<p>ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর নামে একটি হত্যা মামলা করা হয়েছে। বাড্ডা থানায় করা মামলাটির বিষয়ে বুধবার (৪ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন পুলিশ। </p> <p>এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। তা ছাড়া ফরিদপুর জেলা ও সালথা-নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীসহ মোট ১১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।</p> <p>ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট নম্বর ১০-এর বিচারক মো. মোশাররফ হোসেনের নির্দেশে রবিবার বাড্ডা থানায় মামলাটি করেন ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের খলিশাডুবী গ্রামের মৃত. ইনসুর মাতুব্বরের ছেলে হাসিবুল হাসান লাবলু।</p> <p>৫ আগস্ট ঢাকার মধ্য বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র-জনতার আন্দোলনের সময় মো. সিরাজুল বেপারী নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় এ হত্যা মামলাটি করা হয়। নিহত হওয়া সিরাজুল বেপারীর গ্রামের বাড়ি ফরিদপুর সদরের তাইজুদ্দীন মুন্সির ডাঙ্গী গ্রামে। তিনি ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। মামলার বাদী হাসিবুল হাসান লাবলু নিহতের খালাতো ভাই বলে জানা গেছে।</p>