kalerkantho

বৃহস্পতিবার । ৯ বৈশাখ ১৪২৮। ২২ এপ্রিল ২০২১। ৯ রমজান ১৪৪২

অবশেষে শুরু হচ্ছে মাসুদ রানা

রংবেরং প্রতিবেদক   

২২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅবশেষে শুরু হচ্ছে মাসুদ রানা

দুই বছর আগে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ অবলম্বনে দুটি ছবি নির্মাণ করার ঘোষণা দিয়েছিল। ‘এম আর নাইন’ ও ‘মাসুদ রানা’ নামে দুটি ছবি পরিচালনার কথা ছিল আসিফ আকবর ও সৈকত নাসিরের। এর মধ্যে ‘এম আর নাইন’ যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রযোজনায় হওয়ার কথা। এই ছবিতে মাসুদ রানা চরিত্রে এ বি এম সুমন চুক্তিবদ্ধও হয়েছিলেন। অন্যদিকে সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ ছবিতে চুক্তিবদ্ধ হন রাসেল রানা। দর্শকরা দুই বছর ধরে অপেক্ষা করছে ছবি দুটির জন্য। ‘এম আর নাইন’-এর নতুন খবর পাওয়া না গেলেও অবশেষে জানা গেছে ২৫ ফেব্রুয়ারি থেকে হবে সৈকত নাসিরের ছবিটির শুটিং। এর মধ্যে শুটিংয়ের সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। সৈকত বলেন, ‘ছবিটি নির্মাণ করা আমার জন্য বড় চ্যালেঞ্জ। মাসুদ রানা উপন্যাস পড়েনি এমন মানুষ কম আছে। তাদের কল্পনায় মাসুদ রানা যেমন ঠিক তেমনভাবে তুলে ধরাটা কঠিন। তার পরও চেষ্টা করব ভালো করার।’

মন্তব্য