দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে চলমান গ্যাসসংকট নিরসন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
গতকাল বুধবার সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম এবং এ বি এম সামছুদ্দিন।
বৈঠকে বিজিএমইএ সভাপতি গ্যাসসংকটজনিত সমস্যাগুলো তুলে ধরে বলেন, চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়া এবং পর্যাপ্ত চাপ বজায় না থাকায় অনেক কারখানা পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না।
ফলে রপ্তানি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়ছে।
সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব : শ্রমঘন পোশাক ও বস্ত্রশিল্পকে নতুন গ্যাস সংযোগে অগ্রাধিকার দেওয়া; তিতাস গ্যাস সংযোগ অনুমোদনের যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা; সরঞ্জাম পরিবর্তন বা স্থানান্তরসংক্রান্ত আবেদনগুলো পৃথক তালিকায় রেখে দ্রুত সিদ্ধান্ত দেওয়া; কম লোড বৃদ্ধির আবেদনকারীদের অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ প্রদান এবং গ্যাস পাইপলাইনের শেষ প্রান্তে অবস্থিত কারখানাগুলোতে (যেমন—ধামরাই ও মানিকগঞ্জ) অন্তত তিন-চার পিএসআই চাপ নিশ্চিত করা।
মাহমুদ হাসান খান আরো বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের পর প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখা এবং বিনিয়োগ ও কর্মসংস্থান সুরক্ষায় এই খাতকে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা জরুরি।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বেসরকারি খাতে সর্ববৃহৎ কর্মসংস্থান সৃষ্টিকারী এই খাতকে সরকার অগ্রাধিকার দিয়েছে এবং সমস্যাগুলো সমাধানে আন্তরিক।
তিনি বিজিএমইএ সভাপতির প্রস্তাবগুলো গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন।