জুলাই গণ-অভ্যুত্থান

শহীদ স্মরণে বৃক্ষরোপণ

প্রিয় দেশ ডেস্ক
প্রিয় দেশ ডেস্ক
শেয়ার
শহীদ স্মরণে বৃক্ষরোপণ

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে গতকাল শনিবার সারা দেশে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত-

চাঁদপুর : একজন শহীদ, একটি বৃক্ষ। এই স্লোগানে জুলাই আন্দোলনে শহীদ হওয়া চাঁদপুরের ৩১ জনের কবরের পাশে বৃক্ষ রোপণ  কর্মসূচি পালিত হয়েছে।

কুমিল্লা : কুমিল্লায় জুলাই গণ-অভ্যুত্থানে কুমিল্লার ৩৮ জন শহীদের নামে কুমিল্লার বিভিন্ন উপজেলায় ৩৮টি গাছের চারা রোপণ করা হয়েছে।

মান্দা (নওগাঁ) : নওগাঁর মান্দায় শহীদ রাসেল রানার গ্রামে কশব ভোলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে একটি জারুলগাছের চারা রোপণ করা হয়।

নীলফামারী : নীলফামারী জেলায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হয়েছেন চারজন। ওই চার শহীদের মধ্যে শহীদ রুবেল স্মরণে বকুলগাছের চারা, শহীদ নাঈম স্মরণে আমলকী, শহীদ সাজ্জাদ স্মরণে আগরগাছ ও শহীদ কালাম স্মরণে লটকন বৃক্ষের চারা রোপণ করা হয়।

পঞ্চগড় : জুলাই গণ-অভ্যুত্থানে পঞ্চগড়ের পাঁচজন শহীদের নামে পাঁচটি গাছের চারা রোপণ করা হয়েছে।

শহীদ সাজু ইসলাম নিম, আবু ছায়েদের নামে কাজুবাদাম, সাগর রহমানের নামে লটকন,  সাজু ইসলামের নামে জারুল ও শাহাবুল ইসলাম শাওনের নামে রোপণ করা হয় হরীতকীগাছের চারা।

পিরোজপুর : পিরোজপুরের ভাণ্ডারিয়ার ধাওয়া গ্রামের ছোবাহান হাওলাদারের ছেলে মো. এমাদুল হকের কবর জিয়ারত করলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খাঁন।

এ সময় শহীদ এমাদুল হকের কবরের পাশে একটি বকুলগাছের চারা রোপণ করেন।

রাজবাড়ী : রাজবাড়ীতে এক শহীদ, এক বৃক্ষ কর্মসূচির আওতায় জুলাই-আগস্ট মাসের গণ-অভ্যুত্থানে প্রাণ দেওয়া শহীদদের স্মৃতিকে সংরক্ষণ ও সম্মান জানাতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

চান্দিনা (কুমিল্লা) : সারা দেশের মতো কুমিল্লার চান্দিনায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় শহীদদের স্মরণে বিভিন্ন ফলদ, ঔষধি, বনজ ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশন

জাকসুতে ১৫ জন প্রার্থী পেলেন প্রার্থিতা ফেরত

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
শেয়ার
জাকসুতে ১৫ জন প্রার্থী পেলেন প্রার্থিতা ফেরত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বাতিল হওয়া ২০ জন প্রার্থীর মধ্যে ১৫ জন তাঁদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। এদিকে জাকসু নির্বাচনে প্রার্থীদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশন করছেন ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী রাব্বি হাসান।

