ঢাকা, শুক্রবার ২২ আগস্ট ২০২৫
৬ ভাদ্র ১৪৩২, ২৭ সফর ১৪৪৭
জানা-অজানা

বঙ্গভঙ্গ

  • [পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে বঙ্গভঙ্গ পাণ্ডের কথা উল্লেখ আছে]
হাবিব তারেক
হাবিব তারেক
শেয়ার
বঙ্গভঙ্গ

ব্রিটিশ শাসনামলে ভারতীয় উপমহাদেশের মানুষের মধ্যে ইংরেজবিরোধী মনোভাব বাড়তে থাকে। ব্রিটিশরা ভারতীয় জাতীয় চেতনায় ভীত হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বাংলাকে (বঙ্গ প্রদেশ) ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯০৫ সালের ১৬ অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে প্রথম বঙ্গভঙ্গ সম্পন্ন হয়।

বঙ্গভঙ্গের ফলে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রশাসনিক কাজের সুবিধার জন্য বাংলাকে বিভক্ত করা হলেও এর পেছনে রাজনৈতিক কারণ ছিল। ব্রিটিশবিরোধী জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করাই এর অন্যতম উদ্দেশ্য ছিল।

বঙ্গভঙ্গের মাধ্যমে বঙ্গের পূর্বাঞ্চলীয় অংশগুলোকে নিয়ে ‘পূর্ববঙ্গ ও আসাম’ নামে নতুন প্রদেশ করা হয়।

ঢাকাকে রাজধানী করে এ প্রদেশে ছয়টি বিভাগ করা হয়। বিভাগ ও এর অধীনের জেলাগুলো হলো—ঢাকা (ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বাকেরগঞ্জ ও সুন্দরবন), চট্টগ্রাম (চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ত্রিপুরা, কুমিল্লা ও নোয়াখালী), রাজশাহী (রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া, পাবনা, মালদহ ও জলপাইগুড়ি), সুরমা উপত্যকা ও পার্বত্য বিভাগ (সিলেট, কাছাড়, লুসাই পার্বত্য জেলা, নাগা পার্বত্য জেলা, খাসিয়া জয়ন্তিয়া পার্বত্য জেলা ও গারো পার্বত্য জেলা), আসাম উপত্যকা (গোয়ালপাড়া, কামরূপ, দাররাং, নওগাঁও, শিবসাগর ও লখিমপুর জেলা), দেশীয় রাজ্য (পার্বত্য ত্রিপুরা ও মনিপুর)।

ওই সময় বঙ্গকে বিভক্তির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। ১৯১১ সালে গণ-আন্দোলনের মুখে বঙ্গভঙ্গ রহিত হয়।

এরপর ১৯৪৭ সালে আবারও বঙ্গভঙ্গ হয়। এর পর থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গ পাকিস্তানের সঙ্গে এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে যুক্ত হয়।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

একাদশ ও দ্বাদশ শ্রেণি : ভূগোল প্রথম পত্র

    মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভূগোল বিভাগ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
শেয়ার
একাদশ ও দ্বাদশ শ্রেণি : ভূগোল প্রথম পত্র
প্রাকৃতিক ভূগোলের জলবায়ুবিদ্যায় বৃষ্টিপাত নিয়ে আলোচনা করা হয়। ছবি : সংগৃহীত

প্রথম অধ্যায় : প্রাকৃতিক ভূগোল

বহু নির্বাচনী প্রশ্ন

১।       প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদীর কার্য নিয়ে বর্ণনা রয়েছে?

  ক. জলবায়ুবিদ্যা   খ. ভূমিরূপবিদ্যা

  গ. বারিমণ্ডল ঘ. জীবমণ্ডল

২।       প্রাকৃতিক ভূগোলের পরিসরের অন্তর্ভুক্ত কোনটি?

