<p>ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আখতারউজ্জামান বলেছেন, ছাত্ররাজনীতি মানে শুধু কয়েকটি স্লোগান নয়। ছাত্ররাজনীতির ধরন পাল্টাতে হবে। বর্তমান ছাত্ররাজনীতির ধারা কী হবে এ বিষয়ে জাতীয় সংসদও অবদান রাখতে পারে। গতকাল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে ‘ছাত্ররাজনীতি শিক্ষার সুষ্ঠু পরিবেশের সহায়ক’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে আখতারউজ্জামান এসব কথা বলেন। আয়োজক ডিবেট ফর ডেমোক্রেসি।</p> <p>আখতারউজ্জামান বলেন, ‘আমরা ছাত্রসংসদ চাই, কিন্তু মারামারি, হানাহানির ছাত্রসংসদ চাই না। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর হলের সিট প্রদানের প্রতিশ্রুতির মাধ্যমে দলীয় কর্মী হিসেবে মিছিল-মিটিংয়ে অংশগ্রহণে বাধ্য করা খারাপ দৃষ্টান্ত। বুয়েটের ছাত্ররা ক্লাস করবে, পরীক্ষা দেবে, যখন রাজনীতির প্রয়োজন হবে তখন রাজনীতিতে অংশ নেবে—এমন পরিবেশই প্রয়োজন। বর্তমান সমস্যার সমাধান ছাত্র-শিক্ষকসহ সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে হওয়া উচিত।’</p> <p>সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দশ দফা সুপারিশ করা হয় ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। ছায়া সংসদে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের  বিতার্কিকদের পরাজিত করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক মোস্তফা কামাল মল্লিক, সাংবাদিক মাহবুব কবির চপল ও সাংবাদিক শামীমা সুলতানা। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।</p>