<p>উন্নত প্রযুক্তির কল্যাণে শোনা যাচ্ছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের খুতবা। প্রতি শুক্রবার বিশ্বের ১১টি ভাষায় জুমার খুতবার অনুবাদ সরাসরি শোনা যায়। বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের অনুবাদসেবা দিতে এ কার্যক্রম চালু করে পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ। </p> <p>আজ শুক্রবার (২৪ নভেম্বর) পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজ পড়াবেন শায়খ ড. মাহির বিন হামাদ আল-মুয়াইকিলি এবং পবিত্র মসজিদে নববিতে নামাজ পড়াবেন শায়খ ড. আলি বিন আবদুর রহমান আল-হুজাইফি। মসজিদুল হারামে জুমার প্রথম আজান দেবেন শায়খ হাশিম বিন মুহাম্মদ আল-সাক্কাফ এবং দ্বিতীয় আজান দেবেন শায়খ মুহাম্মদ বিন আলি সালিহ আল-উমারি। </p> <p>আরবি ভাষার পাশাপাশি যেসব ভাষায় জুমার খুতবার অনুবাদ শোনা যায় তা হলো- ইংরেজি, ফরাসি, উর্দু, ফার্সি, মালয় ও চায়নিজ।<a href="https://manaratalharamain.gov.sa/speech/432799744/%D8%AE%D8%B7%D8%A8%D8%A9-%D8%A7%D9%84%D8%AC%D9%85%D8%B9%D8%A9-%D9%85%D9%86-%D8%A7%D9%84%D9%85%D8%B3%D8%AC%D8%AF-%D8%A7%D9%84%D8%AD%D8%B1%D8%A7%D9%85-%D8%A8%D9%85%D9%83%D8%A9-%D8%A7%D9%84%D9%85%D9%83%D8%B1%D9%85%D8%A9-10-%D8%AC%D9%85%D8%A7%D8%AF%D9%89-%D8%A7%D9%84%D8%A3%D9%88%D9%84%D9%89-1445%D9%87%D9%80-%D9%8A%D9%84%D9%82%D9%8A%D9%87%D8%A7-%D9%81%D8%B6%D9%8A%D9%84%D8%A9-%D8%A7%D9%84%D8%B4%D9%8A%D8%AE-%D8%AF.-%D9%85%D8%A7%D9%87%D8%B1-%D8%A7%D9%84%D9%85%D8%B9%D9%8A%D9%82%D9%84%D9%8A-%D8%AD%D9%81%D8%B8%D9%87-%D8%A7%D9%84%D9%84%D9%87."><span style="color:#2980b9;"> মানারাতুল হারামাইন</span></a> ওয়েবসাইটের লিংকে প্রবেশ করে একটি ভাষায় ক্লিক করলে খুতবার অনুবাদ শোনা যাবে। </p> <p>এদিকে পবিত্র মসজিদুল হারামে ওমরাহযাত্রী ও দর্শনার্থীদের জন্য রয়েছে সাত ভাষায় ইসলামবিষয়ক প্রশ্নোত্তরের ব্যবস্থা। ‘উই গাইড ইউ ইন ইউর ল্যাঙ্গুয়েজ’ কর্মসূচিটির আওতায় ইংরেজি, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, তার্কিশ, হাউসা ও বাংলা ভাষায় অনুবাদসেবা দেওয়া হয়। তা ছাড়া শ্রবণপ্রতিবন্ধীদের জন্য রয়েছে জুমার খুতবা ইশারা ভাষায় অনুবাদের ব্যবস্থা।</p> <p>পবিত্র হজের সময় আরাফা প্রাঙ্গণে প্রদত্ত খুতবার অনুবাদ ইংরেজি, মালয়, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, চায়নিজ, তার্কিশ, রুশ, হাউসা, বাংলাসহ মোট ১০টি ভাষায় অনূদিত হয়। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের হজ ও ওমরাহযাত্রীদের সার্বক্ষণিক তাদের নিজস্ব ভাষায় সেবা দেওয়া হয়।</p> <p><em>সূত্র : হারামাইন ওয়েবসাইট </em></p> <p><br /> <iframe frameborder="0" height="600" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://twitter.com/Emam_moathen/status/1727733751554445429" width="1000"></iframe></p> <p><br />  </p>