বই নিয়ে বিতর্ক

মন্ত্রী অবস্থায়ও এ কে খন্দকার প্রায় একই কথা বলেছিলেন

আবুল কাশেম ও রাজীব আহমেদ
আবুল কাশেম ও রাজীব আহমেদ
শেয়ার
মন্ত্রী অবস্থায়ও এ কে খন্দকার প্রায় একই কথা বলেছিলেন
 ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইটিতে মুক্তিযুদ্ধের ঘোষণা, যুদ্ধ প্রস্তুতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা-  ইত্যাকার নানা বিষয়ে মুক্তি-বাহিনীর উপপ্রধান সেনাপতি এ কে খন্দকার যেসব কথা লিখেছেন, ঠিক সে রকম বক্তব্যই তিনি উপস্থাপন করেছেন মন্ত্রী থাকাবস্থায়ও। আওয়ামী লীগ সরকারের এর আগের মেয়াদের এক বছরের মাথায় ‘মুক্তিযুদ্ধের পূর্বাপর কথোপকথন’ নামে তাঁর আরেকটি বই বের হয়। তিনজনের আলাপচারিতার ওই সংকলনে এ কে খন্দকার বলেছিলেন, আওয়ামী লীগের যুদ্ধ প্রস্তুতি ছিল না। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি।
গত মাসে প্রকাশিত ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইটিতে এ কে খন্দকার শুধু আগের বক্তব্যই আরো বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। তবে বঙ্গবন্ধু ‘জয় পাকিস্তান’ বলে ৭ মার্চের ভাষণ শেষ করেছিলেন- এমন কথা তিনি আগের বইতে লেখেননি। 
‘মুক্তিযুদ্ধের পূর্বাপর কথোপকথন’ বইটি মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি এ কে খন্দকার, প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মঈদুল হাসান ও মুক্তিযোদ্ধাদের জন্য গঠিত যুব শিবিরের মহাপরিচালক এস আর মীর্জার মধ্যকার আলাপচারিতাভিত্তিক। ২০০২ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্রের উদ্যোগে ওই তিনজনের যৌথ আলাপের অডিও ধারণ করে বইটি লেখা হয়।
পরে সেটি প্রকাশের আগে তাঁরা নিজ নিজ অংশ পড়ে দেখেন ও সম্পাদনা করেন। প্রথমা ২০০৯ সালের ডিসেম্বরে এটি প্রথম প্রকাশ করে।
‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইটিও প্রথমা থেকে প্রকাশিত। যে বই নিয়ে সংসদের ভেতরে-বাইরে তুমুল বিতর্ক চলছে।
আওয়ামী লীগ ও মহাজোটের নেতারা বইটি বাজেয়াপ্ত করার দাবিও তুলেছেন। অন্যদিকে বিএনপি বলছে, লেখক সত্যি কথা বলছেন বলেই আওয়ামী লীগ নেতাদের গায়ে আগুন লেগেছে।
দুটি বইতেই কয়েকটি বিষয়ে এ কে খন্দকার যা বলেছেন, তা আওয়ামী লীগের দাবিকে নাকচ করে দেয়। বিশেষ করে স্বাধীনতার ঘোষক হিসেবে বঙ্গবন্ধুকে একেবারে নাকচ করে দেন লেখক। এমনকি তিনি বিভিন্নজনের বরাত দিয়ে এও বলেছেন যে, তাজউদ্দীন আহমদ বঙ্গবন্ধুকে দিয়ে একটি স্বাধীনতার ঘোষণা রেকর্ড করিয়ে রাখতে চাইলে তাতেও রাজি হননি বঙ্গবন্ধু।
দুটি বইতেই এ কে খন্দকার মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। আবার তাঁকে ডিঙিয়ে অন্য আরেকজনকে বড় পদ দেওয়ায় ব্যক্তিগত ক্ষোভও উঠে এসেছে এ কে খন্দকারের বইয়ে।
জিয়াউর রহমানের শাসনামলে এ কে খন্দকার অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার (১৯৭৬-১৯৮২) ছিলেন। এরশাদ সরকারের আমলে তিনি রাষ্ট্রপতির উপদেষ্টা ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে তিনি আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা মন্ত্রী ছিলেন।
