kalerkantho


এসএসসি প্রস্তুতি

ফিন্যান্স ও ব্যাংকিং

মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং ► বহু নির্বাচনী প্রশ্ন

মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা   

১৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০ফিন্যান্স ও ব্যাংকিং

১।         কখন কাগজী মুদ্রার প্রচলন শুরু হয়?

            ক) অষ্টাদশ শতাব্দীতে

            খ) উনবিংশ শতাব্দীতে

            গ) বিংশ শতাব্দীতে

            ঘ) একবিংশ শতাব্দীতে

২।         লোম্বার্ডি স্ট্রিট কোথায় অবস্থিত?

            ক) ইতালি            খ) যুক্তরাজ্য

            গ) যুক্তরাষ্ট্র           ঘ) জার্মানি

৩।         বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক—

            ক) সোনালী ব্যাংক   খ) অগ্রণী ব্যাংক

            গ) রূপালী ব্যাংক    

            ঘ) ওপরের সবগুলো

৪।         নিচের কোনটির ইতিহাস খুবই বিচিত্র?

            ক) তামার খ) স্বর্ণের

            গ) পোড়ামাটির       ঘ) মুদ্রার

৫।         ব্যাংক শব্দটির আভিধানিক অর্থ কী?

            i. ধনভাণ্ডার

            ii. নদীর তীর

            iii. বস্তুর স্তূপ

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii  

            খ) i, iii

            গ) ii, iii   

            ঘ) i, ii ও iii

৬।         নিচের কোনটিকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়?

            ক) মক্কেল

            খ) মুদ্রা

            গ) সেবা  

            ঘ) ব্যাংকার

৭।         সভ্যতা বিকাশের সঙ্গে বৃদ্ধি পায় মানুষের—

            i. অর্থনৈতিক কর্মকাণ্ড

            ii. সামাজিক বন্ধন

            iii. রাজনৈতিক কর্মকাণ্ড

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii   খ) i, iii

            গ) ii, iii   ঘ) i, ii ও iii

৮।         LC কী?

            ক) Letter of credit

            খ) Letter of creation

            গ) Letter of creditor

            ঘ) Letter of competitor

৯।         প্রত্যয় পত্র ইস্যু করে কে?

            ক) রপ্তানিকারকের ব্যাংক

            খ) আমদানিকারক

            গ) আমদানিকারকের ব্যাংক

            ঘ) রপ্তানিকারক

১০।       বাংলাদেশে বিশেষায়িত ব্যাংকের সংখ্যা কয়টি?

            ক) ২৩টি  খ) ৯টি

            গ) ৭টি    ঘ) ৪টি

১১।       দক্ষ ব্যাংকিংয়ের ফলে সম্ভব হয়—

            i. ব্যাংকের উন্নয়ন

            ii. বিল বাট্টাকরণ

            iii. ব্যাংকের সম্প্রসারণ

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii  

            খ) i, iii

            গ) ii, iii   

            ঘ) i, ii ও iii

১২।       ব্যাংক মক্কেলের পক্ষে বাট্টার মাধ্যমে কোন কাজটি সম্পাদন করে?

            ক) বিনিময় বিল ভাঙানো

            খ) প্রত্যয়পত্র ইস্যুকরণ

            গ) দলিলপত্র সংরক্ষণ

            ঘ) লকার ভাড়া করা

১৩।       জনগণের অর্থ সংগ্রহের মাধ্যমে ব্যাংক কী সৃষ্টি করে?

            ক) ঋণ   

            খ) আমানত

            গ) সম্পদ

            ঘ) ব্যয়

১৪।       ভারতীয় উপমহাদেশে প্রথম আধুনিক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত ব্যাংক কোনটি?

            ক) ব্যাংক অব কলিকাতা

            খ) ব্যাংক অব মাদ্রাজ

            গ) দ্য হিন্দুস্তান ব্যাংক

            ঘ) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া

১৫।       ব্যাংকিং ব্যবসায়ে লিপ্ত ব্যক্তিকে কী বলা হয়?

            ক) মক্কেল

            খ) ব্যাংকার

            গ) ব্যাংক প্রতিনিধি

            ঘ) ব্যাংক গ্রাহক

১৬।       Barter system প্রথার অন্তর্ভুক্ত—

            ক) অর্থের বিনিময়ে দ্রব্য

            খ) ব্যাংক ব্যবস্থা

            গ) দ্রব্যের বিনিময়ে দ্রব্য

            ঘ) মানুষের দৈনিক অর্থনৈতিক কর্মকাণ্ড

১৭।       ব্যাংক শব্দের লাতিন অর্থ কী?

            ক) চেয়ার 

            খ) বিনিময়ের স্থান

            গ) জমার স্থান       

            ঘ) বেঞ্চ

১৮।       কোন ব্যাংকটি ব্যাংকিং ব্যবসায়ে আধুনিকায়নে নেতৃত্ব প্রদান করে?

            ক) ব্যাংক অব ইংল্যান্ড

            খ) ব্যাংক অব ভ্যানিস

            গ) ব্যাংক অব সানজর্জিয়া

            ঘ) ব্যাংক অব বার্সেলোনা

১৯।       প্রত্যয়পত্রের মাধ্যমে ব্যাংক কাকে নিশ্চয়তা প্রদান করে?

            ক) রপ্তানিকারককে

            খ) জাহাজের মালিককে

            গ) ঋণগ্রহীতাকে

            ঘ) আমদানিকারককে

২০। দেশের মুদ্রা প্রচলনের ক্ষমতা কার ওপর ন্যস্ত?

            ক) অর্থ মন্ত্রণালয়

            খ) কেন্দ্রীয় ব্যাংক

            গ) বিশ্বব্যাংক

            ঘ) বাণিজ্যিক ব্যাংক

 

উত্তর মিলিয়ে নাও

১. খ ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. ক ৮. ক ৯. গ ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. ক ২০. খ।মন্তব্য