ঢাকা, রবিবার ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২, ১০ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২, ১০ মহররম ১৪৪৭
হাইকোর্টের পর্যবেক্ষণ

১৯৭৪ সালের শত্রু সম্পত্তি আইন ছিল ঐতিহাসিক ভুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
১৯৭৪ সালের শত্রু সম্পত্তি আইন ছিল ঐতিহাসিক ভুল

সরকারি গেজেটের মাধ্যমে ভবিষ্যতে কোনো সম্পত্তিকে অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণে বলেছেন, ১৯৭৪ সালের শত্রু সম্পত্তি আইন (বিলুপ্ত) ছিল একটি ঐতিহাসিক ভুল। ১৯৭৪ সালের ২৩ মার্চের পর বাংলাদেশের সীমানার মধ্যে অর্পিত সম্পত্তি বা শত্রু সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করার কাজ সম্পূর্ণ বেআইনি। অর্পিত সম্পত্তিবিষয়ক এক রায়ে হাইকোর্ট এ পর্যবেক্ষণ দিয়েছেন।

অর্পিত সম্পত্তি বিষয়ে গতবছর ২৩ নভেম্বর বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এক রায় ঘোষণা করেন। গতকাল রবিবার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আদালত গুরুত্বপূর্ণ এ রায়ে পাঁচটি পর্যবেক্ষণ ও ৯ দফা নির্দেশনা দিয়ে এ বিষয়ে ২০১১ সালে জারি করা রুল নিষ্পত্তি করেছেন। রাজধানীর ৯৮ বড়মগবাজারের ইষ্টার্ন রোকেয়া টাওয়ারের (২/৪০৪) বাসিন্দা আবদুল হাই একটি রিট আবেদন করেছিলেন।

অর্পিত সম্পত্তির আইনের কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে দাখিল করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রায় দিয়েছেন হাইকোর্ট।

রায়ের নির্দেশনায় বলা হয়েছে, যেসব অর্পিত সম্পত্তির আইনগত দাবিদার নেই, সে সম্পদ শুধু মানবিক উন্নয়নকাজে ব্যবহার করতে হবে। যেসব সম্পদ সরকারের অনুকূলে অর্পিত হয়েছে, সেসব সম্পদ ব্যবহারের জন্য আইন করতে হবে। যেসব সম্পদ আইনগত অধিকারীকে ফেরত দেওয়া সম্ভব নয় সে ক্ষেত্রে আইনগত দাবিদারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে আইন করতে হবে।

এসংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য এক বা একাধিক বিশেষায়িত ট্রাইব্যুনাল গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। এ ট্রাইব্যুনালকে আইনে (২০০১ সালের অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন) বেঁধে দেওয়া সময়সীমা কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।

আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, ১৯৭৪ সালের শত্রু সম্পত্তি আইন (বিলুপ্ত) ছিল একটি ঐতিহাসিক ভুল। ১৯৭৪ সালের ২৩ মার্চের পর বাংলাদেশের সীমানার মধ্যে অর্পিত সম্পত্তি বা শত্রু সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করার কাজ সম্পূর্ণরূপে বেআইনি। এ ধরনের বেআইনি কাজে জড়িতরা দায়ী থাকবে।

এ বিষয়ে ১৯৮০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অনেক সিদ্ধান্ত দিয়েছেন। ১৯৮০ সালের ১৮ জুনের পর থেকে তালিকা করার কাজে নিয়োজিত থাকা আদালত অবমাননার শামিল। রায়ে আরো বলা হয়, ২০০১ সালের আইনকে (২০১৩ সালে সংশোধিত) কার্যকর করতে হলে ১৯৭৪ সালের আইন ও ১৯৭৬ সালের অধ্যাদেশের আংশিক প্রয়োজনীয়তা রয়েছে।

আদালত পর্যবেক্ষণে আরো বলেন, ১৯৬২ সালে করা পাকিস্তানের সংবিধান আদৌ কোনো সংবিধান নয়। এতে পাকিস্তানের গোটা জাতির প্রতিনিধিত্ব ছিল না। এটি করেছিল একজন অবৈধ ক্ষমতাদখলকারী স্বৈরশাসক।

আদালতে রিট আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ ইমতিয়াজ ফারুক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম। ভূমি মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্তের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। অ্যামিকাস কিউরি হিসেবে শুনানিতে অংশ নেন আব্দুল ওয়াদুদ ভুইয়া, ব্যারিস্টার ফিদা এম কামাল, অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী, অ্যাডভোকেট প্রবীর নিয়োগী ও অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন।

