<p>হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর বিষয়ে বিবৃতি দিয়েছেন দলটির গাজা শাখার প্রধান খলিল হায়া। শুক্রবার (১৮ অক্টোবর) ওই বিবৃতিতে তিনি যুদ্ধরত অবস্থায় সিনওয়ারের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।</p> <p>বিবৃতিতে তিনি বলেন, ‘সিনওয়ার ছিলেন অবিচল, সাহসী ও নির্ভীক। তিনি আমাদের স্বাধীনতার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তার জীবনের শেষটা হয়েছে সাহসের ওপর দাঁড়িয়ে, তারা শির ছিল উঁচু, হাতে ছিল অস্ত্র এবং শেষনিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত গুলি ছুড়েছেন তিনি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সিনওয়ারের যৌবনের একটি বড় অংশ কেটেছে ইসরায়েলি কারাগারে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/18/1729233756-4b69c2e27800846d4e132ea608c2a660.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সিনওয়ারের যৌবনের একটি বড় অংশ কেটেছে ইসরায়েলি কারাগারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/18/1436410" target="_blank"> </a></div> </div> <p>খলিল আরো বলেন, সিনওয়ার একজন যোদ্ধা হিসেবে তার জীবন পার করেছেন। জীবনের শুরুর দিকে প্রতিরোধী যোদ্ধা হিসেবে নিজের লড়াই শুরু করেন তিনি। ইসরায়েলি কারাগারে থাকা অবস্থায়ও তিনি প্রতিবাদী হিসেবে দাঁড়ান। বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি পাওয়ার পর তিনি নিজের এবং স্বাধীনতার লড়াই অব্যাহত রাখেন।</p> <p>হামাসের গাজা শাখার প্রধান জানিয়েছেন, যত দিন পর্যন্ত দখলদার ইসরায়েলি সেনারা গাজায় হামলা বন্ধ না করবে এবং তারা তাদের সব সেনাকে প্রত্যাহার না করবে তত দিন পর্যন্ত জিম্মিদের ফেরত দেওয়া হবে না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হামাস-ইসরায়েল যুদ্ধ এবং তার ১ বছর পরের অবস্থা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/07/1728278402-b5c2b0baf6323afa913fe300eda5d0f0.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হামাস-ইসরায়েল যুদ্ধ এবং তার ১ বছর পরের অবস্থা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/07/1432686" target="_blank"> </a></div> </div> <p>সিনওয়ারের মৃত্যুর মাধ্যমে গাজায় হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে বলে অনেকে ধারণা করছেন। কারণ তাদের মতে সিনওয়ার কঠোর অবস্থান থেকে সরে না আসায় যুদ্ধবিরতি হচ্ছিল না। এসব গুঞ্জনের মধ্যেই হামাস জানাল যদি ইসরায়েল তাদের জিম্মিদের ফেরত চায় তাহলে আগে গাজায় বর্বরতা বন্ধ করতে হবে।</p> <p>এ ছাড়া যত দিন পর্যন্ত ফিলিস্তিনের স্বাধীনতা অর্জিত না হচ্ছে, তত দিন পর্যন্ত হামাসের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খলিল হায়া।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তুরস্কে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/18/1729258135-3b076b37606e0d72e332da068430f939.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তুরস্কে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/18/1436486" target="_blank"> </a></div> </div> <p>তিনি বলেছেন, যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ হচ্ছে তার আগে বন্দিরা (জিম্মি) ফিরবে না। যতক্ষণ না গাজা থেকে তাদের সেনারা পুরোপুরি সরে যাচ্ছে এবং আমাদের বন্দিরা জেল থেকে মুক্তি পাচ্ছে, হামাস তার কার্যক্রম চালিয়ে যাবে। সব ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে স্বাধীন ফিলিস্তিন গঠিত না হবে, যেই স্বাধীন ফিলিস্তিনের রাজধানী হবে জেরুজালেম, ততক্ষণ পর্যন্ত বন্দিদের ফেরত দেওয়া হবে না।</p>