ব্রাজিলে প্রেসিডেন্ট প্রার্থী ছুরিকাহত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ব্রাজিলে প্রেসিডেন্ট প্রার্থী ছুরিকাহত

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চালানোর সময় দেশটির ডানপন্থী দলের প্রার্থী জাইর বোলসোনারো ছুরিকাঘাতে  আহত হয়েছেন। গত বৃহস্পতিবার কট্টর ডানপন্থী দল সোশ্যাল লিবারেল পার্টির এ নেতার ওপর হামলার ঘটনা ঘটে। বর্ণবাদী ও বিতর্কিত নানা বক্তব্যের জন্য তিনি সমালোচিত হলেও সাম্প্রতিক জনমত জরিপগুলোতে তাঁর অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছিল।

ব্রাজিলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিনাস জেরাইসে গত বৃহস্পতিবার ভোটের প্রচার চালানোর সময় কে বা কারা তাঁকে ছুরিকাঘাত করে।

চিকিৎসকদের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, বোলসোনারোর পেটের ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি খুব তাড়াতাড়ি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।

‘লড়ছেন না’ লুলা

দণ্ডিত সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা অক্টোবরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা থেকে সরে আসছেন বলে জানিয়েছেন দেশটির ওয়ার্কার্স পার্টির বেশ কয়েকটি সূত্র। প্রার্থিতা বিষয়ে গতকাল সুপ্রিম কোর্টে দুটি আপিল আবেদনে পরাজিত হওয়ার পর বামপন্থী এ রাজনীতিক উত্তরসূরি ফার্নান্দো হাদ্দাদকেই দলের প্রার্থী হিসেবে সমর্থন দিচ্ছেন।

অক্টোবরের নির্বাচনে অংশ নিতে পারলে ওয়ার্কার্স পার্টির সম্ভাব্য প্রার্থী লুলাই জিতবেন বলে জনমত জরিপগুলোতে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। সূত্র : রয়টার্স, বিবিসি।

মন্তব্য

সম্পর্কিত খবর

সংক্ষিপ্ত

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার নিন্দায় পোপ

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার নিন্দায় পোপ
পোপ লিও

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ক্যাথলিক চার্চের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার তিন দিন পর গাজা যুদ্ধের বর্বরতার এবং নির্বিচারে শক্তি প্রয়োগ বন্ধের আহবান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। গত রবিবার রোমের কাছে পোপের গ্রীষ্মকালীন বাসভবনে এক প্রার্থনা শেষে লিও বলেন, ‘আমি আবারও যুদ্ধের বর্বরতার অবিলম্বে অবসান এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য অনুরোধ করছি। গত বৃহস্পতিবারের হামলার পর সকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় পোপ গির্জার ওপর হামলার জন্য গভীর দুঃখ প্রকাশ করেন। সূত্র : এএফপি

মন্তব্য

ওবামাকে গ্রেপ্তারের এআই ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ওবামাকে গ্রেপ্তারের এআই ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর আক্রমণ আরো তীব্র করলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় ডেমোক্র্যাটিক পার্টির নেতাকে গ্রেপ্তারের একটি এআই-জেনারেটেড ভিডিও পোস্ট করেছেন তিনি।

গতকাল সোমবার ট্রাম্পেও ট্রুথ সোশ্যালে পোস্ট করা ভিডিওটিতে ওবামার কণ্ঠস্বর ব্যবহার করে বলা হয়, বিশেষ করে প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে। এরপর ভিডিওতে জো বাইডেনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনীতিবিদের কণ্ঠে শোনা যায়—‘কেউ আইনের ঊর্ধ্বে নয়

এরপর কৃত্রিমভাবে তৈরি ভিডিওর দৃশ্যে দেখা যায়, এফবিআই এজেন্টরা সাবেক প্রেসিডেন্ট ওবামাকে হ্যান্ডকাফ পরিয়ে গ্রেপ্তার করছেন। একই সময় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনরত ট্রাম্প পেছনে বসে হাসছেন। ভিডিওর শেষে দেখা যায়, ওবামা কারাগারের ভেতরে কমলা রঙের জাম্পস্যুট পরে দাঁড়িয়ে আছেন। এই এআই ভিডিও এমন একসময় সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড দাবি করেছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ে রাশিয়ার প্রভাব সম্পর্কিত  গোয়েন্দা তথ্য জাল ও বিকৃত করা হয়েছিল ওবামা প্রশাসনের সময়ই।

