<p><strong>চতুর্থ অধ্যায়</strong></p> <p><strong>উমাইয়া খিলাফত</strong></p> <p><strong>জ্ঞানমূলক প্রশ্ন</strong></p> <p>১। উমাইয়াদের প্রথম খলিফা কে?</p> <p>  উত্তর : উমাইয়াদের প্রথম খলিফা হচ্ছেন হজরত মুয়াবিয়া (রা.)।</p> <p>২। কাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়?</p> <p>  উত্তর : হজরত মুয়াবিয়া (রা.)-কে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়।</p> <p>৩। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?</p> <p>  উত্তর : হজরত মুয়াবিয়া (রা.) উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা।</p> <p>৪। কুব্বাত-আস-সাখরা কোথায় অবস্থিত?</p> <p>  উত্তর : কুব্বাত-আস-সাখরা জেরুজালেমে অবস্থিত।</p> <p>৫। উমাইয়া খেলাফতের রাজধানী কোথায় ছিল?</p> <p>  উত্তর : উমাইয়া খেলাফতের রাজধানী ছিল দামেস্ক।</p> <p>৬। উমাইয়াদের শেষ খলিফার নাম কী?</p> <p>  উত্তর : উমাইয়াদের শেষ খলিফার নাম দ্বিতীয় মারওয়ান।</p> <p>৭। উমাইয়া খিলাফতের পতন হয় কত খ্রিস্টাব্দে?</p> <p>  উত্তর : উমাইয়া খিলাফতের পতন হয় ৭৫০ খ্রিস্টাব্দে।</p> <p>৮। উমাইয়া সাধু কে?</p> <p>  উত্তর : খলিফা ওমর বিন আব্দুল আজিজকে উমাইয়া সাধু বলা হয়।</p> <p>৯। ডোম অব দ্য রক কী?</p> <p>  উত্তর : মহানবী (সা.) যে প্রস্তর খণ্ডের ওপর পদচিহ্ন রেখে মিরাজ গমন করেন, খলিফা আব্দুল মালিক সেই পাথরকে কেন্দ্র করে গম্বুজবিশিষ্ট ষষ্ঠ কোনাকার স্মৃতিসৌধ নির্মাণ করেন, যা ডোম অব দ্য রক বা কুব্বাতুস সাখরা নামে পরিচিত।</p> <p>১০। সিন্ধু বিজয়ী নেতার নাম কী?</p> <p>  উত্তর : সিন্ধু বিজয়ী নেতার নাম মুহাম্মদ বিন কাসিম।</p> <p>১১। শিয়া মতবাদের জন্ম হয় কখন?</p> <p>  উত্তর : ৬৫৭ খ্রিস্টাব্দের ৬ জুলাই সিফফিনের যুদ্ধ এবং ৬৫৮ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে দুমাতুল জন্দলের সভায় ষড়যন্ত্রের পর মুসলমানদের মধ্যে দুটি সম্প্রদায়ের উদ্ভব হয়। এ দুটি সম্প্রদায়ের একটি শিয়া নামে জন্মলাভ করে।</p> <p>১২। ইমাম হোসেন (রা.) কে ছিলেন?</p> <p>  উত্তর : ইমাম হোসেন (রা.) হজরত আলী (রা.) ও হজরত ফাতিমা (রা.)-এর কনিষ্ঠ পুত্র।</p> <p>১৩। দুমাতুল জন্দালের সালিসে মুয়াবিয়ার (রা.)  প্রতিনিধি কে ছিলেন?</p> <p>  উত্তর : দুমাতুল জন্দালের সালিসে মুয়াবিয়ার (রা.)  প্রতিনিধি ছিলেন আমর ইবনুল আস (রা.)।</p> <p>১৪। উশুর কী?