নামেই ‘মারী স্টেডিয়াম’ কোথাও নেই মারী!

রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি প্রতিনিধি
শেয়ার
নামেই ‘মারী স্টেডিয়াম’ কোথাও নেই মারী!
পাখির চোখে রাঙামাটির ‘চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়াম’। ইনসেটে মারী ছবি : কালের কণ্ঠ

চিং হ্লা মং মারী, যেন একটি নাম, একটি বিস্ময়! রাঙামাটির কাপ্তাইয়ে জন্ম নেওয়া এই প্রতিভাবান পাহাড়ি তরুণ ফুটবলার ১৯৫১ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত খেলোয়াড়ি জীবনে তৎকালীন পূর্ব পাকিস্তান সাদা দল ও পাকিস্তান জাতীয় ফুটবল দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। ছিলেন পাকিস্তান ফুটবল দলের অধিনায়কও। দেশ স্বাধীন হওয়ার পর ফুটবলে অসামান্য অবদান রাখায় অর্জন করেন জাতীয় ক্রীড়া পুরস্কারও।

তাঁর মৃত্যুর পর এই খেলোয়াড়ের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ২০১২ সালের ৫ ডিসেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ রাঙামাটির প্রধান এ স্টেডিয়ামের নামকরণ করে ‘চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়াম’।

সংক্ষেপে ‘মারী স্টেডিয়াম’ নামেই পরিচিত ১৯৮০ সালে নির্মিত প্রায় ছয় হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়াম। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, শুধু নামকরণ করেই যেন দায় সেরেছে জাতীয় ক্রীড়া পরিষদ ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা। স্টেডিয়ামটির কোথাও নেই মারীর নাম কিংবা কোনো চিহ্ন, এমনকি কে ছিলেন মারী, তা জানানোর জন্যও নেই কোনো স্মারক বা প্রতীকী আয়োজন। তাই নিজের নামের একমাত্র স্টেডিয়ামেও যেন অচেনা এক চরিত্র এককালের দাপুটে এই ফুটবলার।
এমনকি তাঁর জন্ম বা মৃত্যুদিনে থাকে না কোনো আয়োজন।

জেলা ক্রীড়া সংস্থা মারীর জন্মদিন বা মৃত্যুবার্ষিকী কখনোই পালন করে না। কখনো আয়োজনও করা হয়নি তাঁর নামে কোনো টুর্নামেন্ট। অফিসে বা স্টেডিয়ামের কোথাও নেই মারীর জীবনবৃত্তান্ত, প্রতিকৃতি এমনকি নেই একটি ছবিও।

স্টেডিয়ামটির নামও লেখা নেই কোথাও। মারীর ইতিহাস জানার কোনো উদ্যোগও নেই কর্তাদের। জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুর ইসলাম ভুট্টো ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যাঁরা নেতৃত্বে আছেন তাঁরা মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও একজন মুক্তিযোদ্ধা মারীকে তাঁরা সম্মান জানাতে ব্যর্থ হয়েছেন।’

রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও সাবেক জাতীয় ফুটবলার বরুণ বিকাশ দেওয়ান বলেন, ‘মারী শুধু পার্বত্য চট্টগ্রামের নন, দেশের গর্ব। তাঁর সম্পর্কে যত জানা যাবে, তত আগ্রহী হবে নতুন নতুন খেলোয়াড়।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শফিউল আজম বলেন, উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা মারীর একটি ম্যুরাল তৈরি করার ঘোষণা দিয়েছেন। সেই প্রকল্প বাস্তবায়ন হলে স্টেডিয়ামের নামফলকের কাজটিও করিয়ে নেব।’

মন্তব্য

সম্পর্কিত খবর

মানববন্ধন ও বিক্ষোভ

শেয়ার
মানববন্ধন ও বিক্ষোভ
৪৩তম বিসিএস নন-ক্যাডার এর অধিযাচিত সকল পদে দ্রুত সার্কুলার প্রকাশের দাবিতে গতকাল সকালে আগারগাঁওয়ের পিএসসি কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

যাত্রাবাড়ী ও রমনায় দুই শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
যাত্রাবাড়ী ও রমনায় দুই শিশুর মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে অজ্ঞাতপরিচয় ১২ বছরের শিশু এবং রমনায় একটি বাসা থেকে সুফিয়া আক্তার (১০) নামে অপর এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টা ও ভোর সাড়ে ৪টার দিকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলেশিশুটিকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে গৃহকর্মী ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।

 

মন্তব্য

চাঁদা না পেয়ে হামলা আরো ৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চাঁদা না পেয়ে হামলা আরো ৫ জন গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থানা এলাকায় পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে এ কে বিল্ডার্স প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মারধর ও গুলির ঘটনায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁরা হলেন মো. আব্বাস, মো. ইয়ামিন, মো. সোহেল, মো. মাজহারুল ও মো. চাঁদ মিয়া।

গতকাল সোমবার দুপুরে র‌্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি এ তথ্য দেন। তিনি বলেন, এর আগে গত রবিবার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন নিলয় হোসেন বাপ্পী, মামুন মোল্লা ও মোহাম্মদ রায়হান। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা আট।

এ ঘটনায় মামলার এজাহার ও ভুক্তভোগীর বিবরণে বলা হয়, গত ১১ জুলাই পল্লবীর আলব্দির টেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা চালায়। হামলাকারীরা এ সময় চারটি গুলি করে।

দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম নামের প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হন।

মন্তব্য
সংক্ষিপ্ত

ওয়ারীতে হামলার শিকার শিক্ষার্থী, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ওয়ারীতে হামলার শিকার শিক্ষার্থী, গ্রেপ্তার ২

রাজধানীর ওয়ারী থানায় হামলার শিকার হয়েছে সৈয়দ রেদোয়ান মাওলা (১৭) নামের এক শিক্ষার্থী। পরে এলাকাবাসী হামলাকারীদের মধ্যে আব্দুর রহিম মাহি (১৯) ও সাব্বির হোসেন রাতুল (১৯) নামের দুই কিশোরকে আটক করে পুলিশে দেয়।

রবিবার রাত ৯টার দিকে হাটখোলা রোডে ইলিশিয়াল ভবনের পেছনের গলিতে এ ঘটনা ঘটে। ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদ কালের কণ্ঠকে বলেন, হামলাকারী ও ভুক্তভোগী সবাই শিক্ষার্থী।

তাদের মধ্যে নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে ওই রাতে পাঁচ-ছয়জন শিক্ষার্থী তাকে মারধর করছিল। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে দুজনকে আটক করে পুলিশে দেয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