মানবিক করিডর ভবিষ্যতে সামরিক করিডরে পরিণত হতে পারে : সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মানবিক করিডর ভবিষ্যতে সামরিক করিডরে পরিণত হতে পারে : সাইফুল হক
সাইফুল হক

মানবিক করিডর ভবিষ্যতে সামরিক করিডরে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, রাখাইনে কথিত মানবিক করিডর দেওয়া নিয়ে সরকারের মধ্যকার পরস্পরবিরোধী অবস্থান উদ্বেগ সৃষ্টি করেছে। সেখানে করিডর দেওয়ার চিন্তা বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়াবে। জাতীয় সংসদের অবর্তমানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বোঝাপড়া ছাড়া করিডর দেওয়ার এই উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহবান জানিয়েছেন তিনি।

গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক বলেন, মায়ানমারের আরকানে (রাখাইন) মানবিক সহায়তা দিতে করিডরকে কেন্দ্র করে যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি হয়েছে, তা অবিলম্বে নিরসন করতে হবে। আরাকানে করিডর দেওয়া নিয়ে পররাষ্ট্র্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য পরস্পরবিরোধী।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

জাতীয় মৎস্য সপ্তাহ র‍্যালিতে ফরিদা আক্তার

শেয়ার
জাতীয় মৎস্য সপ্তাহ র‍্যালিতে ফরিদা আক্তার
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার গতকাল ঢাকায় মানিকমিয়া এভিনিউতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন। ছবি : পিআইডি
মন্তব্য

প্রযুক্তি মন্ত্রণালয় মাদরাসা শিক্ষায় নতুন সচিব

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
শেয়ার
প্রযুক্তি মন্ত্রণালয় মাদরাসা শিক্ষায় নতুন সচিব

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একাধিক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনোয়ার হোসেনকে পদোন্নতি দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মন্তব্য

স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি সালাহ উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি সালাহ উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ভূমিহীন ও সাধারণ মানুষের জমি দখলের অভিযোগে শেখ হাসিনার সামরিক সচিব ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মো. সালাহ উদ্দিন মিয়াজী, তাঁর স্ত্রী নাজমা বেগম এবং দুই মেয়ে সামিহা শবনম ও রাইয়া শবনম মিয়াজীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এদিন দুদকের উপপরিচালক রেজাউল করিম আদালতে তাঁদের বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

ঢাকা-ময়মনসিংহ বাস ধর্মঘট প্রত্যাহার যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
শেয়ার
ঢাকা-ময়মনসিংহ বাস ধর্মঘট প্রত্যাহার যান চলাচল শুরু

ঢাকা-ময়মনসিংহসহ বৃহত্তর ময়মনসিংহের সব সড়কপথে বাস চলাচল বন্ধ থাকার পর রাত সাড়ে ৯টার দিকে চলাচল শুরু হয়েছে। ময়মনসিংহ নগরীর মাসকান্দা আন্ত জেলা বাস টার্মিনালে ঢাকাগামী ইউনাইটেড বাস কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বাস চলাচল বন্ধ ছিল। দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে রাতে বৈঠক হয়। রাত সাড়ে ৯টার দিকে সফল আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