আমল করেছ? সে বলবে, এমন খাত নেই, যেখানে খরচ করা আপনি পছন্দ করেন আমি তাতে আপনার জন্য খরচ করিনি। তিনি বলবেন, মিথ্যা বলেছ, তুমি করেছ যেন বলা হয়, সে দানশীল। আর তা বলা হয়েছে। নির্দেশ দেওয়া হবে, তাকে যেন চেহারার ওপর ভর করে টেনেহিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হয়।’ (সুনানে নাসায়ি, হাদিস : ৩১৩৭)</p> <p>আল্লাহ সবাইকে নিষ্ঠার সঙ্গে আমল করার তাওফিক দিন। আমিন।</p>