জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে গতকাল শনিবার সারা দেশে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত-
চাঁদপুর : একজন শহীদ, একটি বৃক্ষ। এই স্লোগানে জুলাই আন্দোলনে শহীদ হওয়া চাঁদপুরের ৩১ জনের কবরের পাশে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।
কুমিল্লা : কুমিল্লায় জুলাই গণ-অভ্যুত্থানে কুমিল্লার ৩৮ জন শহীদের নামে কুমিল্লার বিভিন্ন উপজেলায় ৩৮টি গাছের চারা রোপণ করা হয়েছে।
মান্দা (নওগাঁ) : নওগাঁর মান্দায় শহীদ রাসেল রানার গ্রামে কশব ভোলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে একটি জারুলগাছের চারা রোপণ করা হয়।
নীলফামারী : নীলফামারী জেলায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হয়েছেন চারজন। ওই চার শহীদের মধ্যে শহীদ রুবেল স্মরণে বকুলগাছের চারা, শহীদ নাঈম স্মরণে আমলকী, শহীদ সাজ্জাদ স্মরণে আগরগাছ ও শহীদ কালাম স্মরণে লটকন বৃক্ষের চারা রোপণ করা হয়।
পঞ্চগড় : জুলাই গণ-অভ্যুত্থানে পঞ্চগড়ের পাঁচজন শহীদের নামে পাঁচটি গাছের চারা রোপণ করা হয়েছে।
শহীদ সাজু ইসলাম নিম, আবু ছায়েদের নামে কাজুবাদাম, সাগর রহমানের নামে লটকন, সাজু ইসলামের নামে জারুল ও শাহাবুল ইসলাম শাওনের নামে রোপণ করা হয় হরীতকীগাছের চারা।
পিরোজপুর : পিরোজপুরের ভাণ্ডারিয়ার ধাওয়া গ্রামের ছোবাহান হাওলাদারের ছেলে মো. এমাদুল হকের কবর জিয়ারত করলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খাঁন।
এ সময় শহীদ এমাদুল হকের কবরের পাশে একটি বকুলগাছের চারা রোপণ করেন।
রাজবাড়ী : রাজবাড়ীতে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় জুলাই-আগস্ট মাসের গণ-অভ্যুত্থানে প্রাণ দেওয়া শহীদদের স্মৃতিকে সংরক্ষণ ও সম্মান জানাতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
চান্দিনা (কুমিল্লা) : সারা দেশের মতো কুমিল্লার চান্দিনায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় শহীদদের স্মরণে বিভিন্ন ফলদ, ঔষধি, বনজ ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হয়।