মন্ত্রী থাকা অবস্থায় প্রকাশিত বইয়ে একই ধরনের কথা লেখা হলেও আওয়ামী লীগ তাঁকে মন্ত্রিসভা থেকে সরায়নি। এ নিয়ে বড় কোনো বিতর্কও বাধেনি। তবে বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় এক দফা আলোচনা হয়েছিল বলে জানা যায়। তবে ২০১৩ সালের ২ এপ্রিল শাহবাগের শহীদ রুমি স্কোয়াডের অনশনরতদের কাছে গিয়ে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ না হলে পদত্যাগ করার ঘোষণা দেন তিনি। তখন গুঞ্জন ওঠে, জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবির আড়ালে তিনি মূলত সরকার থেকে বেরিয়ে যেতে চাইছেন। অবশ্য শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেননি। ৫ জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগের নতুন মন্ত্রিসভায় আর তাঁর জায়গা হয়নি।
শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি : ‘মুক্তিযুদ্ধের পূর্বাপর কথোপকথন’ ও ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বই দুটিতে স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে এ কে খন্দকারের বক্তব্য হলো- ‘প্রথমে ঘোষণাটি তৈরি করেন বেতারের কিছু কর্মী। যেটি ২৬ মার্চ পাঠ করা হয়। পরে মেজর জিয়াউর রহমানকে ডেকে এনে তাঁকে দিয়ে আবার পাঠ করানো হয় ২৭ মার্চ।’
এ বিষয়ে ‘মুক্তিযুদ্ধের পূর্বাপর কথোপকথন’ বইতে এ কে খন্দকার বলেন, ‘...তখন তাঁরা (বেতারকর্মীরা) সবাই মিলে একটা স্বাধীনতার ঘোষণার খসড়া তৈরি করলেন এবং সেই খসড়াটি তাঁরা ২৬ মার্চ দুপুর ২টায় কালুরঘাট বেতারকেন্দ্রে গিয়ে নিজেরা তা চালু করে প্রচার করেন। সেই ঘোষণা চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান পাঠ করেন।’
আওয়ামী লীগের দাবি, ইপিআরের বেতারযন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। এ দাবিটি সম্পূর্ণ নাকচ করে দেন এ কে খন্দকার ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইয়ে। তিনি লিখেছেন, ‘পরবর্তী সময়ে ঘটনার প্রায় এক বছর পর আরেকটা কথা প্রচার করা হয় যে, ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার ঠিক আগে শেখ সাহেব ইপিআরের বেতারযন্ত্রের মাধ্যমে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরীর কাছে স্বাধীনতার ঘোষণা পাঠিয়েছিলেন। এই তথ্যটি মোটেও বিশ্বাসযোগ্য নয়।’
এ কে খন্দকার লিখেছেন, ‘...তার চেয়েও বড় প্রশ্ন, বঙ্গবন্ধু যাঁর মারফত এই ঘোষণা ইপিআরের বার্তাকেন্দ্রে পাঠিয়েছিলেন, সেই ব্যক্তি স্বাধীনতার ৪৩ বছরেও জনসমক্ষে এলেন না কেন? বঙ্গবন্ধুও তাঁর জীবদ্দশায় কখনো সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি কেন? একইভাবে চট্টগ্রামের ইপিআর বেতারকেন্দ্র থেকে কে, কিভাবে জহুর আহমেদকে বার্তাটি পাঠালেন, তা রহস্যাবৃত্তই থেকে গেছে। কাজেই ইপিআরের বার্তাকেন্দ্র ব্যবহার করে শেখ সাহেব স্বাধীনতার ঘোষণা পাঠিয়েছিলেন- এটা সম্ভবত বাস্তব নয়। দ্বিতীয়ত, জহুর আহমেদ চৌধুরীর কাছে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা পাঠিয়েছিলেন, মুক্তিযুদ্ধকালে এমন কোনো সংবাদ আমরা শুনিনি।’
জিয়ার ঘোষণা স্বাধীনতার ঘোষণা বলা চলে না : এ কে খন্দকার জিয়াউর রহমানকেও স্বাধীনতার ঘোষক মানেননি। ‘মুক্তিযুদ্ধের পূর্বাপর কথোপকথন’-এ তিনি উল্লেখ করেছেন, ‘বেতারকর্মীরা প্রথমে বেতারকেন্দ্রের নিরাপত্তা নিয়ে আলাপ করতে মেজর জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এতে মেজর জিয়া সম্মতি দিয়েছিলেন। পরে সেখানে একজনের মনে হয়, স্বাধীনতার ঘোষণা একজন সেনা কর্মকর্তাকে দিয়ে বেতারে বলানো গেলে এর প্রভাব সারা দেশে পড়বে। সে চিন্তা থেকেই জিয়াউর রহমানকে দিয়ে মুক্তিযুদ্ধের ঘোষণা আবার পাঠ করানো হয়। অবশ্য এ কে খন্দকার এও বলেন, চট্টগ্রাম বেতারের কর্মচারীরা নিজ উদ্যোগে মেজর জিয়ার কাছে গিয়েছিলেন। জিয়া তাঁদের কাছে যাননি।’
