পদ্য
দুই বিঘা জমি : রবীন্দ্রনাথ ঠাকুর
১। ‘কহিলাম আমি, তুমি ভূস্বামী’—এখানে ভূস্বামী বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) উপেনকে (খ) সন্ন্যাসীকে
(গ) মালিকে (ঘ) জমিদারকে
২। উপেনকে কেন বিবাগী হয়ে ঘুরে বেড়াতে হয়েছিল?
(ক) সন্ন্যাসী হওায়ার প্রবল তাড়নায়
(খ) দুর্ভিক্ষের কবলে সব হারিয়ে
(গ) ভূস্বামী বসতভিটা কেড়ে নিয়েছিল বলে
(ঘ) রাজ্য সরকারের রোষানলে পড়ে
৩। উপেন কিসের জন্য বসতভিটাকে রাক্ষসী বলেছে?
(ক) বসতভিটার আমূল পরিবর্তন দেখে
(খ) বসতভিটা তার আত্মীয়স্বজন কেড়ে নিয়েছে বলে
(গ) বসতভিটায় রাক্ষসেরা থাকে বলে
(ঘ) বসতভিটায় জমিদারির চিহ্ন দেখে
৪।
উপেন আমগাছের নিচে বসে কোন জীবন ফিরে পেতে চায়?
(ক) যৌবনের প্রাণোচ্ছল দিনগুলো
(খ) বিয়ের পর সংসারের সেই সুখের দিনগুলো
(গ) বাল্যকালের স্মৃতিময় দিনগুলো
(ঘ) বসতভিটায় আগের চাষবাসের দিনগুলো
৫। বাবু কেন ক্রুর হাসি হাসেন?
(ক) উপেনকে উপহাস করতে পেরে
(খ) উপেনকে উচ্ছেদ করার দুষ্টু পরিকল্পনা নেওয়ায়
(গ) ক্রুর হাসি হাসা তাঁর মুদ্রাদোষ
(ঘ) উপেনের পরিণতির কথা ভেবে মজা পেয়ে
৬। ‘আমার দেশের পথের ধুলা
খাঁটি সোনার চাইতে খাঁটি।’
—উদ্ধৃতাংশে ফুটে ওঠা দিকটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে?
(ক) মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে
(খ) একদিন শেষে ফিরিবারে দেশে বড়োই বাসনা হলো
(গ) কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য
(ঘ) তবু নিশিদিনে ভুলিতে পারি নে সেই দুই বিঘা জমি
৭।
পারিষদরা কেন বাবুর থেকেও বেশি বকা দেয়?
(ক) বাবুর কাছে নিজেকে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরার জন্য
(খ) বাবু বকা দিতে পারেন না বলে
(গ) পারিষদদের মধ্যে বকা দেওয়ার প্রতিযোগিতা ছিল বলে
(ঘ) বাবু বেশি বকা দেওয়ার জন্য বলেছিল বলে
উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
করিম সাহেব সাত বছর ধরে বিদেশে আছেন। কিন্তু তাঁর মন পড়ে থাকে বাংলাদেশে। তিনি সুযোগ পেলে ফিরে আসেন তাঁর পাড়াগাঁয়ে।
৮।
করিম চরিত্রটি কবিতার কোন চরিত্রের প্রতিনিধিত্ব করেছে?
(ক) উপেনের (খ) মালির
(গ) বাবুর (ঘ) সন্ন্যাসীর
৯। উদ্দীপকের মূল বিষয় হলো—
i) জন্মভূমির প্রতি ভালোবাসা
ii) জন্মভূমির প্রতি শ্রদ্ধা
iii) বিদেশের কষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) iii (ঘ) i ও iii
১০। ‘দুই বিঘা জমি’ কবিতার আলোকে সম্পদশালী কর্তৃক গরিবের সম্পত্তি লুট করার মানসিকতা দূর করার জন্য প্রয়োজন—
i) গরিবের প্রতি সহানুভূতিশীলতা সৃষ্টি
ii) ধনীদের মানসিকতার পরিবর্তন
iii) বঞ্চিত প্রতিরোধ গড়ে তোলা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১১। আমাদের ছোট ছোট গ্রামগুলো কেমন?
(ক) জনবসতিপূর্ণ (খ) কোলাহলময় (গ) রৌদ্র খরতাপে শুষ্ক (ঘ) ছায়াসুনিবিড়
১২। কিসের মাধ্যমে জন্মভূমি আমাদের জীবন জুড়ায়?
(ক) স্নিগ্ধ বাতাস
(খ) স্নেহের পরশ
(গ) প্রাকৃতিক সৌন্দর্য
(ঘ) ছায়া-সুনিবিড়
১৩।
কী দেখে উপেন নিজ বসতভিটাকে ধিক্কার দেয়?
(ক) বসতভিটার বিলাস বেশ দেখে
(খ) বসতভিটা তার সাথে বেইমানি করেছে বলে
(গ) বসতভিটার নোংরা অবস্থা দেখে
(ঘ) বসতভিটার জীর্ণ, পরিত্যক্ত অবস্থা দেখে
১৪। আঁখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে’—এখানে ‘মৌনভাবে’ কথটিতে প্রকাশ পেয়েছে—
(ক) মৌন সম্মতির লক্ষণ
(খ) উপেনের পাণ্ডিত্য
(গ) পারিষদের নিষ্ঠুরতা
(ঘ) রাজার নির্মমতা
১৫। ‘দুই বিঘা জমি’ কবিতার মূল বিষয় কী?
(ক) প্রভাবশালী ব্যক্তিদের আগ্রাসন
(খ) মানুষের অসহায়ত্ব
(গ) লোভী মানুষের স্বরূপ উন্মোচন
(ঘ) ধনীরা চিরকালই ধনী
উত্তর : ঘ ২. গ ৩. ক ৪. গ ৫. খ ৬. ক ৭. ক ৮. ক ৯. ক ১০. ঘ ১১. ঘ ১২. ক ১৩. ক ১৪. ঘ ১৫. ক।