<p style="margin-bottom:13px"><strong>আনারসের পপসিকল</strong></p> <p><strong>উপকরণ  </strong></p> <p>আনারস একটি</p> <p>চিনি দুই টেবিল চামচ</p> <p>পুদিনাপাতা ছয়-সাতটি</p> <p>বিটলবণ আধা চা চামচ।</p> <p> </p> <p><img alt="রসালো আইসক্রিম" height="483" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/print/Magazine 2023/19-05-2023/kalerkantho-7.jpg" width="800" /></p> <p><strong>যেভাবে তৈরি করবেন</strong></p> <p>১. আনারস ভালোভাবে কেটে ছোট ছোট টুকরা করে ব্লেন্ডারে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। ২. এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে পপসিকল মোল্ডে ঢেলে ঢেকে পাঁচ-ছয় ঘণ্টা ফ্রিজে রেখে দিন।</p> <p>৩. এরপর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন</p> <p> </p> <p> </p> <p><strong>তরমুজের ললি</strong></p> <p>উপকরণ  </p> <p>তরমুজ তিন কাপ</p> <p>মধু দুই টেবিল চামচ</p> <p>পুদিনাপাতা চার-পাঁচটি</p> <p> লেবুর রস এক চা চামচ।</p> <p><img alt="রসালো আইসক্রিম" height="483" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/print/Magazine 2023/19-05-2023/kalerkantho-8.jpg" width="800" /></p> <p><strong>যেভাবে তৈরি করবেন</strong></p> <p>১. সব উপকরণ একসঙ্গে মিক্সিতে দিয়ে জুস করে নিন।</p> <p>২. এবার আইসক্রিম মোল্ডে অথবা ছোট কাগজের কাপে ঢেলে ১২ ঘণ্টা ফ্রিজে রেখে জমিয়ে নিন।</p> <p>৩. এরপর বের করে এই গরমে পরিবেশন করুন তরমুজের ঠাণ্ডা ললি।</p> <p> </p> <p> </p> <p><strong>ড্রাগনের ললি</strong></p> <p>উপকরণ  </p> <p>ড্রাগন ফল তিনটি</p> <p>চিনি এক টেবিল চামচ</p> <p>পুদিনাপাতা পাঁচ-ছয়টি।</p> <p><img alt="রসালো আইসক্রিম" height="483" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/print/Magazine 2023/19-05-2023/kalerkantho-10.jpg" width="800" /></p> <p><strong>যেভাবে তৈরি করবেন</strong></p> <p>১. সব উপকরণ একসঙ্গে মিক্সিতে মিক্স করে নিন।</p> <p>২. এবার ছোট ছোট ওয়ান টাইম কাপে অথবা পছন্দমতো মোল্ডে ঢেলে ছয়-সাত ঘণ্টা ফ্রিজে রেখে দিন।</p> <p>৩. এরপর বের করে পরিবেশন করুন।</p> <p> </p> <p> </p> <p><strong>কাঁচা আমের পপসিকল</strong></p> <p>উপকরণ  </p> <p>কাঁচা আম আধা কেজি</p> <p>বিটলবণ সামান্য</p> <p>চিনি দুই টেবিল চামচ</p> <p>পুদিনাপাতা ১০-১২টি</p> <p>কাঁচা মরিচ একটি</p> <p>সবুজ ফুড কালার (ঐচ্ছিক)। </p> <p> </p> <p><img alt="রসালো আইসক্রিম" height="483" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/print/Magazine 2023/19-05-2023/kalerkantho-9.jpg" width="800" /></p> <p><strong>যেভাবে তৈরি করবেন</strong></p> <p>১. আস্ত কাঁচা আম সিদ্ধ করে খোসা ফেলে আমসহ সব উপকরণ মিক্সিতে দিয়ে স্বাদমতো বিটলবণ, চিনি ও সামান্য সবুজ ফুড কালার (ইচ্ছামতো) দিয়ে একসঙ্গে মিক্স করে নিন।</p> <p>২. এবার মোল্ডে ঢেলে আট-নয় ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এরপর বের করে  পরিবেশন করুন।</p> <p> </p> <p> </p> <p><strong>বাঙ্গির পপসিকল</strong></p> <p>উপকরণ  </p> <p>বাঙ্গি একটি</p> <p>চিনি এক টেবিল চামচ</p> <p>পুদিনাপাতা ছয়-সাতটি।</p> <p> </p> <p><img alt="রসালো আইসক্রিম" height="483" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/print/Magazine 2023/19-05-2023/kalerkantho-11.jpg" width="800" /></p> <p><strong>যেভাবে তৈরি করবেন</strong></p> <p>১. বাঙ্গি কেটে ছোট টুকরা করে নিন। এরপর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মিক্সিতে মিক্স করে নিন।</p> <p>২. এবার পপসিকল মোল্ডে ঢেলে মুখ বন্ধ করে ছয়-সাত ঘণ্টা ফ্রিজে রেখে দিন।</p> <p>৩. এরপর ফ্রিজ থেকে বের করে মোল্ড থেকে ছাড়িয়ে পরিবেশন করুন।</p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p>