বইটিতে এ কে খন্দকার আরো উল্লেখ করেন, ‘মেজর জিয়া কালুরঘাট বেতারকেন্দ্রে প্রথম ঘোষণাটি ভুলভাবে দিলেন। তাতে তিনি নিজেকেই বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন। এতে সবাই হতবাক হয়ে যান। এমন ঘোষণা তো তাঁর দেওয়ার কথা নয়! এরপর তা সংশোধন করা হয়। ঘোষণা আগে থেকেই যেটি তৈরি ছিল, সেটি আবার জিয়ার কণ্ঠে টেপে ধারণ করা হয় এবং সেটি জিয়া পড়েন ২৭ মার্চ সন্ধ্যার কিছু আগে।’
আর ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইয়ে এ কে খন্দকার বলেন, ‘মেজর জিয়ার ঘোষণাটিকে কোনোভাবেই স্বাধীনতার ঘোষণা বলা চলে না। মেজর জিয়া রাজনৈতিক নেতাও ছিলেন না বা স্বাধীনতার ঘোষণা দেওয়ার মতো উপযুক্ত ব্যক্তিও ছিলেন না।’
ঘোষণা রেকর্ডও করতে চাননি বঙ্গবন্ধু : বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দেননি, তা যুক্তিতর্ক দিয়ে প্রমাণের চেষ্টা করেছেন এ কে খন্দকার। ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইটিতে তিনি এ প্রসঙ্গে লেখেন, ‘২৫ মার্চ সন্ধ্যায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যখন ঢাকা ছেড়ে চলে যান, তখন একটা চরম সংকটপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। সবাই ভাবতে থাকেন, এখন আমাদের কী করণীয়। এ সময় তাজউদ্দীন আহমদসহ আরো কিছু নেতা বঙ্গবন্ধুর ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে সমবেত ছিলেন। সেখানে এক ফাঁকে তাজউদ্দীন আহমদ একটি টেপ রেকর্ডার এবং স্বাধীনতা ঘোষণার একটা খসড়া বঙ্গবন্ধুকে দেন এবং তাঁকে তা পড়তে বলেন। কিন্তু তিনি তা পড়েননি।... কোনো মাধ্যমে বা চিরকুট পাঠিয়ে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দেননি, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে- ২৫ মার্চ রাতে তাঁর ঘনিষ্ঠ নেতা-কর্মীরা প্রায় শেষ সময় পর্যন্ত তাঁর সঙ্গে ছিলেন। অথচ তাঁরা কেউ কিছু আঁচ করতে পারবেন না বা জানতে পারবেন না, এটা তো হয় না। ... বঙ্গবন্ধু যদি স্বাধীনতার ঘোষণা দেবেনই, তবে তিনি ৩২ নম্বর সড়কের বাসায় থাকবেনই বা কেন।’
‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইটিতে এ কে খন্দকার আরো লেখেন, ‘তাজউদ্দীন আহমদ বঙ্গবন্ধুকে দিয়ে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করিয়ে রেকর্ড রাখার চেষ্টা করলে তা না করার কারণ হিসেবে তাজউদ্দীনকে শেখ মুজিব বলেন, এটা আমার বিরুদ্ধে একটা দলিল হয়ে থাকবে। এর জন্য পাকিস্তানিরা আমাকে দেশদ্রোহের বিচার করতে পারবে। এ কথায় তাজউদ্দীন আহমদ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সম্ভবত রাত ৯টার পরপরই ধানমণ্ডির ৩২ নম্বর ছেড়ে চলে যান। পরবর্তীকালে মঈদুল হাসান এ ব্যাপারে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল মোমিনকে জিজ্ঞেস করেছিলেন। তিনিও ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুর বাড়িতে উপস্থিত ছিলেন। আবদুল মোমিন বলেন, তিনি যখন বঙ্গবন্ধুর বাড়িতে ঢুকছিলেন, তখন দেখেন, তাজউদ্দীন আহমদ খুব রাগান্বিত চেহারায় ফাইলপত্র বগলে নিয়ে চলে যাচ্ছেন। আবদুল মোমিন তাজউদ্দীনের হাত ধরে জিজ্ঞেস করলেন, তুমি রেগে চলে যাও কেন? তখন তাজউদ্দীন আহমদ তাঁর কাছে আগের ঘটনাটি বর্ণনা করে বলেন, বঙ্গবন্ধু একটু ঝুঁকিও নিতে রাজি নন। অথচ আমাদের ওপর একটা আঘাত বা আক্রমণ আসছে।’
তাজউদ্দীন আহমদের লেখা খসড়াটি পড়ে যখন বঙ্গবন্ধুর নামে প্রচার হতে থাকে, তখন অবাক হয়ে যান এ কে খন্দকার। তিনি এ প্রসঙ্গে লিখেছেন, ‘অবাক করার বিষয় হলো, পরবর্তী সময়ে স্বাধীনতা ঘোষণার সেই খসড়াটি, যা তাজউদ্দীন আহমদ তৈরি করেছিলেন, তার প্রায় হুবহু একটি নকল বঙ্গবন্ধুর ২৬ মার্চের ঘোষণা হিসেবে প্রচার হতে দেখি।’
