অঙ্কন : শেখ মানিক
অষ্টম অধ্যায়
মিশ্রণ
জ্ঞানমূলক প্রশ্ন
১। মিশ্রণ কী?
উত্তর : বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাই মিশ্রণ।
২। সমসত্ত্ব মিশ্রণ কাকে বলে?
উত্তর : যেসব মিশ্রণের উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং একটিকে অন্যটি থেকে সহজে আলাদা করা যায় না তাদের সমসত্ত্ব মিশ্রণ বলে।
বিজ্ঞাপন
৩। অসমসত্ত্ব মিশ্রণ কী?
উত্তর : যেসব মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে না এবং একটি উপাদান থেকে আরেকটি সহজে আলাদা করা যায় তাকে অসমসত্ত্ব মিশ্রণ বলে।
৪। ফলের রস কোন প্রকারের মিশ্রণ?
উত্তর : ফলের রস সমসত্ত্ব মিশ্রণ।
৫। দ্রাবক কাকে বলে?
উত্তর : দ্রবণে সাধারণত যে উপাদান বেশি পরিমাণে থাকে তাকে দ্রাবক বলে।
৬। দ্রব কী?
উত্তর : দ্রবণ তৈরি করার সময় যে পদার্থটি দ্রাবকে দ্রবীভূত হয় তাকে দ্রব বলে।
৭। সম্পৃক্ত দ্রবণ কাকে বলে?
উত্তর : নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাপের দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত করতে পারে, সেই পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে প্রাপ্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে।
৮। অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে?
উত্তর : কোনো দ্রবণে একটি দ্রবের দ্রবণীয়তা অপেক্ষা কম দ্রব দ্রবীভূত থাকলে যে দ্রবণ উৎপন্ন হয়, তাকে অসম্পৃক্ত দ্রবণ বলে।
৯। দ্রবণীয়তা বলতে কী বুঝায়?
উত্তর : কোনো নির্দিষ্ট তাপমাত্রায় ১০০ গ্রাম দ্রাবক নিয়ে কোনো দ্রবের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যতটুকু দ্রবের প্রয়োজন হয় তাকে ঐ দ্রাবকে দ্রবের দ্রবণীয়তা বলে।
১০। নাইট্রোজেন ও অক্সিজেনের মিশ্রণ কী ধরনের দ্রবণ?
উত্তর : নাইট্রোজেন ও অক্সিজেনের মিশ্রণ গ্যাসীয় দ্রবণ।
১১। পাতলা দ্রবণ কাকে বলে?
উত্তর : যে দ্রবণে অপেক্ষাকৃত দ্রবের পরিমাণ কম বা দ্রাবকের পরিমাণ বেশি থাকে তাকে পাতলা দ্রবণ বলে।
১২। জলীয় দ্রবণ কী?
উত্তর : যেসব দ্রবণে দ্রাবক হিসেবে পানি থাকে সেসব দ্রবণকে জলীয় দ্রবণ বলে।
১৩। পানিতে দ্রবীভূত অক্সিজেন কোন ধরনের দ্রবণ?
উত্তর : পানিতে দ্রবীভূত অক্সিজেন তরল-গ্যাস দ্রবণ।
১৪। ঘন দ্রবণ কাকে বলে?
উত্তর : যে দ্রবণে দ্রবের পরিমাণ বেশি কিংবা দ্রাবকের পরিমাণ কম থাকে, সে দ্রবণকে ঘন দ্রবণ বলে।
১৫। তরল-তরল দ্রবণ কাকে বলে?
উত্তর : যে দ্রবণের দ্রব ও দ্রাবক উভয়ই তরল, সে দ্রবণকে তরল-তরল দ্রবণ বলে।
১৬। দ্রবণ ও মিশ্রণের মূল পার্থক্য কী?
উত্তর : দ্রবণ ও মিশ্রণের মূল পার্থক্য হলো—মিশ্রণ সমসত্ত্ব ও অসমসত্ত্ব উভয়ই হতে পারে, কিন্তু দ্রবণ শুধু সমসত্ত্ব ধরনের হয়।
১৭। তরল-গ্যাস দ্রবণ কী?
উত্তর : যেসব দ্রবণে তরল দ্রাবকে গ্যাসীয় পদার্থ দ্রব হিসেবে দ্রবীভূত থাকে তাকে তরল-গ্যাস দ্রবণ বলে।
১৮। অ্যাসিটিক এসিড ও পানির মিশ্রণ কোন ধরনের দ্রবণ?
উত্তর : অ্যাসিটিক এসিড ও পানির মিশ্রণ তরল-তরল দ্রবণ।
১৯। কলয়েড কী?
উত্তর : যে ধরনের মিশ্রণে অতিক্ষুদ্র বস্তুকণা অপর বস্তুকণার মাঝে ভাসমান অবস্থায় থাকে এবং একে রেখে দিলে কখনোই কোনো তলানি পড়ে না তাকে কলয়েড বলে।
২০। দুধ কী জাতীয় পদার্থ?
উত্তর : দুধ কলয়েড জাতীয় পদার্থ।
২১। সাসপেনশন কী?
উত্তর : সাসপেনশন হলো এমন একটি মিশ্রণ, যা রেখে দিলে উপাদানগুলো আংশিকভাবে আলাদা হয়ে যায়।
২২। পরিস্রাবণ কী?
উত্তর : ভাসমান কঠিন অদ্রবণীয় পদার্থকে তরল পদার্থ থেকে ছেঁকে পৃথক করার পদ্ধতিই হলো পরিস্রাবণ।
২৩। লবণাক্ত পানি থেকে বিশুদ্ধ পানি প্রস্তুত করার পদ্ধতি কোনটি?
উত্তর : লবণাক্ত পানি থেকে বিশুদ্ধ পানি প্রস্তুত করার নাম পাতন পদ্ধতি।