<p>ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সেনাদের ওপর হামলার ঘটনায় ক্ষমতাসীন বিজেপি সরকারকে দুষলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, সেনা ও তাদের পরিবারগুলো সরকারের ভুল নীতির আগুনে পুড়ছে। কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত চার ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহুল এসব কথা জানান। বারবার সেনা নিরাপত্তায় বিঘ্ন হওয়ার জন্য সরকারকে সম্পূর্ণ দায় নিতে তাগিদ দেন রাহুল।</p> <p>সেই সঙ্গে ভারত ও সেনাদের ক্ষতিসাধনকারীদের প্রতি কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি তিনি আহবান জানান। বারবার সেনাদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন লোকসভার বিরোধী দলনেতা। গত সোমবার জম্মু-কাশ্মীরে ডোডা জেলায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মেজরসহ চার সেনা নিহত হন।</p> <p>সূত্র : দ্য হিন্দুস্তান টাইমস</p>