</p> <p>  উত্তর : উশুর হলো বাণিজ্য কর। এটি মুসলিম জিম্মি এবং বিদেশি বণিকদের মালের ওপর ধার্য করা হতো।</p> <p>১৫। উমাইয়া খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ বিজেতা কে ছিলেন?</p> <p>  উত্তর : উমাইয়া খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ বিজেতা ছিলেন খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক। যিনি ইতিহাসে আল ওয়ালিদ নামে বিখ্যাত।</p> <p>১৬। কুব্বাতুস সাখরা কে নির্মাণ করেন?</p> <p>  উত্তর : খলিফা আব্দুল মালিক ৬৯১ খ্রিস্টাব্দে কুব্বাতুস সাখরা বা The Dome of The Rock নির্মাণ করেন।</p> <p>১৭। দ্বিতীয় মারওয়ান কখন মৃত্যুবরণ করেন?</p> <p>  উত্তর : দ্বিতীয় মারওয়ান ৭৫০ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।</p> <p>১৮। আল ওয়ালিদ দামেস্কের পূর্বাঞ্চলের শাসনকর্তা হিসেবে কাকে নিযুক্ত করেন?</p> <p>  উত্তর : আল ওয়ালিদ দামেস্কের পূর্বাঞ্চলের শাসনকর্তা হিসেবে হাজ্জাজ বিন ইউসুফকে নিযুক্ত করেন।</p> <p>১৯। কোন খলিফার সময়ে মুসলমানরা একই সঙ্গে ইউরোপ আফ্রিকা ও এশিয়া মহাদেশে অভিযান পরিচালনা করেন?</p> <p>  উত্তর : খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক এর সময়ে মুসলমানরা একই সঙ্গে ইউরোপ আফ্রিকা ও এশিয়া মহাদেশে অভিযান পরিচালনা করেন।</p> <p>২০। কাকে পঞ্চম খোলাফায়ে রাশেদিন বলা হয়?</p> <p>  উত্তর : ওমর বিন আব্দুল আজিজকে পঞ্চম খোলাফায়ে রাশেদিন বলা হয়।</p> <p>২১। কাকে মুসলিমদের আলেকজান্ডার খ্যাতি দেওয়া হয়?</p> <p>  উত্তর : উকবা বিন নাফিকে মুসলিমদের আলেকজান্ডার খ্যাতি দেওয়া হয়।</p> <p>২২। কনস্টান্টিনোপল কাদের রাজধানী ছিল?</p> <p>  উত্তর : কনস্টান্টিনোপল বাইজান্টাইনদের রাজধানী ছিল।</p> <p>২৩। কনস্টান্টিনোপলের বর্তমান নাম কী?</p> <p>  উত্তর : কনস্টান্টিনোপলের বর্তমান নাম ইস্তাম্বুল।</p> <p>২৪। সেনাপতি নাইসিফোরাস কোন সম্রাজ্ঞীকে ক্ষমতাচ্যুত করে সিংহাসন দখল করেন?</p> <p>  উত্তর : সম্রাজ্ঞী আইরিনকে ক্ষমতাচ্যুত করে সেনাপতি নাইসিফোরাস সিংহাসন দখল করেন।</p> <p>২৪। কোন যুদ্ধে উমাইয়াদের পতন ঘটে?</p> <p>  উত্তর : জাবের যুদ্ধে উমাইয়াদের পতন ঘটে।</p> <p>২৫। কারা উমাইয়াদের পতন ঘটায়?</p> <p>  উত্তর : আব্বাসীয়রা উমাইয়াদের পতন ঘটায়।</p> <p>২৬। কে আরবি ভাষায় হরকত সংযোজন করেন?</p> <p>  উত্তর : হাজ্জাজ বিন ইউসুফ আরবি ভাষায় হরকত সংযোজন করেন।</p> <p>২৭। কোন শাসক রেজিস্ট্রি বিভাগ চালু করেন?