সূত্র : ফক্স নিউজ

মন্তব্য

খাবারে বিষক্রিয়ায় অসুস্থ নেতানিয়াহু

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
খাবারে বিষক্রিয়ায় অসুস্থ নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। পুরোপুরি সেরে ওঠার জন্য কয়েক দিন তিনি নিজের বাড়িতে বসে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন। নেতানিয়াহুর দপ্তরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, নেতানিয়াহু (৭৫) গত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

বিবৃতিতে আরো জানানো হয়, ইসরায়েলের দীর্ঘদিনের নেতা পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহে ভুগছেন। এই শারীরিক সমস্যা থেকে সেরে উঠতে চিকিৎসকদের পরামর্শে তিনি স্যালাইন নিচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, নেতানিয়াহু আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন। এর আগে ২০২৩ সালে নেতানিয়াহুর দেহে পেসমেকার বসানো হয়।
একই বছর ডিসেম্বর মাসে মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়ার পর তাঁর প্রোস্টেট অপসারণ করা হয়। সূত্র : আনাদোলু এজেন্সি, রয়টার্স

 

মন্তব্য

পরাজয়ের পরও ক্ষমতা ছাড়তে চান না জাপানের প্রধানমন্ত্রী

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
পরাজয়ের পরও ক্ষমতা ছাড়তে চান না জাপানের প্রধানমন্ত্রী
শিগেরু ইশিবা

জাপানের ক্ষমতাসীন জোট নির্বাচনের ফলাফলে পার্লামেন্টের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে। বড় ধরনের অগ্রগতি ঘটেছে একটি কট্টর ডানপন্থী জনতুষ্টিবাদী দলের, যারা বিদেশিদের নীরব আগ্রাসন-এর বিষয়ে সতর্ক করে আসছে। তবে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, তার এখনই সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

গত রবিবারের নির্বাচনে ইশিবার ক্ষমতাসীন জোট উচ্চকক্ষ হাউস অব কাউন্সিলর্সের ২৪৮টি আসনের মধ্যে ৪৭টিতে জয় পেয়েছে।

উচ্চকক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রয়োজনীয় ৫০টি আসন থেকে তিনটি কম থাকায় বেকায়দায় পড়েছে তারা। প্রতি তিন বছরে হাউস অব কাউন্সিলর্সের অর্ধেক আসনে নির্বাচন হয়। এবারও এই কক্ষের মোট আসনের অর্ধেক, অর্থাৎ ১২৪টি আসনে ভোট হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নির্বাচনের এই ফলের পর উচ্চকক্ষে ইশিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জোট শরিক কোমিতোর মোট আসন দাঁড়িয়েছে ১২২টি।

নির্বাচনের এই ফলে প্রধানমন্ত্রী ইশিবার সংখ্যালঘু সরকারের পতন হয়তো হবে না, কিন্তু সরকারপ্রধানের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করবে। ইশিবা গত অক্টোবরেই পার্লামেন্টের প্রভাবশালী নিম্নকক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।

এমন ফলের কারণে এশিয়ার অন্যতম প্রভাবশালী অর্থনীতির দেশটি এমন একসময়ে রাজনৈতিক অস্থিরতায় পড়তে যাচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক কার্যকরের সময় দ্রুত ঘনিয়ে আসছে।

রবিবার রাতে বুথফেরত জরিপ যখন তার জোটের ভরাডুবির ইঙ্গিত দিচ্ছে তখন ইশিবা জানান, তিনি আন্তরিকভাবে এই কঠোর ফলাফল মেনে নিয়েছেন।

রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইশিবা বলেন, এটি একটি কঠিন পরিস্থিতি আর আমাদের এটি গুরুত্বসহকারে এবং বিনীতভাবে মেনে নিতে হবে। সূত্র : রয়টার্স

মন্তব্য

সর্বশেষ সংবাদ