বহু নির্বাচনী প্রশ্ন। মান : ৩০
১। অল্প বয়সী মেয়েরা পায়ে মোজা পরত কেন?
(ক) যাতে ধুলাবালি না লাগে
(খ) শীতকাল বলে
(গ) পায়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য
(ঘ) ফোলা পায়ের লজ্জা ঢাকতে
২। ‘পড়ে পাওয়া’ গল্পের মূল প্রতিপাদ্য বিষয় হলো—
i. কিশোরদের সততা ii. বিচক্ষণতা
iii. বয়োজ্যেষ্ঠদের প্রতি ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আয়েশা বেগমের বাড়ির গৃহকর্মী সখিনা।
‘সৎ পথে জীবিকা নির্বাহ করলেই জীবনে শান্তি মেলে’—উক্তিটি নিচের কোন বাক্যকে সমর্থন করে?
(ক) আর কোনো দিন মানুষের ওপর জবরদস্তি করব না
(খ) সবাই অসুখী! কারো সুখ নেই
(গ) মনের সুখে খেয়ে-দেয়ে গান গাইতে গাইতে ঘুমিয়ে পড়ি
(ঘ) আমি মস্ত বড় বাদশা
৮। লোকজন লেখকদের দেখছিল কেন?
(ক) বিদেশি বলে
(খ) পোশাক ও চাল-চলনের ভিন্নতার কারণে
(গ) পরিচয় জানবার জন্য
(ঘ) স্বাভাবিক কৌতূহলে
৯। লালন শাহ তাঁর গানে নিজেকে কী হিসেবে উল্লেখ করেন?
(ক) গায়ক (খ) ফকির লালন
(গ) রাজা লালন (ঘ) লালন কবিয়াল
১০। বঙ্গভূমির প্রতি কবিতা পাঠের উদ্দেশ্য কী?
(ক) বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্যের প্রতি আকর্ষণ সৃষ্টি
(খ) স্বদেশের প্রতি শ্রদ্ধা ও বিনয়ভাব জাগিয়ে তোলা
(গ) গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে অবহিত করানো
(ঘ) প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে আগ্রহী করে তোলা
১১। ‘বাঁশের চেয়ে কঞ্চি বড়’ প্রবাদ বাক্যটি নিচের কোন চরণকে সমর্থন করে?
(ক) চেয়ে দেখো মোর, আছে বড়ো জোর মরিবার মতো ঠাঁই
(খ) ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি
(গ) বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ
(ঘ) বাবু কহে হেসে বেটা সাধুবেশে পাকা চোর অতিশয়
উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রূপাই গ্রামের কৃষক। সে চঞ্চল এবং উদ্যোগী। কাজে সফলতার জন্য সে কঠোর পরিশ্রম করে এবং যারা কাজে ভয় ও লজ্জা পায়, সে তাদের অভয় দেয়।
১২। উদ্দীপকের রূপাই চরিত্রের কোন দিকটির সঙ্গে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার মূলভাবের মিল আছে?
(ক) চঞ্চলতা পরিহার
(খ) উদ্যমতা (গ) পরিশ্রম (ঘ) লোকলজ্জা উপেক্ষা
১৩। উদ্দীপকের সঙ্গে নিচের কোন চরণ ভাবগত দিক থেকে সাদৃশ্যপূর্ণ?
(ক) হৃদয়ে বুদবুদ মতো,
উঠে শুভ্র চিন্তা কত
(খ) কাঁদে প্রাণ যাবে, আঁখি,
সযতনে শুষ্ক রাখি
(গ) একটি স্নেহের কথা,
প্রশমিতে পারে ব্যথা
(ঘ) শক্তি মরে ভীতির কবলে,
পাছে লোকে কিছু বলে
১৪। কায়কোবাদ রচিত মহাকাব্য কোনটি?
(ক) মহাশ্মশান (খ) শিবমন্দির
(গ) মহররম শরিফ (ঘ) অমিয়ধারা
১৫। স্বদেশ প্রেমিক, রাজপুত যুবকের নাম কী ছিল?
(ক) সংগ্রাম সিংহ (খ) রণবীর চৌহান (গ) বাবুর (ঘ) ইব্রাহিম লোদি
১৬। ‘এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো ক্ষ্যাপা বুনো’—কবি এখানে ‘ঝড়’ বলতে কী বুঝিয়েছেন?
(ক) পালাবদলের আভাস
(খ) জালিমের অত্যাচার
(গ) শোষকের আক্রমণ
(ঘ) আসন্ন বিপদ
১৭। সাধুভাষা কৃত্রিম কেন?
