kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রংপুর কেন্দ্রের বার্ষিক সভা

‘বসুন্ধরার বিটুমিনের মান ভালো, দাম সহনীয়’

রংপুর অফিস   

১৪ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে‘বসুন্ধরার বিটুমিনের মান ভালো, দাম সহনীয়’

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ রংপুর কেন্দ্রের বার্ষিক সাধারণ সভার এক পর্যায়ে বসুন্ধরার বিটুমিনের স্টল পরিদর্শন করেন প্রকৌশলীরা। ছবি : কালের কণ্ঠ

দিনাজপুরের সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম বলেছেন, ‘বসুন্ধরা বিটুমিনের মান ভালো, দামও সহনীয়। এই বিটুমিন ব্যবহারে সড়কসহ বিভিন্ন প্রকল্পের স্থায়িত্ব বাড়ে। ’

গতকাল শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ রংপুর কেন্দ্রের বার্ষিক সাধারণ ২১তম সভা চলাকালে প্রকৌশলী ও অতিথিরা বসুন্ধরার বিটুমিনের স্টল পরিদর্শন করেন। এ সময় প্রকৌশলী মাহবুবুল আলম এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইইবি সদর দপ্তরের প্রেসিডেন্ট মো. নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন আইইবি সদর দপ্তরের সাধারণ সম্পাদক মো. শাহদাৎ হোসেন শীবলু।

অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন আইইবি রংপুর কেন্দ্রের সাধারণ সম্পাদক ও রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল হক। বসুন্ধরা বিটুমিনের পক্ষে উপস্থিত ছিলেন এজিএম সেলস সুকান্ত কুমার সাহা, ঢাকা করপোরেট সেলসের প্রকৌশলী আবুজার লস্কর, আরএনডির নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার বিন কবির, রংপুর বিভাগের কর্মকর্তা প্রকৌশলী মোস্তাফিজার রহমান, ব্র্যান্ডের সিনিয়র এক্সিকিউটিভ মো. মাসকাওয়াত আলম পার্থ প্রমুখ।

বসুন্ধরার স্টলে পেলিট্রেশন গ্রেড বিটুমিন (এসবিএস), পলিমার মডিফায়েড বিটুমিন, পলিমার মডিফায়েড (রাবার পাউডার) বসুন্ধরা বিটুমিন ইমালশন, বসুন্ধরা অক্সিডাইজড বিটুমিন, বসুন্ধরা কাটব্যাক বিটুমিনসহ বিভিন্ন ধরনের বিটুমিন প্রদর্শন করা হয়।

স্টল পরিদর্শনের সময় রংপুর এলজিইডির সহকারী প্রকৌশলী জয়া সান্যাল বলেন, বসুন্ধরার বিটুমিনের মান ভালো হওয়ায় সারা দেশে এর চাহিদা আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে বসুন্ধরার বিটুমিন ও বসুন্ধরা গ্রুপের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়।

বসুন্ধরা বিটুমিনের কর্মকর্তারা বলেন, বাংলাদেশের মেগাপ্রজেক্টগুলোতে এখন বসুন্ধরার বিটুমিন ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য মেগাপ্রকল্প হলো কর্ণফুলী বঙ্গবন্ধু টানেল, ফার্স্ব ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চীন-বাংলা মৈত্রী সেতু, পায়রাবন্দর ইত্যাদি।

সভায় সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বাপাউবো অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) জ্যোতি প্রসাদ ঘোষ, রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, আইইবি দিনাজপুরের সভাপতি প্রকৌশলী মাহবুবুল আলম প্রমুখ। সভাপতিত্ব করেন রংপুর আইইবি সভাপতি ও পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহাম্মদ আমিরুল ইসলাম ভুঞা। দ্বিতীয় পর্বে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়।সাতদিনের সেরা