অক্টোবর এলে মনে পড়ে আরেক বিষণ্ন অক্টোবরের কথা
আনন্দ-বিনোদনের সীমানা পেরিয়ে কিছু ছবি দর্শকের অনুভূতির ঘরে প্রবেশ করে। শিউলি ফুলের মতো সুবাস ছড়িয়ে হৃদয়ে গেঁথে থাকে অনেক দিন। তেমনই এক ছবি সুজিত সরকারের ‘অক্টোবর’। পঞ্জিকার পাতায় অক্টোবর এলেই দর্শকের মনে ফের সুবাস ছড়ায় ২০১৮ সালের এই ছবি। মঙ্গলবার থেকে ফেসবুক-ইনস্টাগ্রামে অনেকে ছবিটি নিয়ে স্মৃতিকাতর হচ্ছেন। রুপালি পর্দার ‘অক্টোবর’-এর নানা দিক তুলে ধরেছেন কামরুল ইসলাম
সম্পর্কিত খবর