<p>অহংকার, দাম্ভিকতা বা ঔদ্ধত্য সমার্থক শব্দ। অতিমাত্রায় গর্ব করা বা নিজেকে চরমভাবে অতিরিক্ত গুরুত্ব প্রদান করার আচরণকে অহংকার, দাম্ভিকতা ইত্যাদি বলা হয়। অহংকার মানুষের মধ্যে নেতিবাচক মানসিকতার সংস্কৃতির বিকাশ ঘটায়। এটা মূলত শয়তানের অভ্যাস। শয়তান সর্বপ্রথম অহংকার প্রদর্শন করে অনন্তকালের জন্য অভিশপ্ত হয়েছে। মহান আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা কারো না, আর পৃথিবীতে গর্বভরে চলাফেরা কোরো না, নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।’ (সুরা : লোকমান, আয়াত : ১৮)</p> <p>অহংকারের কিছু ইহকালীন ও পরকালীন শাস্তি আছে। নিম্নে সেগুলোর কয়েকটি তুলে ধরা হলো :</p> <p><strong>ইহকালীন শাস্তি</strong></p> <p><strong>হিদায়াত থেকে দূরে থাকা : </strong>অহংকারের অন্যতম শাস্তি হলো, অহংকারী হিদায়াতপ্রাপ্ত হয় না, তাদের অহংকার তাদের এতটাই অন্ধ করে দেয় যে তারা হক ও সত্যকে গ্রহণ করতে পারে না । মূলত মহান আল্লাহই তাদের অন্তরকে এমন করে দেন, ফলে তারা হিদায়াত থেকে দূরে থাকে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘পৃথিবীতে যারা অন্যায়ভাবে গর্ব করে বেড়ায়, তাদেরকে আমার নিদর্শনাবলি থেকে ফিরিয়ে দেব; তারা আমার প্রত্যেকটি নিদর্শন দেখলেও ওতে বিশ্বাস করবে না।’ (সুরা : আরাফ, আয়াত : ১৪৬)</p> <p><strong>তাওবা কবুল হয় না : </strong>মানুষ গুনাহ করে সাধারণত দুই কারণে, ১. প্রবৃত্তির অনুসরণ করে শয়তানের ধোঁকায় পড়ে। ২. অহংকারবশত। যারা শয়তানের ধোঁকায় পড়ে অহংকার করে, তারা এক পর্যায়ে ভুল বুঝতে পারলে তাওবা করে ফিরে আসে, কিন্তু যারা অহংকারবশত পাপে লিপ্ত থাকে, তারা ফিরে আসে না, বরং তাদের পাপের পক্ষে যুক্তি দাঁড় করায়। যেমন-ইবলিস শয়তান অহংকারবশত পাপ করেছিল এবং অনন্তকালের জন্য অভিশপ্ত হয়ে গেছে। তার তাওবার সুযোগ হয়নি।</p> <p><strong>পরকালীন শাস্তি</strong></p> <p><strong>সবার সামনে লাঞ্ছিত করা হবে :</strong> আমর ইবনে শুআইব (রহ.) থেকে পর্যায়ক্রমে তার বাবার ও তার দাদা থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, দাম্ভিক ব্যক্তিদের কিয়ামতের দিন ক্ষুদ্র পিঁপড়ার মতো মানুষের রূপে সমবেত করা হবে। তাদের চারদিক থেকে অপমান ও লাঞ্ছনা ছেয়ে ফেলবে। জাহান্নামের ‘বুলাস’ নামক একটি কারাগারের দিকে তাদের টেনে নেওয়া হবে, আগুন তাদেরকে গ্রাস করবে, জাহান্নামীদের গলিত রক্ত ও পুঁজ তাদের পান করানো হবে। (তিরমিজি, হাদিস : ২৪৯২)</p> <p><strong>তাদের ঠিকানা জাহান্নাম : </strong>পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে, কিয়ামতের দিন তুমি তাদের চেহারাগুলো কালো দেখতে পাবে। অহংকারীদের বাসস্থান জাহান্নামের মধ্যে নয় কি?’ (সুরা : জুমার, আয়াত : ৬০)</p> <p>মহান আল্লাহ সবাইকে এই মারাত্মক ব্যাধি থেকে রক্ষা করুন। আমিন।</p>