গতকাল বুধবার মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির রায়ে ১৫ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। আর দুপুর ২টা থেকে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করছেন রাব্বি হাসান।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট জমা পড়া ২৭৬টি মনোনয়নপত্র থেকে প্রার্থী তালিকায় ২০টি মনোনয়নপত্র বাদ পড়েছিল। গত মঙ্গলবার মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হয়। আপিলের শুনানি হয় গতকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। আপিলের রায় ঘোষণা করা হয় বিকেল ৫টায়।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, জাকসু নির্বাচনের জন্য আমাদের কাছে যে ২৭৬টি মনোনয়নপত্র জমা পড়েছিল তার মধ্যে ২০টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাঁদের মধ্যে কারো কারো পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে। ফলে তাঁরা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। এর বাইরে মনোনয়নপত্রে রেজিস্ট্রেশন নম্বরসহ বেশ কিছু ভুল তথ্যের জন্য কয়েকজনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল।

যাঁদের প্রার্থিতা বাতিল হয়েছিল, তাঁরা বাতিলের বিরুদ্ধে আবেদন করেছিলেন। গতকাল আপিলের রায়ে ১৫ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন।

এদিকে আসন্ন জাকসু নির্বাচনে প্রার্থীদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশন করছেন ভিপি পদপ্রার্থী রাব্বি হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মন্তব্য

রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। গতকাল  বুধবার দিনশেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.৩৩ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ হয়েছে ২৬.৩১ বিলিয়ন ডলার।

গত রবিবার গ্রস রিজার্ভ ৩০.৮৬ বিলিয়ন এবং বিপিএম৬ অনুযায়ী, ২৫.৮৭ বিলিয়ন ডলার ছিল।

বাংলাদেশ ব্যাংক থেকে এসব তথ্য জানা গেছে। গত জুলাইয়ের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) ২.০২ বিলিয়ন ডলার পরিশোধ করে বাংলাদেশ। এরপর গ্রস রিজার্ভ কমে ২৯.৫৩ বিলিয়ন ডলারে নেমেছিল। আর বিপিএম৬ অনুযায়ী নেমে আসে ২৪.৫৬ বিলিয়ন ডলারে।

এদিকে রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঋণের কারণে চলতি বছরের জুন শেষে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে ৩১.৭২ বিলিয়ন ডলার হয়, গত ২৮ মাসের মধ্যে যা ছিল সর্বোচ্চ।  এর আগে ২০২৩ সালের মার্চের শুরুতে রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের নিচে নেমেছিল। চলতি বছরের জুন শেষে বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ওঠে ২৬.৬৯ বিলিয়ন ডলারে। ২০২৩ সালের জুন থেকে আইএমএফের শর্ত মেনে বিপিএম৬ অনুযায়ী হিসাব প্রকাশ করছে কেন্দ্রীয় ব্যাংক।

ওই সময় রিজার্ভ ছিল ২৪.৭৫ বিলিয়ন ডলার।

মন্তব্য

চীন সফরে গেলেন এনসিপির ৮ নেতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চীন সফরে গেলেন এনসিপির ৮ নেতা

চার দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট নেতা। মঙ্গলবার রাত ১০টায় রওনা দেন তাঁরা। আগামী ৩০ আগস্ট তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ।

 

সফরে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাঁদের। এই সফরের মাধ্যমে দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটবে বলে মনে করছে দলটি।

চীন সফরকালে তারা একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও শিল্প-কারখানা পরিদর্শন করবে। চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাদের।

এনসিপির দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মন্তব্য

হিমাগার গেটে আলুর কেজি ২২ টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
হিমাগার গেটে আলুর কেজি ২২ টাকা নির্ধারণ

হিমাগার গেটে আলুর কেজিপ্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করেছে সরকার। আর দাম কমে যাওয়ায় ৫০ লাখ টন আলু কিনবে সরকার, যা আগামী অক্টোবর ও নভেম্বরে বিক্রি করা হবে। গতকাল বুধবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আলুর সাম্প্রতিক বিক্রয়মূল্য উৎপাদন খরচের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলু চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশে উৎপাদন মৌসুমে উৎপাদিত আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষকের স্বার্থ রক্ষার্থে সুপারিশ প্রদানের লক্ষ্যে সচিব, কৃষি মন্ত্রণালয়কে সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবদের সদস্য করে চার সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