  ক. জনসংখ্যা ভূগোল    খ. বসতি ভূগোল

  গ. কৃষি ভূগোল   ঘ. সমুদ্র ভূগোল

৩।       প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় কোনটি?

  ক. মৃত্তিকা বিশ্লেষণ খ. মহাকাশ গবেষণা

  গ. জীবের উৎপত্তি ঘ. বায়ুমণ্ডলীয় তাৎপর্য

৪।

       ভূমিধসের বিষয় আলোচনা করা হয়

  ক. বাস্তুবিদ্যায় খ. ভূমিরূপবিদ্যায়

  গ. সমুদ্রবিদ্যায়    ঘ. জলবায়ুবিদ্যায়

৫।       কোনটি প্রাকৃতিক ভূগোলের মূল আলোচ্য বিষয়?

  ক. পৃথিবীর বর্ণনা  খ. পরিবেশ ও প্রকৃতি

  গ. পৃথিবীর জন্ম   ঘ. খনিজ সম্পদ

৬।       ভূগোল বিষয়টি কিসের আলোকে পৃথিবী ও মানুষের আন্ত সম্পর্ক আলোচনা করে?

  ক. স্থান ও কাল   খ. স্থান ও পানি

  গ. কাল ও বিবর্তন ঘ. সময় ও সুযোগ

৭।       বায়ুমণ্ডল ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত?

  ক. মানব ভূগোলের খ. আঞ্চলিক ভূগোল

  গ. প্রাকৃতিক ভূগোলের  
ঘ. রাজনৈতিক ভূগোলের

৮।

       ভূগোলের কোন শাখা আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে আলোচনা করে?

  ক. প্রাকৃতিক ভূগোল খ. অর্থনৈতিক ভূগোল

  গ. কৃষি ভূগোল   ঘ. জীব ভূগোল

৯।       ভূমিরূপবিদ্যার বিষয়বস্তু কোনটি?

  ক. পানিচক্র  খ. জীবকুল

  গ. জলবায়ু  ঘ. প্লেট সঞ্চালন

১০।      জোয়ার-ভাটা প্রাকৃতিক ভূগোলের কোন অংশের অন্তর্ভুক্ত?

  ক. ভূমিরূপবিদ্যা   খ. জলবায়ুবিদ্যা

  গ. সমুদ্রবিদ্যা ঘ. জীববিদ্যা

১১।      ভূগোলের কোন শাখায় প্রাণ ও পরিবেশের মিথস্ক্রিয়া পর্যালোচনা করা হয়?

  ক. সমুদ্রবিদ্যা খ. জলবায়ুবিদ্যা

  গ. ভূমিরূপবিদ্যা   ঘ. বাস্তুবিদ্যা

১২।

      প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত হলো

  i. প্রাকৃতিক উপাদানগুলোর স্থানিক ও কালিক বিশ্লেষণ

  ii. আঞ্চলিক তারতম্য বিশ্লেষণ

  iii. মানুষ ও প্রকৃতির মিথস্ক্রিয়া

  নিচের কোনটি সঠিক?

  ক. iii  খ. iiii

  গ. iiiii          ঘ. i, iiiii

১৩।      ভূমিরূপবিদ্যার পরিসরভুক্ত হলো

  i. খনিজ ও শিলা 
ii. ভূমিরূপ ও আগ্নেয়গিরি

  iii. মহীসোপান ও মহীঢাল

  নিচের কোনটি সঠিক?

  ক. iii       খ. iiii

  গ. iiiii          ঘ. i, iiiii

  নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  একাদশ শ্রেণির ছাত্রী প্রমি তার ভূগোল বই থেকে জানতে পেরেছে পৃথিবী বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে বর্তমান অবস্থায় পৌঁছেছে, অর্থাৎ পৃথিবীতে জলভাগ, স্থলভাগ ও বায়ুমণ্ডলের উৎপত্তি হয়েছে।

১৪।      উদ্দীপকের বিষয়গুলো কোন ভূগোলে আলোচনা করা হয়?

