যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের এসংক্রান্ত প্রস্তাবগুলোর কাঠামোর আওতায় জেরুজালেমের আইনি অবস্থান সংরক্ষণের ওপরও বাংলাদেশ জোর দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার রাতে এক বিতর্কিত সিদ্ধান্তে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পূর্ব জেরুজালেমকে নিয়ে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী করার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।