<p>ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীকে স্থানীয় সরকার মন্ত্রণালয় কতৃক সাময়িক বরখাস্ত করার আদেশ স্থগিত করেছেন উচ্চ আদালত। </p> <p>বুধবার (১২ জুন) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানী শেষে রুলসহ এ আদেশ দেন। আদালতে চামেলীর আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী একলাছ উদ্দিন ভুইয়া ও আইনজীবী হুমায়ুন কবির।</p> <p>এ বিষয়ে আইনজীবী একলাছ উদ্দিন ভুইয়া জানান, কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীকে গত ২৩ মে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ ঘটনায় বরখাস্তের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করেছিলেন তিনি। আজ রিটের শুনানী শেষে ওই বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন উচ্চ আদালত।</p> <p>জানা যায়, কর্পোরেশন সভায় অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার অভিযোগে গত ২৩ মে কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। <br />  </p>