মন্তব্য

সম্পর্কিত খবর

বনানীতে নারীদের ওপর হামলায় অভিযুক্তরা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বনানীতে নারীদের ওপর হামলায় অভিযুক্তরা শনাক্ত

রাজধানীর বনানী এলাকার হোটেল জাকারিয়ায় একদল দুর্বৃত্তের হামলায় দুই নারী আহত হয়েছেন এবং হোটেলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাতীয়তাবাদী যুবদলের বনানী থানার আহ্বায়ক মনির হোসেনসহ কয়েকজনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে গত মঙ্গলবার রাতে হামলার ঘটনাটি ঘটে।

পরদিন গত বুধবার হোটেল কর্তৃপক্ষ বনানী থানায় মামলা করে। মামলার ভিত্তিতে মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কার করেছে যুবদল। গত বৃহস্পতিবার রাতে দলীয় সিদ্ধান্তে তাঁকে বহিষ্কার করা হয়। হোটেলটির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলায় উল্লেখ করেন, হামলাকারীরা হোটেলের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছে।
এ ছাড়া নগদ ৭০ হাজার টাকা, বার থেকে প্রায় পাঁচ লাখ টাকার মদ ও বিয়ার চুরি করে নিয়ে গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে, শাড়ি পরা এক নারী হোটেলের সিঁড়ি দিয়ে দৌড়ে নামার সময় এক ব্যক্তি তাঁর পথরোধ করে আঘাত করেন, ফলে তিনি পড়ে যান। তাঁর পেছনে থাকা আরো এক নারীকে ধাওয়া করে ফেলে দেওয়া হয়। এরপর আট থেকে ১০ জন হামলাকারী মিলে মেঝেতে পড়ে থাকা দুই নারীকে মারধর করেন।
ভিডিওতে নারীদের আর্তচিৎকার ও হোটেল ভাঙচুরের শব্দ স্পষ্ট শোনা গেছে। বনানী থানার ওসি মো. রাসেল সরোয়ার বলেন, ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

মন্তব্য
সংক্ষিপ্ত

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২০৪ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২০৪ জন

দেশে এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ২০৪ জন। তবে এ সময়ে মশাবাহিত এই রোগে কারো মৃত্যু হয়নি। নতুন রোগীদের নিয়ে চলতি বছর ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৬৬০-এ।গতকাল শুক্রবার সকাল পর্যন্ত ভর্তি নতুন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ১০১ জন বরিশাল বিভাগের।

এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৫৭ জন, ঢাকা বিভাগে ২২ জন, ময়মনসিংহ বিভাগে পাঁচজন, চট্টগ্রাম বিভাগে ৯ জন ও রাজশাহী বিভাগে ১০ জন রোগী ভর্তি হয়েছে। ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগী এক হাজার ২৭৯ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৫১ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯২৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে।
এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়।

মন্তব্য

রোহিঙ্গা ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার গ্রেপ্তার ৩

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
শেয়ার
রোহিঙ্গা ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার গ্রেপ্তার ৩

কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ কলাতলী এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও একটি ইজি বাইকসহ সন্দেহভাজন তিনজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। উদ্ধার করা অস্ত্র রোহিঙ্গা ক্যাম্প থেকে সরবরাহ করা বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি অস্ত্রসহ ৬১ রাউন্ড তাজা কার্তুজ, আটটি বিদেশি পিস্তলের গুলি, একটি স্মার্টফোন, দুটি বাটন মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের শাহ আলম (৪০), উখিয়ার ইনানীর আব্দুল জলিল (২৯) এবং একই উপজেলার আদিল ওরফে আদিল্লা (৩৫)।

তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। র‌্যাব আরো জানায়, রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করা অস্ত্রগুলো শাহ আলম তাঁর সহযোগীদের মাধ্যমে কিনে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে সরবরাহ করতেন। অটোচালক আব্দুল জলিল এসব অস্ত্র বহনের কাজে জড়িত ছিলেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

মন্তব্য

উপদেষ্টা শারমীনের বিরুদ্ধে খতমে নবুওয়াতের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
উপদেষ্টা শারমীনের বিরুদ্ধে খতমে নবুওয়াতের বিবৃতি

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেছেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ গত বৃহস্পতিবার সচিবালয়ে  একতরফা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বক্তব্য প্রদান করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি।

মাওলানা রাব্বানী গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ কুমিল্লার মুরাদনগরের ন্যক্কারজনক ধর্ষণের ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দেশের হাজার হাজার কওমি ও আলিয়া মাদরাসার সম্মানিত দ্বিনি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ এনেছেন। এর মাধ্যমে তিনি মাদরাসা শিক্ষাব্যবস্থায় কালিমা লেপনের অপচেষ্টা চালিয়েছেন।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