আওয়ামী লীগের যুদ্ধ প্রস্তুতি ছিল না : ২৫ মার্চ অপারেশন সার্চ লাইট শুরুর আগে পাকিস্তানিরা প্রস্তুতি নিলেও আওয়ামী লীগ তথা তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের কোনো যুদ্ধ প্রস্তুতি ছিল না বলে দুটি বইতেই দাবি করেছেন এ কে খন্দকার। তাঁর মনে হয়েছিল, আওয়ামী লীগ একটি রাজনৈতিক সমাধান চেয়েছিল। এ প্রসঙ্গে শেখ মুজিবুর রহমান ভুল করেছিলেন ও তাজউদ্দীন আহমদেরও যুদ্ধ সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না বলে দাবি এ কে খন্দকারের।
পাকিস্তানিদের প্রস্তুতি সম্পর্কে আওয়ামী লীগ নেতাদের জানানো হয়েছিল উল্লেখ করে ‘মুক্তিযুদ্ধের পূর্বাপর কথোপকথন’ বইয়ে তিনি লেখেন, ‘পাকিস্তান সামরিক বাহিনী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যুদ্ধ শুরু হওয়ার পথে। কিন্তু আমাদের করণীয় কী- এ প্রসঙ্গে আমাদের কিছুই জানানো হয়নি। কোনো নির্দেশ আমরা পাইনি। এ থেকে আমাদের, অর্থাৎ কর্মরত বাঙালি সামরিক কর্মকর্তাদের মনে হয়েছিল, আসলে আওয়ামী লীগের দিক থেকে কোনো প্রকার যুদ্ধ প্রস্তুতি নেই। এমনকি এ-সংক্রান্ত কোনো চিন্তাভাবনাও তাদের ছিল বলে মনে হয়নি।’
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে সুনির্দিষ্ট দিকনির্দেশনা ছিল না বলে উল্লেখ করে ‘১৯৭১ : ভেতরে-বাইরে’ বইয়ে লেখা হয়েছে, ‘ভাষণে চূড়ান্ত কোন দিকনির্দেশনা পাওয়া গেল না। ভাষণটির পর মানুষজন ভাবতে শুরু করল- এরপর কী হবে? আওয়ামী লীগের পূর্ব প্রস্তুতি না থাকায় যুদ্ধ শুরু করার কথা বলাও একেবারে বোকামি হতো। সম্ভবত এ কারণেই বঙ্গবন্ধু সাতই মার্চ সরাসরি স্বাধীনতা ঘোষণা থেকে বিরত থাকেন। তা ছাড়া ইয়াহিয়া খান নিজেও ওই ধরনের ঘোষণা না দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে অনুরোধ করেছিলেন। বঙ্গবন্ধু হয়তো ঢাকায় ইয়াহিয়ার উপস্থিতিতে একটি রাজনৈতিক সমাধানের সম্ভাবনা দেখতে পাচ্ছিলেন। বঙ্গবন্ধুর ওই ভাষণে যে মুক্তিযুদ্ধ আরম্ভ হয়েছিল, তা আমি মনে করি না। এই ভাষণের শেষ শব্দ ছিল ‘জয় পাকিস্তান’। তিনি যুদ্ধের ডাক দিয়ে বললেন, ‘জয় পাকিস্তান।’ অবশ্য বইটির দ্বিতীয় সংস্করণে তিনি ‘জয় পাকিস্তান’ শব্দের আগে ‘জয় বাংলা’ শব্দটি জুড়ে দিয়ে একটি সংশোধনী দিয়েছেন।
২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেপ্তার হওয়ার ঘটনাটিকে এ কে খন্দকারের কাছে রহস্যজনক বলে মনে হয়েছে। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘...যাহোক, বঙ্গবন্ধুর গ্রেপ্তারের বিষয়টি আপাতত একটি রহস্য হয়ে আছে। আমার বিশ্বাস, এ রহস্যকে বহু গবেষক ও ঐতিহাসিক বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা-বিশ্লেষণ করবেন। যদি কেউ একটি দৃষ্টিভঙ্গি দিয়ে ২৫ মার্চ রাতে শেখ মুজিবের গ্রেপ্তার হওয়াকে বিশ্লেষণ করেন, তবে সেটা সম্পূর্ণ হবে না। বিষয়টিকে দেখতে হবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি, আঙ্গিক ও অবস্থান থেকে। এ নিয়ে গভীর গবেষণা হওয়া উচিত।’
২ মার্চ ‘এমভি সোয়াত’ নামের একটি পাকিস্তানি জাহাজে প্রায় সাত হাজার টন অস্ত্র ও গোলাবারুদ নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করার খবর উল্লেখ করে ‘১৯৭১ : ভেতরে-বাইরে’ বইতে এ কে খন্দকার লিখেছেন, ‘এ সংবাদ আওয়ামী লীগ নেতাদের অনেকেই জানতেন। তাঁদের দৃষ্টিভঙ্গি সম্ভবত পাকিস্তানের সামরিক প্রস্তুতি এবং পূর্ব পাকিস্তানে (পাকিস্তানিদের) শক্তি বৃদ্ধির দিকে ছিল না। তাঁদের একটি ধারণা ছিল, তাঁরা সমস্যাটি রাজনৈতিকভাবে সমাধান করে ফেলবেন। আমি মনে করি, জাতির এ ধরনের ক্রান্তিকালে রাজনৈতিক পরিকল্পনা ছাড়াও একাধিক বিকল্প পরিকল্পনা থাকা উচিত ছিল, যাতে একটি ব্যর্থ হলে অন্যটি প্রয়োগ করা যায়। আমি এমন কোন তথ্য পাইনি, যাতে মনে করতে পারি যে, রাজনৈতিক পন্থা ব্যর্থ হলে আওয়ামী লীগের নেতারা বিকল্প পন্থা হিসেবে অন্য কোন উপায় ভেবে রেখেছিলেন।’
