কম্প্রেসরে কিশোরের পায়ুপথে বাতাস অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
কম্প্রেসরে কিশোরের পায়ুপথে বাতাস অবস্থা আশঙ্কাজনক

রাজধানী ঢাকায় জুতার কারখানার এক কিশোর কর্মচারীর পায়ুপথে কম্প্রেসরের মেশিন দিয়ে বাতাস দেওয়ার ঘটনা ঘটেছে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকেলে যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরের নাম মো. জাহিদ (১৬)।

সে ঝালকাঠির রাজাপুরের শাহ আলমের ছেলে। যাত্রাবাড়ীর মাতুয়াইলে থাকে সে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া কর্তব্যরত চিকিৎসকের বরাতে জানান, ভুক্তভোগী জাহিদের অবস্থা আশঙ্কাজনক। এদিকে এ ঘটনায় জাহিদের সহকর্মী আব্দুর রহিমকে পুলিশ ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

আহত জাহিদের মামা আব্দুল গাফফার বলেন, ‘ক্লাসিক জুতার কারখানার কর্মচারী আব্দুর রহিম আমার ভাগ্নের পায়ুপথে কম্প্রেসর মেশিন দিয়ে বাতাস দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।’

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সাদাপাথরে পাথর লুটের ঘটনায় তদন্ত কমিটি গঠিত

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
শেয়ার
সাদাপাথরে পাথর লুটের ঘটনায় তদন্ত কমিটি গঠিত

সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটপাটের ঘটনায় পাঁচ সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাহেদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন স্পট ও রেলওয়ে বাংকার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে পরিবেশ ও পর্যটন স্থানের নান্দনিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে অবৈধ পাথর উত্তোলনের বিষয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি তদন্তের উদ্যোগ নেয় সরকার।

মন্তব্য
ড. ইউনূসের কাছে প্রতিবেদন

প্রশাসন ক্যাডারের বাইরের ৭৮ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
শেয়ার
প্রশাসন ক্যাডারের বাইরের ৭৮ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ

পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে। এতে প্রশাসন ক্যাডারের বাইরের অন্য ক্যাডারে তৃতীয় গ্রেড বা তদূর্ধ্ব পদের ৭৮ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

গতকাল বুধবার প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন জমা দেন পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।

জানা গেছে, প্রশাসনিক মন্ত্রণালয়ের লিখিত সুপারিশ, বৈঠকে উপস্থিত প্রতিনিধির মতামত ও আনুষঙ্গিক বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

পুঙ্খানুপুঙ্খ বিচার-বিশ্লেষণের মাধ্যমে কমিটি সুপারিশ প্রণয়ন করেছে।

 

 

 

মন্তব্য
এবি পার্টির মঞ্জু

বিচার-জুলাই সনদ না হলে ভোট হবে না এটা বিশ্বাস করি না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিচার-জুলাই সনদ না হলে ভোট হবে না এটা বিশ্বাস করি না

জুলাই আন্দোলনে নির্বিচারে হত্যাকাণ্ডের বিচার ও জুলাই সনদ না হলে জাতীয় নির্বাচন হবে নাএমন নীতিতে বিশ্বাস করে না আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মনজু বলেছেন, বিচার, জুলাই সনদ এগুলো সম্ভব; তবে এগুলো না হলে ভোট হতে দেওয়া যাবে নাএটাতে আমরা বিশ্বাসী নই।

গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাকিদের এ কথা বলেন দলটি চেয়ারম্যান মুজিবুর রহমান মনজু। বৈঠকে ৯ দফা প্রস্তাব তুলে ধরে এবি পার্টি।

এক প্রশ্নের জবাবে মনজু বলেন, শুধু ভোট করার জন্য নয়, ভোটারকে কেন্দ্রে আনাও ইসির দায়িত্ব। তাই ইসির কাছে তাঁদের আনতে প্রস্তাব করছি।

 

মন্তব্য
সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব

পোশাকশিল্পে গ্যাসসংকট নিরসনে জরুরি পদক্ষেপ চাইল বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পোশাকশিল্পে গ্যাসসংকট নিরসনে জরুরি পদক্ষেপ চাইল বিজিএমইএ

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে চলমান গ্যাসসংকট নিরসন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

গতকাল বুধবার সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম এবং এ বি এম সামছুদ্দিন।

বৈঠকে বিজিএমইএ সভাপতি গ্যাসসংকটজনিত সমস্যাগুলো তুলে ধরে বলেন, চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়া এবং পর্যাপ্ত চাপ বজায় না থাকায় অনেক কারখানা পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না।

ফলে রপ্তানি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়ছে।

সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব : শ্রমঘন পোশাক ও বস্ত্রশিল্পকে নতুন গ্যাস সংযোগে অগ্রাধিকার দেওয়া; তিতাস গ্যাস সংযোগ অনুমোদনের যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা; সরঞ্জাম পরিবর্তন বা স্থানান্তরসংক্রান্ত আবেদনগুলো পৃথক তালিকায় রেখে দ্রুত সিদ্ধান্ত দেওয়া; কম লোড বৃদ্ধির আবেদনকারীদের অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ প্রদান এবং গ্যাস পাইপলাইনের শেষ প্রান্তে অবস্থিত কারখানাগুলোতে (যেমনধামরাই ও মানিকগঞ্জ) অন্তত তিন-চার পিএসআই চাপ নিশ্চিত করা।

মাহমুদ হাসান খান আরো বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের পর প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখা এবং বিনিয়োগ ও কর্মসংস্থান সুরক্ষায় এই খাতকে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা জরুরি।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বেসরকারি খাতে সর্ববৃহৎ কর্মসংস্থান সৃষ্টিকারী এই খাতকে সরকার অগ্রাধিকার দিয়েছে এবং সমস্যাগুলো সমাধানে আন্তরিক।

তিনি বিজিএমইএ সভাপতির প্রস্তাবগুলো গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন।

 

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