  ক. গাণিতিক  খ. মানব

  গ. প্রাকৃতিক  ঘ. জ্যোতির্বিদ্যা

১৫।      পৃথিবী উক্ত অবস্থায় পৌঁছেছে

  i. তরল অবস্থার মধ্য দিয়ে   
ii. কঠিন অবস্থার মধ্য দিয়ে

  iii. বাষ্পীয় অবস্থার মধ্য দিয়ে

  নিচের কোনটি সঠিক?

  ক. iii           খ. iiii

  গ. iiiii          ঘ. i, iiiii

১৬।

      প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদ-নদীর উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়?

  ক. পানিবিদ্যা খ. জলবায়ুবিদ্যা

  গ. সমুদ্রবিদ্যা ঘ. ভূমিরূপবিদ্যা

১৭।      প্রাকৃতিক ভূগোলের উপাদান কোনটি?

  ক. পানিচক্র  খ. বসতি

  গ. নগরায়ণ  ঘ. শিল্পায়ন

১৮।      নিচের কোন বিষয়টি জলবায়ুবিদ্যার অন্তর্ভুক্ত নয়?

  ক. বায়ুপ্রবাহ খ. বায়ুচাপ

  গ. সমুদ্রস্রোত ঘ. ঘূর্ণিবাত

১৯।      বৃষ্টিপাত প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়?

  ক. ভূমিরূপ  খ. সমুদ্রবিদ্যা

  গ. জীব ভূগোল   ঘ. জলবায়ুবিদ্যা

২০।      নদীর উৎপত্তি ও ক্রমবিকাশ প্রাকৃতিক ভূগোলের কোন বিদ্যার মধ্যে পড়ে?

  ক. ভূমিরূপবিদ্যা   খ. জলবায়ুবিদ্যা

  গ. সমুদ্রবিদ্যা ঘ. জীবমণ্ডল

 

  উত্তর : ১. খ ২. ঘ ৩. ঘ ৪. খ ৫. গ ৬. ক ৭. গ
৮. ক ৯. ঘ ১০. গ ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. গ
১৫. খ ১৬. ঘ ১৭. ক ১৮. গ ১৯. ঘ ২০. ক।

 

 

মন্তব্য

নবম ও দশম শ্রেণি : ব্যবসায় উদ্যোগ

    মোসাম্মাৎ শরীফা আক্তার, সহকারী প্রধান শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
নবম ও দশম শ্রেণি : ব্যবসায় উদ্যোগ
অঙ্কন : মাসুম

প্রথম অধ্যায় : ব্যবসায় পরিচিতি

সংক্ষিপ্ত প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

৫।       ব্যবসায় কিভাবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখে?

  উত্তর : ব্যবসায়ের মাধ্যমে মূলধন গঠন ও সম্পদের সঠিক ব্যবহার হয়। এতে ব্যবসায়ীরা নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যের কাজেরও ব্যবস্থা করতে পারে। ফলে ব্যক্তিগত জাতীয় আয় বাড়ার সম্ভাবনা তৈরি হয়।

এভাবে ব্যবসায় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখে। 

৬।       কাগজি মুদ্রার প্রচলন হয়েছিল কেন? ব্যাখ্যা করো।

  উত্তর : বিনিময় তথা লেনদেনের সুবিধার্থে কালের বিবর্তনে কাগজি মুদ্রার প্রচলন হয়।

দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে। ফলে শুরু হয় পশু শিকার, খাদ্যশস্য উৎপাদন ও পণ্য বিনিময়ের মতো কর্মকাণ্ড। কিন্তু পণ্য বা দ্রব্য বিনিময় করেও প্রয়োজন মেটানো যায়নি। ফলে দ্রব্য বিনিময়ের স্থলে বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ-রৌপ্যের মুদ্রা ও পরবর্তীকালে কাগজি মুদ্রার প্রচলন হয়।
 