এ কে খন্দকার আরো লিখেছেন, ‘সেনা কর্মকর্তারা চেয়েছিলেন, বঙ্গবন্ধু চট্টগ্রামে এসে স্বাধীনতার ঘোষণা দেবেন এবং যুদ্ধে নেতৃত্ব দেবেন। এ সময় চট্টগ্রামসহ সারা পূর্ব পাকিস্তানেই বাঙ্গালি সেনাদের সংখ্যা অনেক বেশি ছিল, ফলে যুদ্ধে বিজয় নিশ্চিত ছিল। কিন্তু আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ব্রিগেডিয়ার মজুমদার ২৫ মার্চ রাতেও শেষ চেষ্টা করেছিলেন। তিনি চেয়েছিলেন শেখ মুজিবকে জয়দেবপুর নিয়ে গিয়ে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধ শুরু করতে। তাঁর এ উদ্যোগও সফল হয়নি।’
‘মুক্তিযুদ্ধের পূর্বাপর কথোপকথন’ বইটিতে যুদ্ধ সম্পর্কে রাজনৈতিক নেতৃত্বের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘... ১৯৭১ সালের ১ মার্চ থেকে শুরু করে ২৫ মার্চ পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনীর সব প্রস্তুতি সত্ত্বেও বিন্দুমাত্র পদক্ষেপ নিলেন না যে রাজনৈতিক নেতৃত্ব, সেই নেতৃত্ব যুদ্ধ পরিচালনা করবেন কিভাবে? যুদ্ধ সম্পর্কে তাঁদের বিন্দুমাত্র ধারণা ছিল না, এমনকি তাজউদ্দীন আহমদেরও।’
ওসমানী যুদ্ধের জন্য কিছুই করেননি : এ কে খন্দকার মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। ‘মুক্তিযুদ্ধের পূর্বাপর কথোপকথন’-এ তিনি বলেন, ‘প্রথম থেকে প্রায় শেষের কাছাকাছি পর্যন্ত আমাদের রাজনৈতিক নেতৃত্ব একজনের নির্ভর করে ছিল। তিনি হচ্ছেন কর্নেল ওসমানী। সত্যি কথা বলতে কি, কর্নেল ওসমানী তখন অর্থাৎ মার্চে এবং পরে মুক্তিযুদ্ধ চলাকালে আমাদের সদর দপ্তরে থেকেও যুদ্ধের জন্য বস্তুত কিছুই করেননি।’
‘১৯৭১ : ভেতরে-বাইরে’ বইতে যুদ্ধকালীন মুক্তিযুদ্ধের ওসমানীর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এ কে খন্দকার। তাঁর মতে, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণেই যুদ্ধ পরিচালনার মতো দক্ষতা না থাকা সত্ত্বেও ওসমানীকে এত বড় দায়িত্ব দেওয়া হয়।’
আতাউল গণি ওসমানী যুদ্ধ বুঝতেন না বলেও স্পষ্টভাবে উঠে এসেছে এ কে খন্দকারের বইয়ে। তিনি বলেছেন, ‘কর্নেল ওসমানী মাঠপর্যায়ের নেতৃত্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েন। যুদ্ধ চলাকালে তিনি মূলত প্রশাসন বিষয়ে বেশি নজরদারি করতেন। যেমন- অমুককে ওই স্থান থেকে বদলি করা, এক সেক্টর থেকে অন্য সেক্টরে কাউকে নিযুক্ত করা, কারও পদোন্নতি বা পদভ্রংশ করা, বিভিন্ন নীতিমালা তৈরি করা ইত্যাদি। তিনি যুদ্ধের কলাকৌশল নিয়ে বিশেষ কোন নির্দেশ দিতেন না।’
অবসরপ্রাপ্ত লে. কর্নেল মো. আবদুর রবকে চিফ অব আর্মি স্টাফ ও এ কে খন্দকারকে ডেপুটি চিফ অব আর্মি স্টাফ নিয়োগ দেওয়ায় ক্ষোভ ছিল এ কে খন্দকারের। তিনি বলেন, ‘চিফ অব স্টাফের গুরুত্বপূর্ণ পদ দিয়েও রবকে সার্বক্ষণিক আগরতলায় রাখা হয়েছিল। আর চিফ অব স্টাফের সব দায়িত্ব শেষ দিন পর্যন্ত আমাকেই পালন করতে হয়।’
এ কে খন্দকার আরো বলেন, তাজউদ্দীন সাহেব নিজেই একদিন আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন, ‘খন্দকার সাহেব, আমি আপনাকে চিফ অব আর্মি স্টাফ করতে চেয়েছিলাম। কিন্তু আমি তা করতে পারিনি, কারণ আমাকে বলা হয় যে এ বিষয়ে সেনা সদস্যদের কয়েকজন বিরোধিতা করতে পারে।’
মন্তব্য