(ক) দুর্বোধ্য বলে
(খ) অপরিবর্তনীয় বলে
(গ) সংস্কৃত বহুল শব্দের জন্য
(ঘ) সর্বনাম, ক্রিয়া ও অব্যয় পদের পূর্ণরূপ ব্যবহৃত হয় বলে
১৮। শব্দের মধ্যে বা শেষে ‘ব’ বা ‘ম’-এর সঙ্গে ব-ফলা যুক্ত হলে ব-এর উচ্চারণ বজায় থাকে—এর উদাহরণ কোনটি?
(ক) দিগ্বিজয় (খ) বিল্ব
(গ) উদ্বেল (ঘ) তিব্বত
১৯। অ-ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অ, আ, উ ধ্বনি থাকলে বিসর্গ ও অ-ধ্বনি মিলে ‘র’ হয়। এর উদাহরণ—
(ক) পুনরুক্ত (খ) অন্তর্গত
(গ) পুনর্বার (ঘ) অন্তর্ভুক্ত
২০। ‘কখনো কখনো ভিন্ন শব্দ যোগেও পুংলিঙ্গ শব্দ স্ত্রীলিঙ্গবাচক শব্দে পরিবর্তিত হয়।’ এর উদাহরণ হলো—
(ক) বলদ গরু > গাই গরু
(খ) কবি > মহিলা কবি
(গ) বোন পা > বোন ঝি
(ঘ) ভাই > বোন
২১। একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয়, তাকে বলে—
(ক) দ্বিকর্মক ক্রিয়া
(খ) প্রযোজক ক্রিয়া
(গ) যৌগিক ক্রিয়া (ঘ) সমাপিকা ক্রিয়া
২২। ‘সুমন বই পড়ছিল’—কোন অতীতের উদাহরণ?
(ক) সাধারণ অতীত
(খ) ঘটমান অতীত
(গ) পুরাঘটিত অতীত
(ঘ) নিত্যবৃত্ত অতীত
২৩। কাল্পনিক ধ্বনির অনুকৃতি কোনটি?
(ক) চোঁ চোঁ (খ) গুড় গুড়
(গ) গুণগুণ (ঘ) গরগর
২৪। জোড় শব্দের পরের অংশ আংশিক পরিবর্তন করে কোন দ্বিরুক্ত শব্দটি গঠিত হয়েছে?
(ক) বছর-বছর (খ) জন্ম-মৃত্যু
(গ) ঢাক-ঢোল (ঘ) চেয়ে-চিন্তে
২৫। ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে’—কিসের উদাহরণ?
(ক) সরল বাক্য
(খ) বিশেষ্য স্থানীয় অধীন খণ্ড বাক্য
(গ) বিশেষণ স্থানীয় অধীন খণ্ড বাক্য
(ঘ) ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ড বাক্য
২৬। একাধিক বাক্য সংযোজক অব্যয়ের দ্বারা যুক্ত না হলে কোন বিরাম চিহ্ন বসে?
(ক) কমা (খ) সেমিকোলন
(গ) বিস্ময়চিহ্ন (ঘ) হাইফেন
২৭। ‘অর্থ বা উচ্চারণ বিভ্রান্তির সুযোগ থাকলে কিছু বিশেষ্য, বিশেষণ ও অব্যয় শব্দে ও-কার দেওয়া আবশ্যক’—এর উদাহরণ কোনটি?
(ক) কোনো (খ) আনো
(গ) শোয়ানো (ঘ) নাচাবো
২৮। সন্ধি ও সমাসযোগে গঠিত শব্দের বানানে দন্ত্য-ন বহাল থাকে। এর উদাহরণ হালো—
(ক) কুর্নিশ (খ) মন্ত্রী
(গ) রান্না (ঘ) দুর্নাম
২৯। ‘নভ’ শব্দের অর্থ কী?
(ক) পৃথিবী (খ) মাটি
(গ) আকাশ (ঘ) পর্বত
৩০। ‘গরজ বড় বালাই’—বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত?
(ক) জটিল করা
(খ) প্রয়োজনের গুরুত্ব
(গ) অসম্ভব বস্তু
(ঘ) বাহ্যিক সভ্য
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর
১. ঘ ২. ক ৩. গ ৪. গ ৫. ঘ ৬. গ ৭. গ ৮. ক ৯. খ ১০. গ ১১. গ ১২. ঘ ১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. খ ১৮. ঘ ১৯. ক ২০. ঘ ২১. গ ২২. খ ২৩. ক ২৪. ঘ ২৫. ঘ ২৬. খ ২৭. ক ২৮. ঘ ২৯. গ ৩০. খ।