</p> <p>  উত্তর : হজরত মুয়াবিয়া (রা.) রেজিস্ট্রি বিভাগ চালু করেন।</p> <p>২৮। মুসলিম শাসকদের মধ্যে কে প্রথম ডাক বিভাগের প্রতিষ্ঠা করেন?</p> <p>  উত্তর : হজরত মুয়াবিয়া (রা.) ডাক বিভাগ প্রতিষ্ঠা করেন।</p> <p>২৯। মুসলিম নৌ বাহিনীর প্রথম প্রতিষ্ঠাতা কে?</p> <p>  উত্তর : হজরত মুয়াবিয়া (রা.) মুসলিম নৌ বাহিনীর প্রথম প্রতিষ্ঠাতা।</p> <p>৩০। ইয়াজিদ কে?</p> <p>  উত্তর : ইয়াজিদ হচ্ছে হজরত মুয়াবিয়া (রা.)-এর পুত্র এবং উমাইয়া খিলাফতের দ্বিতীয় খলিফা।</p> <p>৩১। ইয়াজিদ কত খ্রিস্টাব্দে খলিফা নিযুক্ত হন?</p> <p>  উত্তর : ইয়াজিদ ৬৮০ খ্রিস্টাব্দে খলিফা নিযুক্ত হন।</p> <p>৩২। কারবালার যুদ্ধ কখন সংঘটিত হয়?</p> <p>  উত্তর : ৬১ হিজরীর ১০ মহররম কারবালার যুদ্ধ সংঘটিত হয়।</p> <p>৩৩। কারবালার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?</p> <p>  উত্তর : ইয়াজিদ ও ইমাম হুসাইনের মধ্যে কারবালার যুদ্ধ সংঘটিত হয়।</p> <p>৩৪। খলিফা আব্দুল মালিকের পিতার নাম কী?</p> <p>  উত্তর : খলিফা আব্দুল মালিকের পিতার নাম মারওয়ান।</p> <p>৩৫। খলিফা আব্দুল মালিক কত বছর শাসনকার্য পরিচালনা করেন?</p> <p>  উত্তর : খলিফা আব্দুল মালিক ২১ বছর শাসনকার্য পরিচালনা করেন।</p> <p>৩৬। হজরত মুয়াবিয়ার (রা.) পিতা কে ছিলেন?</p> <p>  উত্তর : হজরত মুয়াবিয়ার (রা.) পিতা ছিলেন আবু সুফিয়ান।</p> <p>৩৭। প্রথম মারওয়ান কখন সিংহাসনে আরোহণ করেন?</p> <p>  উত্তর : প্রথম মারওয়ান ৬৮৪ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন।</p> <p>৩৮। মুহাম্মদ বিন কাসিম কত সালে সিন্ধু বিজয় করেন?</p> <p>  উত্তর : ৭১২ খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন।</p> <p>৩৯। ওমর বিন আব্দুল আজিজ কত সালে সিংহাসনে আরোহণ করেন?</p> <p>  উত্তর : ওমর বিন আব্দুল আজিজ ৭১৭ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন।</p> <p>৪০। কত খ্রিস্টাব্দে হিশাম সিংহাসনে আরোহণ করেন?</p> <p>  উত্তর : ৭২৪ খ্রিস্টাব্দে হিশাম সিংহাসনে আরোহণ করেন।</p> <p>৪১। হিশামের শাসনামলে কোথায় বিদ্রোহ দেখা দেয়?</p> <p>  উত্তর : হিশামের শাসনামলে আর্মেনিয়া ও আজারবাইজানে বিদ্রোহ দেখা দেয়।</p> <p>৪২। হিশামের মৃত্যুর পর কে উমাইয়ার শাসক হন?</p> <p>  উত্তর : হিশামের মৃত্যুর পর দ্বিতীয় ওয়ালিদ উমাইয়ার শাসক হন।</p> <p>৪৩। কাকে দ্বিতীয় উমর বলা হয়?</p> <p>  উত্তর : ওমর বিন আব্দুল আজিজকে দ্বিতীয় উমর বলা হয়।</p>