সম্পর্কিত খবর

স্থায়ীভাবে বহিষ্কারে কারণ দর্শানোর নোটিশ

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্রনেতার দুই কোটি টাকা চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্রনেতার দুই কোটি টাকা চাঁদা দাবি

চাঁদাবাজির অভিযোগ ওঠার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব নিজাম উদ্দিনের পদ সাময়িকভাবে স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না, ব্যাখ্যা চেয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে নিজাম উদ্দিনকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

অভিযোগ উঠেছে, চট্টগ্রামে চাঁদা না পেয়ে মব তৈরি করে মেঘনা পেট্রোলিয়ামের কর্মচারী ও জামায়াত নেতা নওশেদ জামালকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন নিজাম উদ্দিন।

গতকাল শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম স্বাক্ষরিত এক শোকজ নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসান ইনামের নির্দেশনায় ওই শোকজ নোটিশ দেওয়া হলো।

নোটিশে উল্লেখ করা হয়, আপনার বিরুদ্ধে অভিযোগসংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা-পরিপন্থী কিছু কার্যকলাপে জড়িত হয়েছেন। একজন দায়িত্বশীল পদধারী সদস্যসচিব হিসেবে এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের ভাবমূর্তি ও অভ্যন্তরীণ শৃঙ্খলা পরিপন্থী এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নিজাম উদ্দিনের সংগঠনের সদস্যসচিব পদ সাময়িকভাবে স্থগিত করার কথা উল্লেখ করা হয়।

নোটিশে একই সঙ্গে নিজাম উদ্দিনকে সংগঠন থেকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে নাসে বিষয়ে একটি লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া না গেলে সংগঠন নিজাম উদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে সম্পূর্ণ স্বাধীন থাকবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এর আগে নিজামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে চট্টগ্রাম পুলিশের কাছে আবেদন করেন এক নারী।

আবেদনে ওই নারী উল্লেখ করেন, দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তাঁর স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের সদস্যসচিব নিজাম উদ্দিন।

গতকাল সকালে ওই আবেদন করেন রিয়াজুল জান্নাত নামের ওই নারী। তিনি নগরীর বাগমনিরাম দক্ষিণ এলাকার বাসিন্দা নওশেদ জামালের স্ত্রী। গত বৃহস্পতিবার নওশেদ জামালকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ।

আবেদনে রিয়াজুল জান্নাত উল্লেখ করেনকিছুদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে নিজাম উদ্দিন নামের এক ব্যক্তি তাঁর স্বামীর কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

