<p>ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এখন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট। ফোর্বসের মতে, ফরাসি এ ধনকুবের ও তাঁর পরিবারের মোট সম্পদ ২৩.৬ বিলিয়ন বেড়ে দাঁড়িয়েছে ২০৭.৬ বিলিয়ন মার্কিন ডলারে।</p> <p>বিলাস দ্রব্য কম্পানি এলভিএমএইচের ধনকুবের চেয়ারম্যান ও সিইও আর্নল্টের মোট সম্পদের পরিমাণ শুক্রবার টেসলার সিইও মাস্কের মোট সম্পদ ২০৪.৭ বিলিয়ন ডলারকে অতিক্রম করে। মাস্কের ১৮ বিলিয়ন ডলারের বেশি সম্পদ কমে যাওয়ায় তিনি পিছিয়ে পড়েছেন বলে ফোর্বস জানিয়েছে।</p> <p>এ দুই ধনকুবের ২০২২ সাল থেকে শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে রয়েছেন। ওই বছরের শেষের দিকে শীর্ষস্থান অর্জন করেন বার্নার্ড আর্নল্ট। </p> <p>ফোর্বসের রিয়েলটাইম তালিকা অনুসারে বিশ্বের শীর্ষ ১০ ধনকুবের হলেন :</p> <p>১. বার্নার্ড আর্নল্ট ও তাঁর পরিবার (২০৭.৬ বিলিয়ন মার্কিন ডলার)<br /> ২. ইলন মাস্ক (২০৪.৭ বিলিয়ন মার্কিন ডলার)<br /> ৩. জেফ বেজোস (১৮১.৩ বিলিয়ন মার্কিন ডলার)<br /> ৪. ল্যারি এলিসন (১৪২.২ বিলিয়ন মার্কিন ডলার)<br /> ৫. মার্ক জাকারবার্গ (১৩৯.১ বিলিয়ন মার্কিন ডলার)<br /> ৬. ওয়ারেন বাফেট (১২৭.২৫ বিলিয়ন মার্কিন ডলার)<br /> ৭. ল্যারি পেজ (১২৭.১ বিলিয়ন মার্কিন ডলার)<br /> ৮. বিল গেটস (১২২.৯ বিলিয়ন মার্কিন ডলার)<br /> ৯. সের্গেই ব্রিন (১২১.৭ বিলিয়ন মার্কিন ডলার)<br /> ১০. স্টিভ বলমার (১১৮.৮ বিলিয়ন মার্কিন ডলার)</p> <p>তবে ব্লুমবার্গের ধনকুবেরের তালিকা অনুসারে, ইলন মাস্ক এখনো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, যার মোট সম্পদ ১৯৯ বিলিয়ন মার্কিন ডলার। ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ১৮৪ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তালিকায় ইলন মাস্কের পরেই রয়েছেন। একই তালিকায় বার্নার্ড আর্নল্ট ১৮৩ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।</p> <p>সূত্র : এনডিটিভি</p>