<p>স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে সাবেক এক ইউপি সদস্যকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত।<br /> মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আসামির উপস্থিতিতে এ রায় দেন।<br />  <br /> দণ্ডপ্রাপ্ত জামরুল ইসলাম মণ্ডলের (৫২) রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলাম মণ্ডলের ছেলে।<br />  <br /> মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি পাংশা উপজেলা এলাকার সপ্তম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ওই বছরের ১ মার্চ পাংশা মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে জামরুল ইসলামের বাড়ি থেকে ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত জামরুলকে গ্রেপ্তার করে। সাক্ষ্য, প্রমাণ ও কাগজপত্র পর্যালোচনার পর আদালত নিশ্চিত হন ওই ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করা হয়েছে।<br />  <br /> রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ সাইফুল হক জানান, মামলায় আসামি দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।</p>