চাঁদা না পেয়ে তাঁর স্বামীকে ফাঁসানো হয়।

আবেদনের বিষয়টি জানাজানি হওয়ার পর বৈষম্যবিরোধী এই নেতাকে নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এদিকে সংগঠনের কারণ দর্শানোর নোটিশটি পেয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের বৈষম্যবিরোধী নেতা নিজাম উদ্দিন। তিনি বলেন, যথাসময়ে আমার জবাব কেন্দ্রে পাঠিয়ে দেব।

মন্তব্য
দেশে ফেরত তিনজন কারাগারে

জঙ্গিসংশ্লিষ্টতা তদন্তে মালয়েশিয়াকে সহায়তা করবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জঙ্গিসংশ্লিষ্টতা তদন্তে মালয়েশিয়াকে সহায়তা করবে বাংলাদেশ

উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে সম্প্রতি মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। এ নিয়ে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সপ্তাহে মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি জানার পর কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় ও তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানাতে কর্তৃপক্ষকে অনুরোধ করেছে।

এতে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মালয়েশিয়ার আদালতে পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদের তদন্ত প্রক্রিয়াধীন। অভিযুক্তদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। এ নিয়ে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের যেখানে প্রয়োজন, সেখানে প্রয়োজনীয় সমর্থন দেবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনরাবৃত্তি করছে এবং এ বিষয়ে মালয়েশিয়া কর্তৃপক্ষকে সম্পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত।

মালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতায় গ্রেপ্তার তিনজন কারাগারে : মালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক হওয়ার পর দেশে ফেরা তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমানের আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল শনিবার ডিএমপির প্রসিকিউশন বিভাগের (নন জিআর) উপপরিদর্শক মোস্তফা হোসেন কালের কণ্ঠকে এই তথ্য জানিয়েছেন।

আসামিরা হলেন জাহিদ, নজরুল ও রেদোয়ান।

আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় তাঁদের আদালতে হাজির করা হয়। এরপর বিমানবন্দর থানা পুলিশ তাঁদের কারাগারে আটক আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে দেশটির পুলিশপ্রধান খালিদ ইসমাইল জানান, জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে মালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশিদের মধ্যে তিনজনকে দেশে পাঠানো হয়। তাঁরা সিরিয়া ও বাংলাদেশে ইসলামিক স্টেটস বা আইএসের সঙ্গে সংশ্লিষ্ট গ্রুপগুলোকে অর্থ পাঠাতেন।

আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে এবং বাকি ১৬ জন এখনো পুলিশি হেফাজতে বলেও জানান দেশটির আইজিপি। তাঁর সন্দেহ, পুরো নেটওয়ার্কে ১০০ থেকে ১৫০ জনের সংশ্লিষ্টতা রয়েছে।

দেশটির আইজিপি বলেন, ‌‌‘তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাপের মাধ্যমে জঙ্গি মতবাদও প্রচার করতেন এবং আরো বাংলাদেশি শ্রমিকদের এই চক্রে যুক্ত করার চেষ্টা করতেন।

মালয়েশিয়া পুলিশের গোয়েন্দা তথ্য অনুযায়ী, আটক বাংলাদেশিরা আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ও ই-ওয়ালেটে ব্যবহারের মাধ্যমে অর্থ পাঠাতেন। এই নেটওয়ার্কটি সিরিয়া ও বাংলাদেশে আইএসের সেলগুলোকে নিয়মিতভাবে সহায়তা করত।

এর আগে ২০১৬ সালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আইএস সংশ্লিষ্ট এক বিস্ফোরণের পর দেশটির সরকার জঙ্গি তৎপরতা দমনে কঠোর অবস্থান নেয়। এর পর থেকে শত শত সন্দেহভাজনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

মন্তব্য

ছুটির ঘোষণা

শেয়ার
ছুটির ঘোষণা

আজ ৬ জুলাই রবিবার পবিত্র আশুরা উপলক্ষে কালের কণ্ঠের সব বিভাগ বন্ধ থাকবে। তাই আগামীকাল সোমবার পত্রিকা প্রকাশিত হবে না। তবে কালের কণ্ঠ অনলাইন ও মাল্টিমিডিয়া চালু থাকবে। সম্পাদক

প্রাসঙ্গিক
মন্তব্য
এআইটি প্রত্যাহার দাবি বিটিএমএর

নীলনকশায় ধ্বংস করা হচ্ছে দেশের বস্ত্রশিল্প

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নীলনকশায়  ধ্বংস করা হচ্ছে দেশের বস্ত্রশিল্প