৭।       কোন শিল্পের পণ্য পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয়? ব্যাখ্যা করো।

  উত্তর : প্রজনন শিল্পের পণ্য পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। প্রজনন শিল্পের মাধ্যমে উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তার ঘটে। যেমন—নার্সারিতে সৃষ্ট চারা পরবর্তী সময়ে গাছ ও ফলমূল উৎপাদন করে, পোলট্রি ফার্মে ডিম বা বাচ্চা উৎপন্ন হয়, হ্যাচারিতে মাছের পোনা উৎপন্ন হয়, যার সব কিছুই পরবর্তী উৎপাদনের মাধ্যমে মানুষের ভোগের উপযোগী পণ্যের সৃষ্টি করে থাকে।

তাই বলা যায়, প্রজনন শিল্পের পণ্য পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়।

৮।       ব্যবসায়ের আওতা বিবেচনায় একজন ডাক্তারের পেশার গুরুত্ব ব্যাখ্যা করো। 

  উত্তর : ব্যবসায়ের আওতা বিবেচনায় প্রত্যক্ষ সেবা হিসেবে একজন ডাক্তারের পেশা খুবই গুরুত্বপূর্ণ। গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ এমন কোনো কাজ বা বৃত্তিকে প্রত্যক্ষ সেবা বলে। অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা বিভিন্ন ধরনের সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকেন। এসব সেবাকর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত। যেমন—ডাক্তারি ক্লিনিক, আইন চেম্বার, প্রকৌশলী ফার্ম, অডিট ফার্ম ইত্যাদি। প্রত্যক্ষ সেবা আধুনিক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা। 

৯।       উন্নত যন্ত্রপাতির ব্যবহার কোন পরিবেশের অন্তর্গত? ব্যাখ্যা করো। 

  উত্তর : উন্নত যন্ত্রপাতির ব্যবহার প্রযুক্তিগত পরিবেশের অন্তর্গত। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে সৃষ্ট পরিবেশকে প্রযুক্তিগত পরিবেশ বলে। বর্তমান বিশ্বব্যবস্থা তথ্য ও প্রযুক্তিনির্ভর। প্রযুক্তিগত পরিবেশ ব্যবসায়ের অর্থনৈতিক উন্নয়নে অনুকূল প্রভাব ফেলে। প্রযুক্তির কারণে ব্যবসায়ের আমূল পরিবর্তন ও পরিবর্ধন ঘটতে পারে, নতুন নতুন পণ্য উৎপাদন ও বণ্টন করতে পারে। বিশ্বায়নের এ যুগে প্রযুক্তিগত উপাদানের ব্যাপক উন্নয়ন ছাড়া ব্যাবসায়িক সফলতা লাভ করা সম্ভব নয়। সুতরাং বলা যায়, উন্নত যন্ত্রপাতি ব্যবহার প্রযুক্তিগত পরিবেশের অন্তর্গত।

 

 

মন্তব্য

টিউটরিয়াল : Preposition

    মো. মশিউর রহমান খান, প্রভাষক (ইংরেজি), জয়পুরহাট বিএড কলেজ, জয়পুরহাট সদর, জয়পুরহাট
শেয়ার
টিউটরিয়াল : Preposition

  On, over, above, up ev upon—এই ৫টি Preposition এর অর্থ ওপরে হলেও এদের ব্যবহারে ভিন্নতা রয়েছে।

সাধারণত একটি আরেকটির ওপরে স্পর্শ করে আছে এমন ওপরে বোঝাতে on ব্যবহার করা হয়।

     Example

i. বইটি টেবিলের ওপর আছে।

     The book is on the table.

ii.       ওরা আমার বিছানার ওপর শুয়ে আছে।

  They’re lying on my bed.

