পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে মেহজাবীনের নাচ

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে মেহজাবীনের নাচ
রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সদস্যদের সঙ্গে মঞ্চে মেহজাবীন চৌধুরী

গত বছরের ঈদের নাটক ‘আলো’তে ট্রাফিক পুলিশের ভূমিকায় অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন মেহজাবীন চৌধুরী। মাহমুদুর রহমান হিমি পরিচালিত নাটকটি লিখেছেন অভিনেত্রী নিজেই। কর্মক্ষেত্রে একজন নারী সার্জেন্টের ঘাত-প্রতিঘাত, প্রতিবন্ধকতা নাটকে সুন্দরভাবে তুলে ধরায় মেহজাবীন ও হিমিকে ক্রেস্ট প্রদান করে সম্মান জানায় বাংলাদেশ পুলিশ উইমেনস নেটওয়ার্ক (বিপিডাব্লিউএন)। বাংলাদেশ পুলিশের সঙ্গে অভিনেত্রীর সুসম্পর্ক তখন থেকেই।

এবার পুলিশ সদস্যদের সঙ্গে নাচলেন জনপ্রিয় এই অভিনেত্রী। রবিবার সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইনসে ৩০ জন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে মঞ্চ মাতান মেহজাবীন। সেই অভিজ্ঞতার কথা শেয়ার করে অভিনেত্রী বলেন, ‘পেশাগত কাজের বাইরেও আমাদের পুলিশ বাহিনীতে এত সংস্কৃতিমনা ব্যক্তি রয়েছেন তা আমার জানা ছিল না। তাঁরা দুর্দান্ত নাচেন, গানও করেন।
আমার সঙ্গে সেদিন যাঁরাই নেচেছেন, মনেই হয়নি তাঁরা পেশাদার শিল্পী নন। তাঁদের এই মেধা আমাকে বিস্মিত করেছে।’

পুলিশ সদস্যদের সঙ্গে নাচের অনুষ্ঠানে অংশ নেওয়ার পেছনে যে ‘আলো’র ভূমিকা আছে, সেটাও স্বীকার করলেন অভিনেত্রী। মেহজাবীন আরো বলেন, ‘পুলিশ সদস্যদের সঙ্গে আমার যোগাযোগ বেড়েছে সেই নাটক প্রচারের পর থেকেই।

তাঁরা নানা সময়ে আমাকে বিভিন্ন কাহিনি, নানা অজানা বিষয় শুনিয়েছেন। হয়তো সামনে তাঁদের জীবনযাত্রা নিয়ে আরো কাজ করব।’

সেদিন ১০ মিনিটের নাচের স্লটে তিনটি গানের সঙ্গে পারফর্ম করেন মেহজাবীন—কনার গাওয়া ‘ধিমতানা’, মিলার ‘বাবুরাম সাপুড়ে’ ও ইবরার টিপুর ‘ও পৃথিবী’। সমন্বয় ও কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। তিনি বলেন, ‘প্রায় এক সপ্তাহ মহড়ার পর ৩০ জন পুলিশ সদস্যকে নিয়ে নাচটা কোরিওগ্রাফ করেছি।

মেহজাবীনের সঙ্গে তাঁদের রসায়ন ও আন্তরিকতা মহড়াকে সহজ করে দিয়েছে। অনুষ্ঠান শেষে পুলিশ কর্তাদের বাহবাও পেয়েছি।’

নাচে অংশ নেওয়া পুলিশ সদস্যদের একজন মুনজিলা পারভীন। কথা হলো তাঁর সঙ্গেও। তিনি বলেন, ‘আমি ১৩ বছর ধরে পুলিশ বাহিনীর বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এবারের অভিজ্ঞতা অন্য রকম, এত বড় শিল্পীর সঙ্গে কাজ আগে করিনি। নাচের মহড়ার সময় কয়েকবার উনার গায়ে হাত লেগে গেছে, তিনি কিছুই মনে করেননি। এই অনুষ্ঠানের কথা আমার অনেক দিন মনে থাকবে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

■ গত বছর যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে চলে গেছেন জনপ্রিয় সঞ্চালক ও কমেডিয়ান এলেন ডিজেনেরিস। এই ঘরছাড়ার পেছনে ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন তিনি। ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরদিনই দেশ ছাড়েন অভিনেত্রী। যুক্তরাজ্যের জীবন বেশ উপভোগ করছেন বলেও জানিয়েছেন তিনি।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

বীর দাস—ফুল ভলিউম

শেয়ার
বীর দাস—ফুল ভলিউম
কমেডিয়ান বীর দাস

শুক্রবার নেটফ্লিক্সে এসেছে জনপ্রিয় কমেডিয়ান বীর দাসের নতুন স্ট্যান্ডআপ কমেডি শো। বরাবরের মতোই হাস্যরসের মোড়কে তুলে ধরেছেন ব্যক্তিগত জীবনের নানা দিক। একই সঙ্গে উঠে এসেছে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়াবলি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিক্রিয়া অনুসারে, এমি পুরস্কারজয়ী এ কমেডিয়ান এবারও তাঁর বৈশিষ্ট্য বজায় রেখে বাজিমাত করেছেন।

 

মন্তব্য
চলচ্চিত্র

এই ঘর এই সংসার

শেয়ার
এই ঘর এই সংসার
‘এই ঘর এই সংসার’ ছবির দৃশ্য

অভিনয়ে সালমান শাহ, বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ। পরিচালনা মালেক আফসারী। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : ছোটবেলা থেকেই আপা আর দুলাভাইয়ের সঙ্গে থাকে মিন্টু ও চিন্টু।

এই দুই ভাইয়ের প্রতি যেন অবহেলা না হয় সে কারণে কোনো সন্তান নেয় না আপা-দুলাভাই। চিন্টু পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকেছে, সাইকাকে বিয়ে করে ঘরে তুলেছে। জুলির মিথ্যে অভিযোগের কারণে মিন্টুকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। মিন্টুকে খুবই পছন্দ জুলির বাবার।
কৌশলে মিন্টুর সঙ্গে মেয়ের বিয়ে দেয়। সাইকার কারণে সংসারে অশান্তি নেমে আসে।

 

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

বড় ভাই

শেয়ার
বড় ভাই
‘বড় ভাই’ ধারাবাহিকের দৃশ্য

মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় বাংলায় প্রচারিত হচ্ছে জনপ্রিয় তুর্কি ধারাবাহিক  ‘কারদেসলারিম’। বাংলা সংস্করণের নাম ‘বড় ভাই’। চার ভাইবোন—কাদির, ওমর, আসিয়ে এবং এমেলের সংগ্রামময় জীবনের গল্প নিয়ে ধারাবাহিকটি।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