যার চিহ্নমাত্র নেই — নিশ্চিহ্ন
১৮। যার সীমা নেই — অসীম
১৯। যার সীমা আছে — সসীম
২০। যিনি মুক্তির জন্য যুদ্ধ করেন — মুক্তিযোদ্ধা
২১। বীরদের মধ্যে যিনি শ্রেষ্ঠ — বীরশ্রেষ্ঠ
২২। যার তুলনা হয় না — অতুলনীয়
২৩। অত্যধিক সাহসী — দুঃসাহসী
২৪। অত্যন্ত খারাপ মেজাজ — তিরিক্ষি
২৫। বিনীত নয় এমন — দুর্বিনীত।
২৬। প্রতি মুহূর্তে অপেক্ষা করা — উদগ্রীব
২৭। যার শত্রু জন্মায়নি — অজাতশত্রু
২৮। লোকজনের বসতি রয়েছে এমন জায়গা — লোকালয়
২৯। শক্তি আছে যার — শক্তিধর
৩০। বিদেশে থাকে যে - প্রবাসী
৩১। প্রবল প্রতাপের সঙ্গে — দাপটে
৩২। রেখা দিয়ে আঁকা ছবি — নকশা।
৩৩। রক্ত দিয়ে লাল করা হয়েছে যা — রক্তরঞ্জিত
৩৪। শুয়ে আছে এমন — শায়িত
৩৫। জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান — প্রান্তর
৩৬। এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক — কড়ি
৩৭। যা জলে চরে — জলচর
৩৮। নদী ও সমুদ্রের ঢেউ — ঊর্মি
৩৯। বিন্দুর মতো ছোট — বিন্দুসদৃশ
৪০। কোনোভাবেই পূরণ করা যায় না এমন — অপূরণীয়
৪১। বিচার-বিবেচনা ছাড়া যা — নির্বিচার
৪২। সোনালি রঙের বুনো লতা — স্বর্ণলতা
৪৩। রুপার মতো রং — রুপালি।
৪৪। মাটির তৈরি শিল্পকর্ম — মৃিশল্প
৪৫। টিপে টিপে যে পুতুল তৈরি করা হয় — টেপাপুতুল
৪৬। যারা মাটির জিনিসপত্র তৈরি করেন — কুমার
৪৭। পোড়ামাটির তৈরি মানুষের ব্যবহারের নানা রকম জিনিস — টেরাকোটা
৪৮। শখ করে পছন্দের জিনিস যে হাঁড়িতে রাখা হয় — শখের হাঁড়ি
৪৯। পাখির ডাকাডাকির আওয়াজ — কিচির-মিচির
৫০। খেতে ভালো লাগে এমন — স্বাদ।
৫১। খেতে মজা নয় এমন — বিস্বাদ।
৫২। যাঁরা ইতিহাস লেখেন — ঐতিহাসিক
৫৩। কোনো কিছু খেয়াল করে দেখা — পর্যবেক্ষণ
৫৪। যে কাহিনি কল্পনা করে লেখা হয় — কল্পকাহিনি
৫৫। যা সম্ভব নয় — অসম্ভব
৫৬। যে উপকারীর উপকার স্বীকার করে — কৃতজ্ঞ
৫৭। যে উপকারীর অপকার করে — কৃতঘ্ন
৫৮। যে বেশি কথা বলে — বাচাল
৫৯। যে হিংসা করে - হিংসুক
৬০। অন্যের অধীন — পরাধীন
৬১। যিনি সংগ্রাম করেন — সংগ্রামী
৬২। অস্ত্র দ্বারা সজ্জিত — সশস্ত্র
৬৩। যেখানে যুদ্ধ হয় — রণক্ষেত্র
৬৪। যা নিশ্চিত হবেই — অবধারিত
৬৫। মমতা আছে যে নারীর — মায়াবতী
৬৬। সম্পূর্ণরূপে অন্যের বশ্যতা স্বীকার করা — আত্মসমর্পণ।
৬৭। একের সঙ্গে অন্যের — পরস্পর
৬৮। একসঙ্গে কথা বলা — সমস্বরে
৬৯। যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি — টনটন
৭০। কাঠের তৈরি খাট — খাটিয়া
৭১। মাথার পেছনে গোছা করে বাঁধা চুল — খোঁপা
৭২। সৈনিক বা যোদ্ধাদের অস্থায়ী ঘাঁটি — ক্যাম্প
৭৩। পানি দিয়ে পরিষ্কার করা — প্রক্ষালন
৭৪। মাথা নত করে অভিবাদন করা — কুর্নিশ
৭৫। বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসা — প্রতিধ্বনি