বিশেষ আয়োজন

পিন্টু ভাইয়ের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়

৪৬তম বিজয় দিবস পালন করেছে দেশ। এই দেশ তৈরিতে রণাঙ্গনের যোদ্ধাদের মতোই মাঠে যুদ্ধ করেছিলেন একদল ফুটবলার। স্বাধীন বাংলাদেশে প্রাপ্য সেই মর্যাদাটা তাঁরা পেয়েছেন? আমরা এই ধারাবাহিক আয়োজনে পুনর্পাঠ করতে চেয়েছি ইতিহাসের। বিস্তারিত অনুসন্ধানে বের করার চেষ্টা হয়েছে আমাদের সামনের প্রকাশিত সত্যের পেছনে লুকানো আরো সত্য আছে কি না! দলের সঙ্গে সংশ্লিষ্ট জীবিত প্রায় সবার সঙ্গে কথা বলে তৈরি এই ধারাবাহিক আয়োজনে আজ পড়ুন দলটির ম্যানেজার তানভীর মাজহারুল ইসলাম তান্নার গল্প। অনুসন্ধানী এই প্রতিবেদনটি তৈরি করেছেন নোমান মোহাম্মদ
notdefined
notdefined
শেয়ার
পিন্টু ভাইয়ের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়
গ্রুপিংয়ের কারণে আমাদের সেক্রেটারি লুৎফর চাচার ওপর হাত ওঠে পর্যন্ত। শাস্তি হিসেবে বাংলাদেশ ক্রীড়া সমিতির পক্ষ থেকে পিন্টু ভাইয়ের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়। শেষ তিন ম্যাচে আমাদের অধিনায়ক ছিলেন তাই আইনুল ভাই।

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার

ব্রাইটনের ম্যাচও মিস

শেয়ার

তবু ফাইনালে

নিজেদের কাজ করে রাখছে আর্সেনাল

সর্বশেষ সংবাদ