   সাধারণ কম ওপর বোঝাতে over  ব্যবহার করা হয়।

Example

i. ফ্যান আমার মাথার ওপরে ঘুরছে।

  The fan is moving over my head.

ii.       নদীর ওপরে একটি সেতু আছে।

  There is a bridge over the river.
 

    বেশি উচ্চতর অবস্থান বোঝাতে above ব্যবহার করা হয়।



Example

i. সূর্য আমাদের মাথার ওপরে।

     The sun is above our head.

ii.       একটি প্লেন মেঘের ওপর দিয়ে যেতে পারে।

  A plan can fly above the clouds.
 

     নিচে থেকে ওপরের দিকে কোনো কিছু ওঠানো বোঝাতে  up ব্যবহার করা হয়।
Example

i.        তিনি পাহাড়ের ওপরে উঠে গেলেন।

  He climbed up the hill.

ii.       রতন গাছের ওপরে উঠে গেল।

  Raton climbed up the tree.
 

    কোনো স্থিরশীল বস্তুর ওপর অন্য একটি গতিশীল বস্তু আছড়ে পড়েছে বা লাফিয়ে উঠেছেএমনটা বোঝাতে upon/onto  ব্যবহার করা হয়।

Example

i. বিড়াল টেবিলের ওপর লাফিয়ে উঠল।

  The cat jumped upon the table.

ii.       কুকুরটি লাফিয়ে পড়ল টেবিলে।

     The dog jumped onto the table.

iii.       সে ছাদে গেল।

  She went onto the roof.

 

প্রাসঙ্গিক
মন্তব্য
বৃত্তি পরীক্ষার প্রস্তুতি

পঞ্চম শ্রেণি : বাংলা

    সোনিয়া আক্তার, সহকারী শিক্ষক, ধামদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ
শেয়ার
পঞ্চম শ্রেণি : বাংলা
বিদ্যালয়ে বই পড়ছে শিক্ষার্থীরা। ছবি : মোহাম্মদ আসাদ

এককথায় প্রকাশ

১।       বরণ করার যোগ্য বরেণ্য                                  

২।       মেধা আছে এমন যে জন  মেধাবী                                        

৩।       দিকের শেষ দিগন্ত

৪।

      এক দেশ থেকে অন্য দেশ দেশান্তর

৫।       এক যুগের পর আরেক যুগ যুগান্তর

৬।       সংখ্যায় সবচেয়ে বেশি এমন সংখ্যাগরিষ্ঠ

৭।       সমুদ্রের তীরে বালুময় স্থান বেলাভূমি

৮।

      অহংকার নেই যার নিরহংকার

৯।       আকাশে যে উড়ে বেড়ায় খেচর                                     

১০।      কোনো কিছু সাদরে গ্রহণ বরণ

১১।      শাস্তি পাওয়ার যোগ্য দণ্ডনীয়

১২।

      যা প্রয়োগ করা যায় প্রযোজ্য                                      

১৩।      যা নিষেধ করা হয়েছে নিষিদ্ধ

১৪।      যা লোপ পেয়েছে বিলুপ্ত

১৫।      যা কষ্টে লাভ করা যায় দুর্লভ

১৬।      যার মূল্য নির্ধারণ করা যায় না অমূল্য

১৭।

      যার চিহ্নমাত্র নেই নিশ্চিহ্ন

১৮।      যার সীমা নেই অসীম

১৯।      যার সীমা আছে সসীম

২০।      যিনি মুক্তির জন্য যুদ্ধ করেন মুক্তিযোদ্ধা

২১।      বীরদের মধ্যে যিনি শ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ

