ভারতীয় ক্রিকেটের ‘দাদা’ সৌরভ গাঙ্গুলীর চরিত্রে পর্দায় কে অভিনয় করবেন, এ নিয়ে কম আলোচনা হয়নি। প্রথমে শোনা গিয়েছিল রণবির কাপুরের নাম, এবার জানা গেল ভারতের সাবেক অধিনায়কের বায়োপিকে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানায়, আয়ুষ্মানের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। সৌরভেরও সম্মতি রয়েছে।