<p>ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। অনানুষ্ঠানিক গণনায় বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত এগিয়ে রয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রাবোয়ো সুবিয়ান্তো। খবর- বিবিসি</p> <p>অনানুষ্ঠানিক গণনায় দেখা গেছে, প্রাবোয়ো ৫৯.৮ শতাংশ ভোটে প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন। দেশটির মোট ২৩.৩ শতাংশ ব্যালট গণনার ভিত্তিতে এই তথ্য পাওয়া গেছে।</p> <p>সে দেশে অর্ধেকের বেশি ভোটার ৪০ বছরের কম বয়সী। সে ক্ষেত্রে তরুণ ও যুবকদের ভোটই প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান ভূমিকা রাখবে। ভোটের ফলে সাবেক শিক্ষামন্ত্রী ও জাকার্তার সাবেক গভর্নর অ্যানিস বাসওয়াদান দ্বিতীয় এবং সেন্ট্রাল জাভার সাবেক গভর্নর গঞ্জার প্রানোয়ো তৃতীয় অবস্থানে থাকার সম্ভাবনা রয়েছে।</p> <p>ইন্দোনেশিয়ার ১৭ হাজার দ্বীপপুঞ্জজুড়ে ২০ হাজার ৬০০টি পদে প্রায় দুই লাখ ৫৯ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এবারের নির্বাচনে মূল আকর্ষণ প্রেসিডেন্ট জোকো উইদোদোকে প্রতিস্থাপন করবেন কে সেটি।</p>