২২।      যার তুলনা হয় না  অতুলনীয়

২৩।      অত্যধিক সাহসী দুঃসাহসী

২৪।      অত্যন্ত খারাপ মেজাজ তিরিক্ষি

২৫।      বিনীত নয় এমন দুর্বিনীত।

২৬।      প্রতি মুহূর্তে অপেক্ষা করা উদগ্রীব

২৭।      যার শত্রু জন্মায়নি অজাতশত্রু

২৮। লোকজনের বসতি রয়েছে এমন জায়গা   লোকালয়            

২৯।      শক্তি আছে যার শক্তিধর

৩০। বিদেশে থাকে যে - প্রবাসী

৩১।      প্রবল প্রতাপের সঙ্গে দাপটে

৩২।      রেখা দিয়ে আঁকা ছবি নকশা।

৩৩। রক্ত দিয়ে লাল করা হয়েছে যা রক্তরঞ্জিত

৩৪।      শুয়ে আছে এমন শায়িত

৩৫। জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান প্রান্তর

৩৬। এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক কড়ি

৩৭।      যা জলে চরে জলচর                 

৩৮। নদী ও সমুদ্রের ঢেউ ঊর্মি

৩৯। বিন্দুর মতো ছোট বিন্দুসদৃশ

৪০।      কোনোভাবেই পূরণ করা যায় না এমন অপূরণীয়

৪১।      বিচার-বিবেচনা ছাড়া যা নির্বিচার

৪২।      সোনালি রঙের বুনো লতা স্বর্ণলতা

৪৩।      রুপার মতো রং রুপালি।

৪৪।      মাটির তৈরি শিল্পকর্ম মৃিশল্প

৪৫।      টিপে টিপে যে পুতুল তৈরি করা হয় টেপাপুতুল

৪৬।      যারা মাটির জিনিসপত্র তৈরি করেন কুমার

৪৭।      পোড়ামাটির তৈরি মানুষের ব্যবহারের নানা রকম জিনিস টেরাকোটা

৪৮। শখ করে পছন্দের জিনিস যে হাঁড়িতে রাখা হয় শখের হাঁড়ি

৪৯।      পাখির ডাকাডাকির আওয়াজ কিচির-মিচির

৫০।      খেতে ভালো লাগে এমন স্বাদ।

৫১।      খেতে মজা নয় এমন বিস্বাদ।

৫২।      যাঁরা ইতিহাস লেখেন ঐতিহাসিক

৫৩। কোনো কিছু খেয়াল করে দেখা পর্যবেক্ষণ

৫৪।      যে কাহিনি কল্পনা করে লেখা হয় কল্পকাহিনি

৫৫।      যা সম্ভব নয় অসম্ভব

৫৬। যে উপকারীর উপকার স্বীকার করে কৃতজ্ঞ

৫৭।      যে উপকারীর অপকার করে কৃতঘ্ন

৫৮। যে বেশি কথা বলে বাচাল

৫৯।      যে হিংসা করে - হিংসুক

৬০।      অন্যের অধীন পরাধীন                             

৬১।      যিনি সংগ্রাম করেন সংগ্রামী                        

৬২।      অস্ত্র দ্বারা সজ্জিত সশস্ত্র                              

৬৩। যেখানে যুদ্ধ হয় রণক্ষেত্র                              

৬৪।      যা নিশ্চিত হবেই অবধারিত

৬৫। মমতা আছে যে নারীর মায়াবতী

৬৬। সম্পূর্ণরূপে অন্যের বশ্যতা স্বীকার করা আত্মসমর্পণ।

৬৭।      একের সঙ্গে অন্যের পরস্পর

৬৮। একসঙ্গে কথা বলা সমস্বরে

৬৯। যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি টনটন

৭০।      কাঠের তৈরি খাট খাটিয়া

৭১।      মাথার পেছনে গোছা করে বাঁধা চুল খোঁপা

৭২।      সৈনিক বা যোদ্ধাদের অস্থায়ী ঘাঁটি ক্যাম্প

৭৩।      পানি দিয়ে পরিষ্কার করা প্রক্ষালন 

৭৪।      মাথা নত করে অভিবাদন করা কুর্নিশ

৭৫।      বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসা প্রতিধ্বনি

 

 

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