প্রতিবেশী দেশের শিল্প ও কর্মসংস্থান শক্তিশালী করতে দেশের শিল্পকে রুগ্ণ করা হচ্ছে। এমন উদ্বেগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বস্ত্র খাতের সংগঠন বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল। সরকার সম্প্রতি তুলা আমদানিতে নতুন ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) আরোপ করার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

এ সময় বক্তারা এটা ভারতের নীলনকশাএমন অভিযোগ তুলে বলেন, আগাম কর বাস্তবায়ন করা হলে দেশের সুতা ও বস্ত্রকল সঙ্গে সঙ্গে ধ্বংস হবে।

দেউলিয়া হবে দেশের বস্ত্র খাত। আর এটা হবে ভারতের খোলাবাজার। এই নীলনকশা বাস্তবায়ন করতে ভারত ও বিগত সরকারের দোসররা বসে আছে। বক্তারা জানান, এই খাতের বিনিয়োগের ২২ বিলিয়ন ডলারের মধ্যে ১৮ বিলিয়নই ব্যাংকঋণ।

গতকাল শনিবার রাজধানীর গুলশান ক্লাবে এই বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিটিএমএর পরিচালক মো. খোরশেদ আলম, রাজিব হায়দার, শহীদ আলম, আবুদুল্লাহ আল মামুন, মো. সালেহউজ্জামান, বাদশা গ্রুপের বাদশা মিয়া, বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের (বিসিএ) উপদেষ্টা আইয়ুব ভূইয়া, বাংলাদেশ টেরিটাওয়েল অ্যাসোসিয়েশনের সভাপতি হোসেন মেহমুদ, নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি অমল পোদ্দার।

বিটিএমএ সভাপতি বলেন, ২ শতাংশ কর নির্ধারণ প্রকৃতপক্ষে বছর শেষে ৫০ শতাংশ কর দিতে হয়। একদিকে ১৮ শতাংশ ব্যাংকঋণের সুদ, আবার অন্যদিকে ইনকাম ট্যাক্সের নামে ব্যবসার পুঁজি থেকে ৫০ শতাংশ কেটে নিলে কিভাবে বস্ত্র খাতের উদ্যোক্তা কারখানা চালু রাখবে।

এতে দেশের সুতাকলগুলো তার প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে। এতে সরকারের কি লাভ?

তিনি বলেন, এত দিন শুনেছি সরকার বড় বড় প্রকল্পে হাত দেবে না; এখন শুনছি ভোলায় ব্রিজসহ বিভিন্ন খাতে বড় বড় প্রকল্প হাতে নেবে। সার্বিকভাবে ভালো নেই দেশের বস্ত্র খাত। এ সময় একতরফা সিদ্ধান্ত না নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশা করেন তিনি। বলেন, আমাদের বিশ্বাস সরকার বিষয়টা আমলে নেবে এবং এই আগাম কর প্রত্যাহার করবে।

রাজিব হায়দার বলেন, ২ শতাংশ আগাম কর আরোপ করে সরকার বস্ত্রশিল্পকে ধ্বংসের জন্য কফিনের শেষ পেরেক ঠুকে দিয়েছে। এর ফলে দেশীয় গণমাধ্যমের চেয়ে প্রতিবেশী দেশের মিডিয়াগুলোতে ব্যাপক প্রচার হচ্ছে। তারা বেশ খুশি। কারণ তারা জানে, এর বাস্তবায়ন হলে বাংলাদেশের শিল্প মুখ থুবড়ে পড়বে।

মো. সালেহউজ্জামান বলেন, বাংলাদেশের সুতাকলগুলো বন্ধের পাঁয়তারা ছলছে। প্রতিবেশী দেশ এই খাতে ৪০ শতাংশ প্রণোদনা দিলেও বাংলাদেশ ২৫ শতাংশ থেকে ১.২ শতাংশে নামিয়ে এনেছে। তিনি বলেন, এই সংকট থেকে বের হওয়া না গেলে সংকটে পড়বে দেশের অর্থনীতি।

বিটিএমএর আরেক পরিচালক মো. খোরশেদ আলম বলেন, দেশের বস্ত্রকল ধ্বংসের পরিকল্পনা নতুন নয়। এটি শুরু হয়েছে কয়েক বছর আগেই। এ ধরনের নানা ষড়যন্ত্র চলছে বলে জানান তিনি।

বিটিএমএ পরিচালক হোসেন মেহমুদ বলেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কারণে ব্যবসায়ীরা দেশটি থেকে তুলা আমদানি বাড়ানোর বিষয়ে চিন্তা-ভাবনা করছেন। এমন পরিস্থিতিতে ২ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করা হলো। ফলে ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়ানোর পথে যেতে পারবেন না।

মন্তব্য

সর্বশেষ সংবাদ