সকালে বাড়ির পাশে নদীর ধারে হাঁটতে গেলে সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন বিএনপি নেতা হারুন মাস্টার। গতকাল বুধবার ঢাকার দোহারে এই ঘটনা ঘটে।
এ ছাড়া নরসিংদীতে এক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন ১২ মামলার আসামি।
ময়মনসিংহে কচুক্ষেতে পাওয়া গেছে এক প্রতিবন্ধী নারীর লাশ। কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো খবর :
দোহার (ঢাকা) : প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানায়, সকাল সাড়ে ৬টার দিকে ধোয়াইর বাজারের পাশে পদ্মা নদীর তীরে বাঁধের রাস্তা দিয়ে হাঁটছিলেন হারুন মাস্টার। এ সময় দুটি মোটরসাইকেলে পাঁচ যুবক এসে তাঁকে লক্ষ্য করে গুলি করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে শরীরে তিনটি ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হারুন মাস্টার (৬৫) দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। তিনি বাহ্রা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
নিহতের ছোট ভাই আব্দুল মান্নান বলেন, আগামী ইউপি নির্বাচনে নয়াবাড়ী থেকে চেয়ারম্যান প্রার্থী হওয়ার কথা ছিল হারুন মাস্টারের।
এ ছাড়া এ অঞ্চলের কিছু মাটি ব্যবসায়ীর অন্যায় কাজকে প্রশ্রয় না দেওয়ায় তাঁকে একটি মহল পরিকল্পিতভাবে হত্যা করেছে।
দোহার থানার ওসি হাসান আলী বলেন, হারুন মাস্টারের শরীরে চারটি গুলি এবং তিনটি ধারালো অস্ত্রের জখমের চিহ্ন পাওয়া গেছে। অপরাধীদের খুঁজে বের করতে র্যাব, পুলিশ ও একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে।
রায়পুরা (নরসিংদী) : উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্স করাতে এসে খুন হয়েছেন ব্যবসায়ী শাহীন মিয়া (৩৫)। গতকাল দুপুরে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত শামীম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত শাহীন মিয়া উপজেলার মির্জানগর ইউনিয়নের মেঝেরকান্দি এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে এবং হাসনাবাদ বাজারের হার্ডওয়্যার দোকান মালিক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ইউনিয়ন পরিষদে আসার পর ওই ব্যবসায়ীকে গালাগাল করেন শামীম মিয়া। এর প্রতিবাদ করলে শামীম প্রথমে বাঁশ নিয়ে তেড়ে আসেন এবং পরে পাশের বাড়ি থেকে বঁটি এনে পরিষদের সহকারী সচিবের কক্ষে বসে থাকা শাহীনের ওপর ঝাঁপিয়ে পড়েন। মাথা ও শরীরে উপর্যুপরি কোপে গুরুতর আহত হন শাহীন। পরে স্থানীয় লোকজন নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ইউনিয়ন পরিষদের সচিব রাকিব মিয়া বলেন, ‘অভিযুক্ত শামীম প্রায়ই পরিষদের বারান্দায় শুয়ে-বসে থাকত। তার বাড়ি পরিষদের পাশেই।’
টাঙ্গাইল : গোপালপুরে প্রতিপক্ষের হামলায় হত্যা, চাঁদাবাজিসহ এক ডজন মামলার আসামি জাহাঙ্গীর মণ্ডল (৪০) নিহত হয়েছেন। তিনি চাকমা জাহাঙ্গীর নামে পরিচিত ছিলেন। গতকাল ভোরে উপজেলার শাখারিয়া স্লুইস গেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত চাকমা জাহাঙ্গীর গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের মধ্য শাখারিয়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। হেমনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উমর আলী জানান, যমুনার ঘাটে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা, ছিনতাই, সড়কপথে ডাকাতি, নারী নির্যাতন ও চাঁদাবাজির সংঘবদ্ধ একটি গ্যাং চালাতেন চাকমা জাহাঙ্গীর। গোপালপুর থানার ওসি গোলাম মুক্তাদির আশরাফ জানান, পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসী চাকমা জাহাঙ্গীর প্রতিপক্ষের হাতে খুন হন। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহ : গৌরীপুরের পল্লীতে কচুক্ষেত থেকে এক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহের গলায় কলাগাছের বাকল প্যাঁচানো ছিল।
নিহত হোসনে আরা (৩০) উপজেলার বোকাইনগর ইউনিয়নের কাউলাটিয়া গ্রামের মৃত আব্দুল গণির মেয়ে। পুলিশের ধারণা, নির্যাতনের পর তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।