দেশাত্মবোধক গানের অদ্বিতীয় শিল্পী সাবিনা ইয়াসমিন। কালজয়ী দেশাত্মবোধক গানগুলোর সিংহভাগই তাঁর গাওয়া। তাঁর মতো সুরেলা কণ্ঠে দেশের কথা কে-ই বা বলেছেন আর! এই গানের পাখি নতুন কণ্ঠে তুললেন আরেকটি দেশাত্মবোধক গান। ‘প্রাণের বাংলাদেশ’ শিরোনামের গানটির কথা ও সুর আরিফ হোসেন বাবুর।