kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

হিসাববিজ্ঞান চর্চা

মুনাফাজাতীয় আয় ও ব্যয়

মো. আব্দুল হান্নান, সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

৫ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমুনাফাজাতীয় আয় ও ব্যয়

[নবম-দশম শ্রেণির হিসাববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ে মুনাফাজাতীয় লেনদেনের কথা আলোচনা আছে]

[পূর্ব প্রকাশের পর]

স বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় : যেসব ব্যয় মুনাফাজাতীয় হওয়া সত্ত্বেও নির্দিষ্ট হিসাব বছরে সীমাবদ্ধ না থেকে একাধিক বছরে সুবিধা পাওয়া যায় সেসব ব্যয়কে বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় বলে। যেমন : ১। ব্যবসায় স্থানান্তর ব্যয় (যেমন—মিরপুর থেকে নিউ মার্কেটে ব্যবসায় স্থানান্তর ব্যয়) ২। বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয় (যেমন—বিলম্বিত বিজ্ঞাপন) ৩। নতুন পণ্যের গবেষণা ও পরীক্ষা ব্যয়।

স মুনাফাজাতীয় আয় : যেসব আয় কোনো নির্দিষ্ট হিসাব বছরের জন্য নিয়মিত অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়ে যায়, তা-ই মুনাফাজাতীয় আয়। যেমন—

(ক) প্রত্যক্ষ আয় :   

১। পণ্য বিক্রয় ২। সেবা থেকে আয়

(খ) অন্যান্য আয় :

৩। বাট্টাপ্রাপ্তি ৪। কমিশনপ্রাপ্তি ৫। বিনিয়োগের সুদ/বিনিয়োগ থেকে প্রাপ্তি

৬। শিক্ষানবিশ সেলামি

৭। ব্যাংক জমার সুদ

৮। লভ্যাংশপ্রাপ্তি

৯। বাড়িভাড়াপ্রাপ্তি

১০। প্রদত্ত ঋণের সুদ

১১। স্থায়ী সম্পদ বিক্রয় থেকে মুনাফা।

স মুনাফাজাতীয় ব্যয় : যেসব ব্যয় ব্যবসায়ের দৈনন্দিন কার্য-সম্পাদনের জন্য কোনো নির্দিষ্ট হিসাব বছরে নিয়মিত অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর সংঘটিত হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়ে যায়, তা-ই মুনাফাজাতীয় ব্যয়।

যেমন—(ক) প্রত্যক্ষ ব্যয় :  

১। পণ্য ক্রয়

২। পণ্য পরিবহন ব্যয়/ক্রয় পরিবহন

৩। শুল্ক/আমদানি শুল্ক

৪। জাহাজ ভাড়া ৫। ডক চার্য (খ) পরোক্ষ ব্যয় :   

৬। কমিশন প্রদান/বিক্রয় কমিশন ৭। শিক্ষানবিশ ভাতা/

প্রশিক্ষণ ভাতা ৮। বেতন/ বেতন ও মজুরি/বেতন ও ভাতা ৯। ভাড়া/অফিস ও গোডাউন ভাড়া/ইজারা ভাড়া        ১০। বিজ্ঞাপন/বিটিভিকে প্রদান/বিপণন খরচ      ১১। বীমা সেলামি/বীমা খরচ।

মন্তব্যসাতদিনের সেরা