প্রথম অধ্যায়
ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা
জ্ঞানমূলক প্রশ্ন
১। কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম সিন্ধু বিজয় করেন?
উত্তর : মুসলিম সেনাপতি মুহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম সিন্ধু বিজয় করেন।
২। আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন?
উত্তর : আরবদের সিন্ধু অভিযানের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা ছিলেন দাহির।
৩। দেবল বন্দর কোথায় অবস্থিত?
উত্তর : দেবল বন্দর সিন্ধুতে অবস্থিত।
৪। রাজা দাহিরের স্ত্রীর নাম কী ছিল?
উত্তর : রাজা দাহিরের স্ত্রীর নাম ছিল রানীবাঈ।
৫। গজনী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : গজনী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সবুক্তগিন।
৬। সুলতান মাহমুদ কোন রাজবংশের শাসক ছিলেন?
উত্তর : সুলতান মাহমুদ গজনী রাজবংশের শাসক ছিলেন।
৭। সুলতান মাহমুদ কোথাকার সুলতান ছিলেন?
উত্তর : সুলতান মাহমুদ গজনীর সুলতান ছিলেন।
৮। সোমনাথ মন্দির কোথায় অবস্থিত?
উত্তর : সোমনাথ মন্দির গুজরাটের কাথিওয়ারের সমুদ্র উপকূলে অবস্থিত।
৯।
‘কিতাব আল হিন্দ’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : কিতাব আল হিন্দ গ্রন্থটির রচয়িতা আল-বেরুনী।
১০। ‘শাহনামা’ মহাকাব্যের রচয়িতা কে?
উত্তর : ‘শাহনামা’ মহাকাব্যের রচয়িতা মহাকবি আবুল কাশেম ফেরদৌসি।
১১। ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ঘুরী।
১২। মুহাম্মদ ঘুরীর প্রকৃত নাম কী?
উত্তর : মুহাম্মদ ঘুরীর প্রকৃত নাম মুইজউদ্দিন মুহাম্মদ বিন সাম।
১৩। পৃথ্বীরাজ কোন বংশের রাজা ছিলেন?
উত্তর : পৃথ্বীরাজ চৌহান বংশের রাজপুত রাজা ছিলেন।
১৪। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর : তরাইনের দ্বিতীয় যুদ্ধ ১১৯২ সালে সংঘটিত হয়েছিল।
১৫। রাজা দাহির কে ছিলেন?
উত্তর : রাজা দাহির ছিলেন আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতবর্ষের রাজা।
১৬। ভারতের প্রাচীনতম জাতির নাম কী?
উত্তর : ভারতের প্রাচীনতম জাতির নাম দ্রাবিড় জাতি।
১৭। ইরান কোন মহাদেশে অবস্থিত?
উত্তর : ইরান এশিয়া মহাদেশে অবস্থিত।
১৮। সিন্ধু বিজয়ের সময় ইরাকের শাসনকর্তা কে ছিলেন?
উত্তর : সিন্ধু বিজয়ের সময় ইরাকের শাসনকর্তা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ।
১৯। ভারতে অভিযানকারী তুর্কিদের বাসস্থান কোথায় ছিল?
উত্তর : ভারতে অভিযানকারী তুর্কিদের বাসস্থান ছিল আফগানিস্তানে।
২০। কখন সোমনাথ মন্দির মুসলমানদের নিয়ন্ত্রণে আসে?
উত্তর : ১০২৬ সালে সোমনাথ মন্দির মুসলমানদের নিয়ন্ত্রণে আসে।
২১। কার প্রচেষ্টায় মুসলমানরা প্রথম নৌবাহিনী গঠন করেন?
উত্তর : হযরত মুয়াবিয়া (রা.)-এর প্রচেষ্টায় মুসলমানরা প্রথম নৌবাহিনী গঠন করেন।
২২। রাজা দাহিরের পিতার নাম কী?
উত্তর : রাজা দাহিরের পিতার নাম হলো চাচা।